User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুবই জঘন্য একটা বই, কেউ কিনবেন না, এটা না কিনে অসপেকট এর চবিনলেজ এবং জয়কলির চবি question bank পড়ুন, হাজার গুণ ভালো হবে, ফটোকপি করা বই,কেউ কিনবেন না
Was this review helpful to you?
or
খুব ভালো quality বইটার, কিন্তু ছাপা জঘন্য রকমের খারাপ,বইয়ের front একটু ছোট, অনেকেই এটা নিয়ে complain করে, কিন্তু আমার কাছে পড়তে তেমন সমস্যা হচ্ছে না,কিন্তু আমার কাছে বইয়ের ছাপার মান খারাপ মনে হয়েছে,একদম ফটোকপির মতো, অনেক জায়গায় লেখা বুজতে কষ্ট হয়, অনেক জায়গায় page setup দেখলাম আবার border দেয়া, আবার বেশিরভাগ জায়গায় দেয়া নাই, খুবই বাজে একটা জিনিস, আর সব chapter এর শেষে model test part টা রাখলে খুব ভালো হতো, physicsএর chapter গুলোর শেষে এই জিনিসটা missing,বাকি subject এ আছে,আর বিগত বছরের প্রশ্নগুলো প্রতি chapter এর শেষে একসাথে করে দিলে ভালো হতো, পাশাপাশি বইয়ের শেষে বেশ কিছু পূর্নাঙ্গ মডেল টেস্ট দিলে বইটা আরো সেরা হতো,সব মিলিয়ে বইটা cu এর জন্য খুবই জঘন্য একটা বই, এদের মধ্যে কোন professionalism নাই,খালি বড় বড় কথা,কেউ কিনবেন না