User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক ভাল একটা বই। যদিও বই খুব বেশি পড়া হয় না, কিন্তু এই বইটি পুরোটা পড়ে মজা পেয়েছি, একই সাথে অনেক কিছু শিখলাম।
Was this review helpful to you?
or
বইটা পড়ে ভাল লেগেছে, নিজের জীবনের সাথে অনেকখানি মিলে গেছে। আমার মনে হয় লেখক খুব ভাল করেই জানেন, পাঠক পাঠিকাদের মনোযোগ কি করে ধরে রাখতে হয়। তাই তো বই পড়তে গিয়ে মনোযোগ সরাতে পারিনি। সেজন্য অসংখ্য ধন্যবাদ লেখককে।
Was this review helpful to you?
or
এই বইটা পড়েছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানতে পেরেছি যা আমি আগে জানতাম না। মাস্ট রিড একটা বই। এতো সুন্দর করে গোছানো লেখা একটা বই, কি বলব। এই বইটা সবাইকে পড়তে উৎসাহিত করবো।
Was this review helpful to you?
or
অনেক মুল্যবান ও শিক্ষণীয় একটা বই। বইটা অনেক তথ্যসমৃদ্ধ। পড়লেই বুঝা যায়, লেখক এর পিছনে প্রচন্ড শ্রম দিয়েছেন। আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।
Was this review helpful to you?
or
বইটা নিয়ে যত প্রশংসা করব, হয়ত কম হয়ে যাবে। লেখক অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় যেভাবে বিয়ে সংক্রান্ত সমস্যা ও সমাধানগুলো পাঠকদের বুঝিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি শুধু গৎবাঁধা উপদেশ দিয়ে যাননি, বরং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে বিভিন্ন বাস্তব ঘটনার আলোকে একেবারে গোছালো দিক নির্দেশনা দিয়েছেন। যার কারনে বই হাতে নিয়ে আর না শেষ করে উঠতে মন চায় নি। লেখকের পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।
Was this review helpful to you?
or
বইটা সত্যিই অসাধারণ। এরকম বই আরও চাই লেখকের কাছ থেকে।
Was this review helpful to you?
or
বইটা যতই পড়েছি, ততই অবাক হয়েছি, অসাধারণ বইটা।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটি বই। আলহ্যামদুলিল্লাহ ভাল লেগেছে বইটা পড়ে।
Was this review helpful to you?
or
বইটT পড়ে অনেক ভাল লেগেছে। সব মেয়েদেরই পড়া উচিত বইটা।
Was this review helpful to you?
or
অনেক ভাললাগার একটা বই, অনেক কিছুই শিখেছি এই বই থেকে আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
সত্যিই অসাধারণ এক বই, যতই পড়েছি ততই মুগ্ধ হয়েছি। আফসোসও হয়েছে এই ভেবে, বইটা আরো আগে পড়া উচিত ছিল। এমন কিছু কিছু বিষয় এই বই থেকে শিখেছি, যা আমার বাস্তবজীবনে চলতে গিয়ে আরও সতর্ক করেছে আমাকে, নয়ত জীবনে আমিও হয়ত ভুল অরে ফেলতাম। বইটার নাম দেখে প্রথমে একটূ বিব্রত হলেও পরে বই পড়ে বুঝতে পারলাম প্রতিটি অভিভাবকদেরও এই বইটা পড়া দরকার।
Was this review helpful to you?
or
বইটা সম্পর্কে জানতে পারার পর থেকেই বইটা পড়ার খুব ইচ্ছা ছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ উইশলিস্টের এই সুন্দর বইটা হাদিয়া পেয়েছি । হাতে পাওয়ার দিনই সন্ধ্যার পর বইটা নিয়ে বসি আর এক বসায় অর্ধেকের বেশি পড়ে ফেলছি? আর আজকে বাকিটা শেষ করলাম। মা শা আল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো বইটা এত্তো উপকারী!!! আমার মনে হইছে যে প্রত্যেক অবিবাহিত / যে সকল বোনেদের বিয়ে হচ্ছে না তাদের সকলের একবার হলেও বইটা পড়া উচিৎ । আমার ছোট বোন বলতেছে সে নাকি তার বান্ধবী কে এই বইটা হাদিয়া দিবে? বইটা পড়ে বিয়ে না হওয়ার কারণ জানতে পারলাম এর পাশাপাশি বিয়ের অনেক আমল সম্পর্কে জানতে পারলাম যা এর আগে আমার জানা ছিলো না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত্তো সুন্দরভাবে সব ডিটেইলসে বলা হয়েছে ।
Was this review helpful to you?
or
বইটা অনেক কৌতূহল নিয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভাল লেগেছে। এটা শুধু বিয়েকেদ্রিক বই নয়, অনেক শিক্ষনীয় বিষয় আছে এতে যারা প্রতিটি বোন ও ভাইদের দ্বীন অ দুনিয়ার জ্ঞানের পরিধি বাড়িয়ে তুলবে। আল্লাহতায়ালা লেখকের ইলমের মধ্যে বারাকাহ দান করুন।