User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সাভানার সাত - নাঈম হোসেন ফারুকী প্রকাশনী- প্রান্ত ভ্রমণ কাহিনী। যারা লাইট রিডিং পছন্দ করেন, অথবা আমার মতো সারাদিন বুদ্ধিসীমার বাইরের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটির পর ব্রেইন কে একটু আরাম দিতে চান তাদের জন্য দারুণ একটা বই। আমি আগে কখনো ভ্রমণ কাহিনীর বই পড়িনি। তাই আলোচনা তুলনামূলক হবে না। বই পড়তে পড়তে যা মনে হয়েছে সরাসরি সেটাই বলছি। ভালো দিক- বইয়ের প্রোডাকশন সুন্দর। প্রিন্টিং, বাইন্ডিং, কাগজের কোয়ালিটি সবই যথেষ্ট ভালো। লেখার ভঙ্গি খুবই সাবলীল। হাই স্কুলের ছেলে মেয়েরাও পড়তে পারবে। লেখকের অন্যান্য বই অনেকের কাছেই জটিল মনে হয়, এটা তেমন কিছু নয়, শ্রেফ গল্পের বই ভেবে পড়তে পারবেন। বইতে প্রচুর প্রাণীর বর্ণনা আছে। সেটা নিশ্চয়ই আজমল স্যারের বইয়ের মতো না। সহজে নাম, কী খায়, কোথায় থাকে, কীভাবে থাকে এগুলো বলা হয়েছে। বহু নতুন প্রাণী চিনেছি আমি। কিছু উদ্ভিদেরও বর্ণনা আছে। প্রাকৃতিক অন্যান্য বস্তু যেমন পথ-ঘাট, পাহাড়, লেক, আকাশ, সূর্যোদয়, সূর্যাস্ত নিয়েও কথা আছে যথেষ্ট। তাদের সৌন্দর্য বর্ণনা খুব ভালো লেগেছে। সুন্দর হোটেলগুলো ও খাবারেরও বর্ণনা করেছেন। স্থানীয় মানুষদের জীবন-যাত্রাও লেখাতে ফুটে উঠেছে। যেগুলো ফ্যাসিনেটিং ছিলো। লেখাতে প্রচুর জোকস পাবেন। মুজতবা আলী টাইপ জোকস না ঠিক, কিন্তু হাসি আসতে বাধ্য। পড়তে পড়তে এজন্য বেশ ফ্রেশ ফিল হয়। বই পড়তে পড়তে আগ্রহ হারিয়ে ফেলার কোনো কারণ নেই। যদিও সাসপেন্স থ্রিলার নয়, শেষ পর্যন্ত কী কী হলো তা জানার জন্য আগ্রহ বোধ করবেন। লেখক আপনাকে অন্যান্য কিছু সাহিত্যকর্মের সাথে রিলেট করিয়ে সাভানা ঘোরাবেন। কখনো কাকাবাবু, কখনো তিন গোয়েন্দা! লেখক চেষ্টা করেছেন লেখার মধ্যে একটা ট্যুর গাইডেন্স রাখতে। যারা ভবিষ্যতে সাভানা যাওয়ার প্ল্যানিং করছেন তারা এই বই থেকে তথ্য নিয়ে উপকৃত হতে পারেন। আবার যারা এমন প্ল্যানিং করেননি, বই পড়া শেষে তারাও যেতে চাইবেন! বইয়ের প্রচ্ছদ সুন্দর। ছবিতে ভরপুর আর পুরো বই রঙিন হওয়ায় পড়ে আলাদা এক আনন্দ আসে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো, বই পড়তে পড়তে আপনার মনে হবে আপনি নিজেই সাভানা হারিয়ে গিয়েছেন। ঘুরে বেড়াচ্ছেন লেখকের সাথেই। সত্যি বলতে কি, এটা দুধের স্বাদ ঘোলে মেটার চেয়েও অনেক বেশি কিছু। কিছু সমস্যার কথা বলা যাক- অল্প কিছু টাইপো আছে। যা প্রান্তের বই হিসেবে কমই বলা যায়। অবশ্য একটা টাইপো এমন যে সেটাতে হাসি পেয়েছিলো। তবে টাইপোর জন্য পড়ার মজা মাটি হবে, এমনটা ভাবার কোনো কারন নেই। না ভাই, আর খুঁজে পাচ্ছি না কিছু। সর্বপরি, সুন্দর একটা বই। কিনে পড়ার পর অবশ্যই ইচ্ছা করবে আমাকে একটা থ্যাংকস দিতে।
Was this review helpful to you?
or
সাভানার ৭ নাঈম হোসেন ফারুকী এই বছর বইমেলায় "সাভানার ৭" বইটা আমি সম্পাদনা করেছি, তবে সম্পাদকীয়তে কিছু লিখিনি। কারণ বইটিতে মেজর কোনো কারেকশন বা এডিটিং করার প্রয়োজন পড়েনি। সেজন্য আমার ভূমিকা নেই বললেই চলে। "Out of Africa"-এর নাম শুনেছেন না? ক্যারেন ব্লিকসেনের বিখ্যাত মেমোয়ার, পরবর্তীতে বিখ্যাত চলচ্চিত্র হয়ে সাতটা অস্কার জিতেছিল। নানান জায়গায় আফ্রিকার বন্যপ্রাণীদের স্বভাব চরিত্র জানাতে এখনো এই বইয়ের নাম স্মরণ করে। কথায় কথায় অনেকেই আউট অফ আফ্রিকা টানে। যদি এসব শুনে, পড়ে একবারও মনে হয় আমারও আফ্রিকায় যাওয়া উচিত, কিংবা এই দৃশ্যগুলো পড়তে পড়তে কল্পনায় আনা দরকার, তাহলে গ্লোসি প্রিন্টের "সাভানার ৭" চমৎকার বইটা আপনার জন্য। এতে লেখক তার বাংলাদেশ থেকে আফ্রিকার বন্য জঙ্গল ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেছ। ভিসা প্রসেস, ক্রাইটেরিয়া থেকে শুরু করে আফ্রিকার বিস্তীর্ণ সাভানায় ফ্লেমিঙ্গোদের গলা উঁচিয়ে দাঁড়ানোর দৃশ্য পর্যন্ত সবকিছু সচিত্রভাবে উপস্থাপন করেছে। তাহলে? অনন্য এক ভ্রমণগল্পের স্বাদ নিতে "সাভানার ৭" আজই সংগ্রহ করে নেন। স্বাদ না পেতে চাইলে স্বাদ নেওয়ার আগ্রহ আনতে সংগ্রহ করেন। ভ্রমণ আগ্রহী না হলেও নেন, আগ্রহ আসবে।