User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমরা বেশিরভাগ সময় কনফিউজড থাকি ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানান ধাপ নিয়ে। এই বইটি আমাদের ক্যারিয়ার উন্নয়নের পাশাপাশি আত্নউন্নয়নের দিক নির্দেশনাও দিবে।
Was this review helpful to you?
or
বইটির জন্য অনেক অপেক্ষায় ছিলাম, অবশেষে যখন বইটি প্রকাশিত হলো সাথে সাথেই অর্ডার করলাম। এক কথায় অসাধারণ, বইটির এক একটি লাইন অনেক উনুপ্রেরনা দিয়েছে আমাকে। বইটি একটি পাওয়ার হাউস এর মতো কাজ করেছে আমার লাইফ এ। এর জন্য স্যার কে অসংখ্য ধন্যবাদ।
Was this review helpful to you?
or
আমি বইটি পড়ে আসলেই অভিভূত। বইটি একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা বইটির মধ্যে দিয়ে নিজেকে গড়ে তুলতে অনেক ভাবে সাহায্য করবে।
Was this review helpful to you?
or
আসিফ ইকবাল স্যারের এই বইটি পাঠকদের উদ্দেশ্যে এমন একটি শক্তিশালী বার্তা দেয় যে, যদি কোনো মানুষের লক্ষ্য অটুট থাকে এবং সে সঠিক পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে তা অর্জনের জন্য কাজ করে, তাহলে তাকে সফলতার পথে বাধা দেওয়া সম্ভব নয়। বইটি এমন এক ধরনের গাইডলাইন দেয়, যা একজন ব্যক্তিকে তার জীবনের লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় উৎসাহ এবং শক্তি যোগায়। এটি বেশ সহজ ভাষায় লেখা, যার কারণে এটি সকল বয়সের পাঠকদের জন্য উপযোগী।
Was this review helpful to you?
or
যদি লক্ষ্য থাকে অটুট, আসিফ ইকবাল স্যার এর লেখা বইটি পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। এই বইটি অনেক ভালো একটি বই যা আমাদের ক্যারিয়ারে গঠনে সঠিক একটি গাইড লাইন পাই। এই বইটিতে মাইন্ডসেট সম্পর্কে একটি সঠিক ধারনা দেয় এবং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য একটি সঠিক পথ দিক র্নিদেশনা দেয়।
Was this review helpful to you?
or
যখন জীবন নিয়ে খুবই ছন্নছাড়া অবস্থায় ছিলাম ঠিক তখনই "যদি লক্ষ্য থাকে অটুট" বইটি পড়া। বইটি প্রতি পৃষ্ঠাতেই যেন জীবনের নতুন মানের গল্প। বইয়ের লেখক আসিফ ইকবালকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই দিশাহীন জীবনের নতুন গতিপথ খোঁজার স্পৃহা সৃষ্টি করে দেবার জন্য। সত্যিই বইটি অনন্য।
Was this review helpful to you?
or
amazing book
Was this review helpful to you?
or
আসিফ ইকবাল স্যার আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন, বইটি বের হওয়ার পরই পড়ার অনেক ইচ্ছে ছিল। "যদি লক্ষ্য থাকে অটুট" অবশেষে নিয়ে নিলাম, অসম্ভব চমৎকার একটি বই, যা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে কাজের গতি ধরে রাখতে সাহায্য করবে। সকলের একবার হলেও বইটি পড়া উচিত। ধন্যবাদ স্যারকে এতো সুন্দর লেখা একটি বই আমাদের তরুণ প্রজন্মের জন্য উপহার দেওয়ার জন্য ❤️ — Shema Ahamed
Was this review helpful to you?
or
বইটি খুবই অনুপ্রেরণামূলক
Was this review helpful to you?
or
একটি অনুপ্রেরণামূলক বই, যা আত্মবিশ্বাস বাড়াতে এবং লক্ষ্য অর্জনে ধৈর্য ধরে এগিয়ে যেতে সাহায্য করে। সহজ ভাষা ও বাস্তব উদাহরণ বইটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা আত্ম-উন্নয়নমূলক একটা বই। ধন্যবাদ আসিফ ইকবাল স্যারকে এতো সহজে আপনার বইটা আমাদের কাছে উপস্থাপন করার জন্য।
Was this review helpful to you?
or
Rozar mashe emon oshadaron boi porar sujog hobe, prothom koiekta page pore bhalo laglo By far one of the best ''Self Development'' books in the market ?
Was this review helpful to you?
or
অসাধারণ আত্ম উন্নয়নমূলক গ্রন্থ। নিজেকে প্রতিনিয়ত ঝালাই করার মতো গ্রন্থ। আসিফ ইকবাল স্যার, তার মন থেকে উজার করে দিয়েছেন।
Was this review helpful to you?
or
বই টি অসাধারণ। স্টুডেন্টদের জন্য লক্ষ নির্ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আসিব ইকবাল স্যারকে। পরবর্তী বইয়ের অপেক্ষায় ❤️
Was this review helpful to you?
or
আসিফ ইকবাল স্যার-এর "যদি লক্ষ্য থাকে অটুট" বইটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। সহজ ভাষায় তিনি স্বপ্ন দেখা, বাধা অতিক্রম ও আত্মউন্নয়নের কথা বলেছেন। বইটি শুধু মোটিভেশন নয়, বরং বাস্তব জীবনে এগিয়ে যাওয়ার উপায়ও দেখায়।
Was this review helpful to you?
or
বইটি উপহার হিসেবে পেলাম। পড়েও ভালো লেগেছে । পরবর্তী বইয়ের অপেক্ষায়.......
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটি বই। পজিটিভিটি চর্চায় বড় একটি দিক নির্দেশক এ বই
Was this review helpful to you?
or
নতুন বই হাতে পেয়েছি, বেশ এক্সসাইটেড আমি বইটি নিয়ে। বইটিতে গ্রোথ ও ফিক্সড মাইন্ডসেট নিয়ে দারুণ ব্যাখ্যা আছে। আমার ছোট এই জীবনের বিশাল লক্ষ সঠিক ভাবে এচিভ করার জন্য পারফেক্ট গাইডলাইন মনে হলো, নিজের মানসিক বিকাশের দিকে মনোযোগ দিতে বইটি খুবই উপকারী হবে বলে আমার মন বলে। আসিফ ইকবাল স্যারকে ধন্যবাদ এমন অনুপ্রেরণাদায়ক বইয়ের জন্য!
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই, একজন মানুষের শুধু ব্যাক্তিজীবন না কর্মজীবন থেকে শুরু করে সকল সফলতার চমৎকার গোপন কিছু সূত্র এবং বিশ্বাসের কথা আছে এখানে, আলহামদুলিল্লাহ| স্যারকে অনেক ধন্যবাদ দারুন এই লেখনী এর জন্য♥️
Was this review helpful to you?
or
বইটি পড়ে দারুণ লেগেছে। ধন্যবাদ লেখককে❤️
Was this review helpful to you?
or
বইটি পড়লাম, সত্যিই নিজের অনেক কাজের ধরন বদলে ফেলবার মত পরামর্শ নিজেকে নিজে দিতে পারলাম মনে হচ্ছে। ধন্যবাদ আসিফ ইকবাল ভাই।
Was this review helpful to you?
or
just wow! inspiring for young generation and those who do not still set aim in life. The book has been flourished by real life examples to captivate reader mind which is really amazing. This is the first time I have learned that the mind is trained in the thought process.
Was this review helpful to you?
or
"বইটি পড়তে আমার দারুণ লাগছে। প্রতিটি পৃষ্ঠা যেন নতুন জ্ঞান ও অভিজ্ঞতার দুয়ার খুলে দিচ্ছে। আমি প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য গভীর মনোযোগ দিয়ে পড়ছি, আর মনে হচ্ছে যেন এক নতুন জগতে প্রবেশ করছি। বইটির বিষয়বস্তু এতটাই আকর্ষণীয় যে থেমে থাকার ইচ্ছে হচ্ছে না, বরং আরও জানার আগ্রহ ক্রমশ বাড়ছে।"
Was this review helpful to you?
or
বইটি পড়ে এতো ভালো লাগতেছে যে পৃষ্ঠা কম হয়ে যাচ্ছে।
Was this review helpful to you?
or
সাফল্যের খোলা কৌশল
Was this review helpful to you?
or
জীবনে কিছু থাকুক আর না থাকুক, বইটি থেকে যাবে আমার সাথে বেশি কিছু বললাম না।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই, আমি বইটি কিনে প্রতিদিন একটু একটু করে পড়তেছি কিন্তু যতই পড়তেছি ততই মুগ্ধ হচ্ছি। খুব ভালো লাগছে বইটি পড়ে। ধন্যবাদ এতো সুন্দর বই উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
Jodi Lokkho Thake Otut" boiti amar mone hoy ai bochorer best seller howya dorkar...
Was this review helpful to you?
or
Jibone cholar jonno ba boro howar jonno onek kisu shekhar baki ja ei boi pore shikhtechi, bastob oviggota alhamdulillah,,,
Was this review helpful to you?
or
Besh valo legchee pore
Was this review helpful to you?
or
Aisf Bhaiyer lekha boi, khub valo chilo
Was this review helpful to you?
or
Onek sundor, pore valo legese
Was this review helpful to you?
or
Oshadharon cilo
Was this review helpful to you?
or
বাংলা মোটিভেশনাল সাহিত্য জগতে এটি একটি ল্যান্ডমার্ক বই। বইটি পড়ার সময় মনে হয়, একজন মেন্টর যেন সরাসরি গাইড করছেন, সাহস যোগাচ্ছেন। জীবনে বড় স্বপ্ন দেখতে ও তা পূরণ করতে এটি ইন্সপায়ার করে।
Was this review helpful to you?
or
2nd boi chai eitar, pore onek valo lagche
Was this review helpful to you?
or
জীবন নামের এই জার্নিতে, "যদি লক্ষ্য থাকে অটুট" বইটি যেন এক অভিজ্ঞ পথপ্রদর্শক। আসিফ ইকবাল এর সাবলীল ভাষায় জীবনের গভীর মেসেজ খুব সহজেই হৃদয় ছুঁয়ে যায়। বইটি পড়ার সময় মনে হয়, একজন বন্ধু পাশে থেকে সাহস যোগাচ্ছে, বলছে – "তুমি পারবে"। ব্যক্তিগত ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ারের জন্য বইটি অসাধারণ। বিশেষ করে যারা নিজেদের সম্ভাবনা পুরোপুরি উপলব্ধি করতে চান, তাদের জন্য এটি অবশ্য পাঠ্য।
Was this review helpful to you?
or
"যদি লক্ষ্য থাকে অটুট" বইটি কিছু ক্ষেত্রে ভালো লেগেছে, আবার কিছু জায়গায় মনে হয়েছে আরও উন্নতি করার সুযোগ ছিল। আসিফ ইকবাল এর লেখার ভাষা সহজ, মোটিভেট করার চেষ্টা আছে।
Was this review helpful to you?
or
বইটিতে সম্ভাবনা ছিল আরও ভালো হওয়ার। কিছু আইডিয়া ভালো, কিন্তু উপস্থাপনা আরেকটু আকর্ষণীয় করা যেত। মোটিভেশন এর মেসেজ আছে, তবে প্রভাবটা গড়পড়তা। আরেকটু Effort দিলে বইটি আরও শক্তিশালী হতে পারতো।
Was this review helpful to you?
or
কিছু সাফল্যের স্ট্র্যাটেজি উপযোগী লেগেছে, কিন্তু বইটা আরেকটু সংক্ষিপ্ত হতে পারতো। অনেক কথা পুনরায় বলা হয়েছে, যা সম্পাদনার মাধ্যমে কমানো যেত। নতুনদের জন্য ঠিক আছে, অভিজ্ঞ পাঠকদের জন্য নতুন কিছু নাও থাকতে পারে।
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় এমন উন্নত মানের মোটিভেশনাল বই সত্যিই দুর্লভ। "যদি লক্ষ্য থাকে অটুট" বইটি নিঃসন্দেহে ব্যতিক্রম এবং বিশেষভাবে উল্লেখযোগ্য। আসিফ ইকবাল এর লেখার মান এবং কন্টেন্টের গভীরতা দুটোই অসাধারণ।
Was this review helpful to you?
or
Looking for a motivational boost? This book delivers! Asif Iqbal's words are powerful and inspiring. A must-read for anyone seeking success and personal growth.
Was this review helpful to you?
or
Book ti oshadharon chilo, mela theke kinechi,
Was this review helpful to you?
or
অভিজ্ঞতা-ভিত্তিক শিক্ষার ওপর বইটি জোর দেয়, যা খুবই মূল্যবান। বাংলা সাহিত্যে এমন অভিজ্ঞতা-সমৃদ্ধ বই খুব কমই মেলে। বইটি পড়ার পর মনে প্রজ্ঞা এবং পরিপক্কতা আসে। জীবনে একটি সফল ক্যারিয়ার এবং পরিপূর্ণ জীবন গড়তে এটি ইন্সপায়ার করে।
Was this review helpful to you?
or
আসিফ ইকবাল এর ব্যক্তিগত এবং পেশাগত অভিজ্ঞতা যেন "যদি লক্ষ্য থাকে অটুট" বইটির প্রতিটি পাতায় জীবন্ত হয়ে উঠেছে। কর্মজীবনের দিকনির্দেশনা এবং জীবনের শিক্ষা গ্রহণের জন্য এটি একটি অসাধারণ বই। বইটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং লাইফ ম্যানেজমেন্টের প্র্যাক্টিক্যাল টিপস এবং ইনসাইটস দেওয়া আছে
Was this review helpful to you?
or
This book provides a clear roadmap to achieve your goals. Easy to understand and implement. A valuable guide for anyone on a success journey.
Was this review helpful to you?
or
"যদি লক্ষ্য থাকে অটুট" বইটি কিছু ক্ষেত্রে ভালো লেগেছে, আবার কিছু জায়গায় মনে হয়েছে আরও উন্নতি করার সুযোগ ছিল। আসিফ ইকবাল এর লেখার ভাষা সহজ, মোটিভেট করার চেষ্টা আছে। তবে, কিছু স্ট্র্যাটেজি আরও বিস্তারিত আলোচনা করলে ভালো হতো। যারা একদম নতুন, তাদের জন্য উপকারী হতে পারে।
Was this review helpful to you?
or
বইটি পড়ে সময় নষ্ট হয়নি, definitely informative। সাফল্য নিয়ে কিছু useful আইডিয়া পাওয়া যায়, যা নতুনদের জন্য হেল্পফুল। কিন্তু, যারা self-help genre এ অনেক বই পড়েছেন, তাদের জন্য খুব বেশি নতুন কিছু নাও থাকতে পারে। মোটের উপর, four star deserve করে। ⭐⭐⭐⭐
Was this review helpful to you?
or
বইটিতে কিছু মূল্যবান দিকনির্দেশনা রয়েছে, অস্বীকার করা যায় না। সাফল্য নিয়ে লেখকের নিজস্ব ভাবনা শেয়ার করেছেন, যা ভালো লাগে। তবে, কিছু জায়গায় মনে হয়েছে আরেকটু practical approach যোগ করলে উপকার হতো। যারা guidance মূলক বই পছন্দ করেন, তাদের জন্য এটা ভালো লাগবে।
Was this review helpful to you?
or
বইটি পড়ে আমি আমার মানসিকতার অনেকগুলি নেগেটিভ ইনডিকেটর খুঁজে পেয়েছি। এগুলো আমি উন্নত করার প্রজেক্ট হাতে নিয়েছি। কোন ধরনের মানসিকতা আপনাকে বিশ্বসেরা হওয়ার জন্য তৈরি করবে সেগুলো এই বইটিতে আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। ধন্যবাদ আসিফ ইকবাল স্যারকে।
Was this review helpful to you?
or
prothom koyek page porlam bes darun, Asha korchi Puru boi ta darun Hobe. Puru ta ses kore InShaAllah full review dibo?
Was this review helpful to you?
or
ব্যাক্তিগত বা পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য যে মানসিক দক্ষতার প্রয়োজন বইটিতে সেই বিষয়ে দারুনভাবে আলোকপাত করা হয়েছে। লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়ার ভূমিকায় বইটি আমার ভীষণ পছন্দের তালিকায় যুক্ত হয়েছে। ধন্যবাদ আসিফ ইকবাল স্যারকে।
Was this review helpful to you?
or
After reading a few pages of this book on the Rokomari website, I was so captivated that I decided to order a copy for myself. Once I finish reading it, I will write a detailed review to share my thoughts and impressions."
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ ❤️ স্যার বই এর প্রথম কয়েকটা পেজ পড়ে ভালো লাগছে। একটা সময় উপযোগী বই। স্যার কে ধন্যবাদ আমাদের জন্য এমন একটা বই লেখার জন্য। অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে বইটি হাতে পাবো।
Was this review helpful to you?
or
বইটি ভালো লেগেছে । আমিও অর্ডার করলাম।পুরো বই পরে আবার রিভিউ দিব।ধন্যবাদ স্যার কে এত সুন্দর বই আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
ক্যারিয়ার গাইডলাইনের জন্যে দারুন একটি বই।
Was this review helpful to you?
or
বইটির কয়েকটি পেজ পড়ে খুব ভালো লেগেছে। খুবই ভালো মানের একটি বই। ধন্যবাদ স্যার এতো সুন্দর একটি বই লেখার জন্য ।
Was this review helpful to you?
or
Thank you Sir এতো সুন্দর বইটি লিখার জন্য।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই ধন্যবাদ স্যার
Was this review helpful to you?
or
অসাধারন একটি ক্যারিয়ার গাইডিং বই
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। জীবনের লক্ষ্য নির্ধারণ করতে অনেকাংশে প্রভাব রাখবে এটি। ধন্যবাদ আসিফ ইকবাল স্যার।
Was this review helpful to you?
or
ধন্যবাদ স্যার।সুন্দর একটি বই লিখার জন্য ?
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। যদিও সবাই বলে মানুষ ভুল থেকেই শিখে, কিন্তু বইটিতে লেখা একটি বিষয় আমার ভালো লেগেছে "মানুষ ভুল থেকে কম শেখে। ভুলগুলো ভুলতে চায় বেশি। অন্যের ভুল মানুষের চোখে পরে"। সবাই এটা স্বীকার করতে চায়না। যদিও এক্সেপশনাল অনেকে থেকে যায়। এছাড়াও বই এর ইনফোগ্রাফিক্স বইটাতে আলাদা মাত্রা নিয়ে এসেছে। লেখককে ধন্যবাদ এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
Its great to see an Industry expert, sharing his experience...
Was this review helpful to you?
or
"যদি লক্ষ্য থাকে অটুট" বইটি আমার জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল। আসিফ ইকবাল সহজ ভাষায় স্বপ্ন দেখা, বাধা অতিক্রম ও আত্মউন্নয়নের গুরুত্ব তুলে ধরেছেন। বাস্তব উদাহরণ ও কার্যকর দিকনির্দেশনা বইটিকে আরও আকর্ষণীয় করেছে। এটি বিশেষভাবে শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য সহায়ক, কারণ এটি শুধু মোটিভেশন দেয় না, বরং বাস্তব জীবনে কীভাবে এগিয়ে যেতে হবে তা দেখায়। ব্যক্তিগতভাবে, আমি বইটি দারুণ উপভোগ করেছি এবং এটি আমাকে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে।
Was this review helpful to you?
or
বইটি স্বপ্ন দেখা, বাধা অতিক্রম করা এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য হৃদয় ছুঁয়ে যাওয়া দিকনির্দেশনা দেয়। যারা নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান, তাদের জন্য এটি অবশ্যই পড়ার মতো একটি বই!
Was this review helpful to you?
or
Amor khub valo lagse
Was this review helpful to you?
or
"বইটি পড়তে আমার খুব ভালো লাগছে। এর প্রতিটি পৃষ্ঠা আমাকে নতুন এক জ্ঞান এবং অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমি বইটির প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য গভীর মনোযোগ দিয়ে পড়ছি এবং মনে হচ্ছে, আমি একটি নতুন জগতে প্রবেশ করছি। বইটির বিষয়বস্তু এতটাই আকর্ষণীয় যে, আমি থেমে থেমে পড়তে চাই না, বরং আরও বেশি করে জানার ইচ্ছে তৈরি হচ্ছে।"
Was this review helpful to you?
or
"যদি লক্ষ্য থাকে অটুট" বইটি পড়ার অভিজ্ঞতা বেশ ভালো লেগেছে, বিশেষ করে লেখকের সহজ ও প্রাঞ্জল ভাষার ব্যবহার প্রশংসনীয়। বইটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করেছে, যা একজন পাঠকের আত্মোন্নয়নের জন্য সহায়ক হতে পারে। এতে জীবনের লক্ষ্য ঠিক রাখা, মানসিক বাধা অতিক্রম করা এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। বইটির কিছু অংশ বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে উৎসাহ যোগাতে পারে।
Was this review helpful to you?
or
- বইটি দুইদিন আগে ডেলিভারি পেয়েছি। বেশি পড়া হয়নি তবে লক্ষ্য ঠিক রাখার জন্য এই বাণীটি যথেষ্ট। " অহংকার পতন - জপো অবিরত বিনয়ে করিতে পারো পৃথিবীকে নত জীবন ধ্বংস হয় চকিত ক্রোধে ধৈর্যকে দাও ঠাঁই মননে ও বোধে। " - ASIF IQBAL বইটিতে গ্রোথ মাইন্ডসেট ও ফিক্সড মাইন্ডসেট বিষয়ের ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমি আমার ছোট ভাইকে বইটি উপহার দিব যেন এখনথেকেই সে নিজের মাইন্ডসেট করতে সক্ষম হয়। ধন্যবাদ আসিইফ ইকবাল স্যারকে সুন্দর একটি বই এই তরুণদের দিকনির্দেশক হিসাবে উপহার দেবার জন্য।
Was this review helpful to you?
or
Aro noton Boi Chai
Was this review helpful to you?
or
বইটিতে ভালো potential ছিল। কিছু আইডিয়া বেশ মূল্যবান, presentation ও decent। মোটিভেশন এর message স্পষ্ট। তবে, লেখার quality আরেকটু polish করলে বইটি আরও আকর্ষণীয় হতে পারতো। যারা সহজে motivate হতে চান, তাদের জন্য এটা ভালো বই। ⭐⭐⭐⭐
Was this review helpful to you?
or
Jodi Lokkho Thake Otut" is life-changing! Asif Iqbal's wisdom is inspiring and deeply practical. A must-read for unlocking your potential
Was this review helpful to you?
or
মোটকথা, "যদি লক্ষ্য থাকে অটুট" একটি উপযোগী বই। আসিফ ইকবাল এর প্রচেষ্টা প্রশংসার যোগ্য। বইটি পড়লে পজিটিভ চিন্তা বাড়ে। তবে, আরও কিছু contemporary উদাহরণ যোগ করলে বইটি আরো relevant হতো। যারা quick motivation চান, তাদের জন্য এটা ভালো চয়েস।
Was this review helpful to you?
or
সাফল্যের পথে এগিয়ে যেতে বইটি যথেষ্ট সাহায্য করে। ভাষা সহজ হওয়ায় বুঝতে কোনো সমস্যা হয় না। মোটিভেশনাল দিকগুলো বেশ effective। তবে, কিছু ক্ষেত্রে আরও গভীরতা আশা করেছিলাম। যারা beginner level এ আছে, তাদের জন্য খুব কাজে দেবে।
Was this review helpful to you?
or
গোলের দিকে ফোকাস করার জন্য ভালো ইনসাইট দেওয়া আছে। লেখকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেক কিছু শেখা যায়। তবে, কিছু অধ্যায় আরেকটু extend করলে উপকৃত হতাম। যারা মাঝারি মানের পাঠক, তাদের জন্য এটা ভালো লাগবে।
Was this review helpful to you?
or
"যদি লক্ষ্য থাকে অটুট" বইটি ভালো লেগেছে। আসিফ ইকবাল এর লেখার ধরণ সহজ এবং সাবলীল। মোটিভেশন ও পজিটিভ ভাইবস আছে বইটিতে। কিছু কিছু জায়গায় উপদেশগুলো আরেকটু নতুনত্বের ছোঁয়া দিতে পারতো। যারা নতুন পাঠক, তাদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।
Was this review helpful to you?
or
বইটা কিনেছি, এবং পড়েছি বইয়ের প্রতিটি লাইনে যেন জীবনের গন্ধ পাওয়া যায়।
Was this review helpful to you?
or
"আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি একটি must-read বই!"
Was this review helpful to you?
or
বইটি পড়ে আমার কাছে মনে হয়েছে এইটা "লক্ষ্য অর্জনের গল্প" "কঠিন পরিস্থিতিতে কীভাবে অটুট থাকা যায়, তার এক অনবদ্য উপাখ্যান। লেখক সমসাময়িক সমাজের চ্যালেঞ্জগুলোকেও সুক্ষ্মভাবে তুলে ধরেছেন। প্রতিটি পাতায় শিক্ষণীয় কিছু না কিছু আছে।"
Was this review helpful to you?
or
বই পড়া তেমন অভ্যাস নেই কিন্তু ইচ্ছা আছে অনেক তাই একজনের সাজেস্ট নিয়ে জোরে সোরে কিনে ফেললাম "যদি লক্ষ্য থাকে অটুট" বইটি।
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই। অর্ডার করেছি
Was this review helpful to you?
or
কিছুদিন আগে নিয়েছিলাম স্যারের বইটি, পড়া শুরু করেছি, কর্পোরেট জীবনের লক্ষ্য নির্ধারণে ও প্রতি পদক্ষেপে সুন্দর একটা গাইলাইন দিয়েছেন। আশা করে বইটা টা পড়ে নিজের মধ্যে ভালো একটা পরিবর্তন আনতে পারবো। ধন্যবাদ আসিফ ইকবাল স্যার ?
Was this review helpful to you?
or
আমি অত্যন্ত আনন্দিত যে, 'যদি লক্ষ্য থাকে অটুট' বইটি পড়ার সুযোগ পেয়েছি। এই বইটি শুধুমাত্র একটি সাদামাটা বই নয়, বরং একটি জীবনের প্রেরণাদায়ী পাঠ। লেখক অত্যন্ত সহজ এবং সরল ভাষায় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে লক্ষ্য স্থির রাখার গুরুত্ব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের পথের ওপর যেভাবে বিস্তারিত বর্ণনা করেছেন, তা অত্যন্ত শিক্ষণীয়। যারা জীবনে বড় কিছু অর্জন করতে চান, তাদের জন্য এই বইটি এক অতুলনীয় দিকনির্দেশনা হতে পারে। আমি সত্যিই বইটির জন্য আসিফ ইকবাল স্যারের নিকট অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি,এমন একটি বই পাঠকদের মাঝে নিয়ে আসার জন্যে।
Was this review helpful to you?
or
এই বই পড়ে আমি শিখেছি—ব্যর্থতা নয়, লক্ষ্যেই থাকতে হবে অটুট।
Was this review helpful to you?
or
আমি মোঃ নাজমুল, আমি বইটা কিনেছি, এবং কিছুটা পড়েছি আমার কাছে অসাধারণ লেগেছে, যাই হোক পুরোটা পড়ে আরো একটা রিভিউ দিবো।
Was this review helpful to you?
or
There are a few good books on self development and "Jodi Lokkho Thake Otut" is one of those. This book can help one to master oneself's mental skill and to achieve success. Practical examples and infografics enriched the chapters of the book. Its a must read book to judge the full potential of a person and also this book will build readers resilience, shrpen the mindset and grow confidence. Thanks to the author for writing on the genre.
Was this review helpful to you?
or
বইয়ের প্রতিটি পেইজ আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন এগিয়ে যাওয়ার মানসিকতা। মানসিকতাই মানুষের পরিচয়। বইটা পড়ার পর লেখকের প্রতি সম্মানটা বেড়ে গেলো। বইয়ের লেখকের মানসিকতা নিশ্চয় এই বইয়ের মতোই সুন্দর ❤️
Was this review helpful to you?
or
I am reading the book. Fascinating! Mindset, goals, values and emotional intelligence all described so easily with great examples and guiding me to identify what I need to do. A must read.
Was this review helpful to you?
or
বইটি অর্ডার করেছি , বইটি পড়তেছি খুব ভালো লাগছে