User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Best book
Was this review helpful to you?
or
বই হোক আপনার নিত্য সঙ্গী। তাং১১-০১-২০১৯ পড়ছিলাম সত্তুর দশকে 'ইসলাম ও রাজনীতি' নিয়ে সময়ের শ্রেষ্ঠ দার্শনিক আলেম, হাদীস বিশারদ, মুজাদ্দিদ এবং ইসলামী রেনেসার স্বপ্ন পুরুষ আল্লামা শামছুল হক ফরিদপুরী রহঃ এর রচিত পুস্তিকা সমূহ। 'বিশ্ব কল্যাণ পাবলিকেশন্স' থেকে যেই পুস্তিকাগুলোকে "ধর্ম ও রাজনীতি" নামে বই আকারে ২০০১ সালে বাজারে আনা হয়। শুরু করেছিলাম অন্য আট-দশটা বইয়ের মতো করেই। কিন্তু যখন শেষ করলাম, আমি নিজেকে আবিস্কার করলাম 'হতবাক-বিস্ময়াবিভূত' রুপে!। অন্যের সাথে শেয়ারে বলছিলাম 'এই কলামগুলো পুনরায় "নিবন্ধন আকারে পত্র-পত্রিকায় প্রকাশ করা" এবং আমাদের "পরস্পরের মুজাকারার বিষয়" বনানো উচিত'। পূর্ণ বই জুড়েই রয়েছে চুম্বকের মতো আকর্ষিত, হিরা-মতিতুল্য উপাদান। বিংশ শতাব্দীতে লেখা কলামগুলো মনে হলো, আগত একশো বছরের উপর ভিত্তি করে আজই লেখা!। যা আকৃষ্ট করে রেখেছিল তা হল; ★"কোরআন ও হাদীস থেকে রাষ্ট্র পরিচালনার বিধানগুলোকে political scince এর মূলনীতি আকারে উপস্থাপন করা। ★রাষ্ট্রের গুরুতর বিভাগ সম্পর্কে কোরআন ও হাদীসের বিশদ আলোচনা থেকে মূলনীতিগুলো নিয়ে আসা। ★রাষ্ট্রের মৌলিক অবকাঠামোর একটি; 'অর্থনীতির' অন্যতম অবকাঠামো ব্যাংক, বীমা, সমবায় ইত্যাদির বর্তমান জাহেলী ব্যাবস্থার মোকাবেলায় ইসলামের আধুনিক রুপ তুলে ধরা। ★রাষ্ট্রের মৌলিক সমস্যার একটি "বেকারত্ব" মোকাবেলায় আমদানি, রপ্তানী বিষয়ে ইসলামের দিকনির্দেশনা সুস্পষ্ট আকারে নিয়ে আসা। ★দারিদ্র্য শ্রেণী তথা কৃষক, মজুর, শ্রমিকশ্রেণির অধিকার, মৌলিক অধিকার এবং শ্রমিক ধর্মঘট ও সংকট মোকাবেলা ইত্যাকার বিষয়ে সংক্ষিপ্তাকারে স্বারগর্ভ পর্যালোচনা। ★বর্তমান বিশ্বের অন্যতম সমালোচিত সংখ্যালঘুদের 'অধিকার', বিষয়ে ইসলামের শান্তিময়, সুন্দর সুস্পষ্ট নীতি তুলে ধরা। এবং পূর্বে এই নীতি বাস্তবায়নে 'মুসলিম সম্প্রদায় ও ইসলামিক পন্ডিত তথা ওলামাদের' অবদান উল্লেখ করেছেন। সর্বোপরি, ★ভোট, ভোটার ও প্রার্থী বিষয়ে ইসলামের বিধান। ★সামাজিক শান্তি-শৃংখলা, উন্নতি-অগ্রগতি, নীতি-নৈতিকতা ও মানবতার অবক্ষয় রোধে ভোটের তাৎপর্য ও সুদূর প্রসারি প্রভাব। ★এবং ভোটার ও প্রার্থীর নৈতিক দায়িত্ব ও কর্তব্যবোধ ইত্যাদি বিষয়ে তিনি সংক্ষেপে ব্যাপক অর্থবোধক মূল্যবান কলাম লিখেছেন। সবিশেষ, বইটির মূল্যায়ন নিয়ে লেখা তাঁর একটি অবহেলিত আকুল আবেদন উল্লেখ করে আমার ভালোবাসা ও ভালোলাগার বহিঃপ্রকাশের ইতি টানছি; "আফসোস! ধর্মহীন কর্মশিক্ষা ও কর্মহীন ধর্মশিক্ষা উভয়ই জাতিকে পঙ্গু করিয়া দিয়াছে। এই অভাব মোচনের জন্য বাংলা ভাষায় কুরআন-হাদীসের জ্ঞান সমুদ্র মন্থন করিয়া উহার গভীরতম তলদেশ পর্যন্ত পৌছিয়া মনিমুক্তা কুড়াইয়া সংগ্রহ করিয়া লিখিয়া রাখিয়া গেলাম। তোমরা ইহা মানুষের হাতে পৌঁছাইয়া দিও; দিশেহারা মানুষের পরম উপকার হবে"। —আল্লামা শামছুল হক ফরিদপুরী রহঃ।