User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By 880****532

      09 May 2025 05:25 PM

      Was this review helpful to you?

      or

      বইঃ কৃষ্ণচূড়া লেখকঃ সাব্বির আহমেদ Joy এই বইটা হাতে নিয়ে প্রথমেই মুগ্ধ হয়েছিলাম এর নাম আর প্রচ্ছদ দেখে। “কৃষ্ণচূড়া” নামটাতেই এক ধরনের কাব্যিকতা আছে—যেন শুরুর আগেই একটা ছায়া, একটা আবেগ তৈরি করে দেয়। কৃষ্ণচূড়া পড়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। সাতটি গল্পের এই সংকলনটিতে লেখক আমাদের সমাজের একেবারে ভেতরের গল্পগুলো তুলে এনেছেন—যেখানে মানুষ শুধু আলোয় নয়, অন্ধকারেও বাঁচে। গল্পগুলো পড়তে পড়তে বুঝেছি, লেখক শুধু গল্প বলছেন না—একটা এক্সপেরিয়েন্স দিচ্ছেন। চরিত্রগুলো যেন পাশের বাসার কেউ, কিংবা নিজের জীবনেরই কেউ। তারা হাসে, কাঁদে, ভুল করে, আবার নতুন করে শুরু করতে চায়। সমাজের যত চাপা কথা, যত অন্ধকার কোণ, সব যেন উঠে এসেছে খুব সুন্দর ভাবে। প্রথম গল্প থেকেই বইটি আমাকে ধরে রেখেছে। সাব্বির আহমেদের লেখার ভঙ্গি একদম সহজ, কিন্তু সেই সরলতার মধ্যেও একটি রূঢ় বাস্তবতা ধরা পড়ে। প্রতিটি গল্পেই আছে এক ধরনের সাসপেন্স—যা শেষ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত মন সরে না। প্রিয় কিছু দিকঃ- ১. গভীরতা ও বাস্তবতা: প্রতিটি গল্পে একটা গভীর মনস্তত্ত্ব কাজ করে। মানুষের মধ্যে থাকা দ্বিধা, লোভ, অপরাধবোধ—এসব খুব বাস্তবভাবে এসেছে। ২. ন্যারেশনের সহজতা: ভাষা সহজ, কিন্তু একটুও হালকা না। লেখক একদম সোজা কথায় কঠিন অনুভূতিগুলো প্রকাশ করেছেন। ৩. বিচিত্র গল্পভাবনা: প্রতিটি গল্পে ভিন্ন স্বাদ—কখনও রহস্য, কখনও দুঃখ, কখনও সমাজ-মনস্তত্ত্ব। একটি গল্পের কথা আলাদাভাবে বলতে চাই— আমার সবচেয়ে প্রিয় গল্প ছিল “কৃষ্ণচূড়া”। সেখানে চরিত্রগুলোর দ্বিধা, আকাঙ্ক্ষা আর সমাজের চাপ যেন খুব বাস্তবভাবে চোখে পড়ে। লেখক খুব দক্ষভাবে পাঠককে চরিত্রের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। গল্পটি পড়ে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। গল্পটা শেষ হলেও তার রেশ থেকে গেছে। লেখকের গল্প বলার যে পরিণত ভাব, তা সত্যিই বিস্ময়কর—বিশেষ করে এটা ভেবে যে এটা তার প্রথম বই। আরেকটি বিষয় ভালো লেগেছে—গল্পগুলো ছোট হলেও প্রতিটিতে আছে একটি পরিপূর্ণ আবেগ ও বার্তা। এটি এমন একটি বই, যা এক বসায় পড়ে শেষ করা সম্ভব, কিন্তু ভাবতে হয় অনেকদিন। যারা সমকালীন জীবন, মনস্তত্ত্ব ও সমাজের অপ্রকাশিত দিক নিয়ে লেখা গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য "কৃষ্ণচূড়া" অবশ্যই পড়ার মতো একটি বই। এটি এমন এক বই, যা আমি শুধু পড়িনি, অনুভব করেছি। বই শেষ করার পরও কিছু চরিত্র, কিছু সংলাপ মাথায় ঘুরে বেড়ায়। আমি সত্যিই অপেক্ষায় থাকব লেখকের পরবর্তী কাজের জন্য।

      By Sadiya Aktar

      26 Mar 2025 12:46 PM

      Was this review helpful to you?

      or

      এখনো পড়ি নাই পড়ে জানাবো কেমন

      By 880****864

      21 Mar 2025 04:40 PM

      Was this review helpful to you?

      or

      একজন পেশাদার লেখক এমন একজন কর্মি যিনি কখনোই থামেন না। কৃষ্ণচূড়া, বিবেক গল্পটি অসাধারণ।

      By 880****202

      16 Apr 2025 11:05 PM

      Was this review helpful to you?

      or

      সমসাময়িক ঘটনাবলী নিয়ে রচিত ছোট গল্পগুলো বেশ দারুণ, মূলত ড্রামা প্রধান হলেও কিছু কিছু গল্প রোমাঞ্চকর থ্রিলার অনুভূতি দিয়েছে। লেখক এর প্রতি শুভকামনা

      By 880****099

      21 Mar 2025 05:30 PM

      Was this review helpful to you?

      or

      বিবেক, শুভ্রতা, কৃষ্ণচূড়া এ তিনটি গল্প অনেক ভালো লেগেছে । এছাড়া স্বপ্ন গল্পটি একটু অন্যরকম ছিল। বাকি গল্পগুলোমোটামুটি ভালো ছিল।

      By 880****381

      16 Mar 2025 02:09 AM

      Was this review helpful to you?

      or

      as a new writer the stories are quiet good. best wishes

      By Sumaia Zaman Shorna

      20 Mar 2025 09:55 PM

      Was this review helpful to you?

      or

      গল্পগুলো বেশ ভালো লাগলো! নতুন লেখক হিসেবে দারুণ লিখেছো, keep it up!

      By 880****340

      13 Apr 2025 03:58 PM

      Was this review helpful to you?

      or

      বই পড়া যেকোনো মানুষেরই সর্বশ্রেষ্ঠ শখ। সাম্প্রতিককালে কাব্যামৃতে আমাদের বেশ অরুচি ধরেছে। তবে এই সাহিত্যের জগতের নতুন নতুন অনেক লেখকের আগমন দেখা যাচ্ছে । এমনই একজন সাব্বির আহমেদ ।‌ সাহিত্যের বিশাল জগতে তার অতি ক্ষুদ্র এবং প্রথম অবদান হচ্ছে কৃষ্ণচূড়া নামক বইটি । মানব জীবনের সাথে সম্পর্কিত সকল ধরনের জ্ঞানকে কাব্যের ভাষায় তুলে ধরাই যেন হয়ে থাকে লেখকদের কাজ। কৃষ্ণচূড়া বইটি আমার উপহার পাওয়া এবং আমি ঈদের ছুটির মধ্যে পড়েছি। ব্যক্তিগতভাবে বলতে গেলে বইটি আমার একান্তভাবে ভালো লেগেছে। তার কারণ এখানে মানুষ কিরূপ চিন্তা করে, প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে কিভাবে প্রতিনিয়ত চলতে হয়, মানবিক দিক এবং উপস্থাপন অত্যন্ত ভালোভাবে করা হয়েছে। একটি দৃশ্যপট হতে অন্য দৃশ্যপটের সুন্দরভাবে বর্ণনা অত্যন্ত ভালোভাবে গুছিয়ে-সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । কৃষ্ণচূড়া বইটিতে সর্বমোট সাতটি গল্প আছে। বাস্তবমুখী এবং সাম্প্রতিককালে ঘটে চলা বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করেই যেন তৈরি এ সকল গল্প। বিবেক গল্পটিতে বড় পদ লাভের জন্য একজন মানুষ কিভাবে তার সততাকে বিক্রি করে দেয়, পরিবার ছেড়ে বিবেকহীন হয়ে যায়- তা উল্লেখিত এবং বর্তমানে এটি অহরহ ঘটে চলেছে। শুভ্রতা গল্পটিতে একজন ছেলের সাথে তার মায়ের ঠিক কতটি অপরূপ মমতাময়ী সম্পর্ক,নাড়ির টান ঠিক কতটা গভীর তা বোঝানো হয়েছে এবং পুরো গল্পে একটি অসাধারণ টুইস্ট আছে। হাসপাতাল গল্পটিতে সমাজে মানুষের চিন্তাধারা, কোনো ব্যক্তি ও তার পরিবারের জীবন বৃত্তান্ত দেখে বর্তমানে কসাই খানের মতো হাসপাতালেও যে বড়-ছোট, দামী- কমদামী ব্যবস্থা আছে তার করুণ অবস্থা পরিলক্ষিত । কৃষ্ণচূড়া গল্পটি বইটির মূল আকর্ষণ কেন্দ্র। কোন গল্পের যে এত দৃশ্যপটে এভাবে উল্লেখ করা যায়-তা এই গল্পটির না পড়লে বুঝতাম না এবং গল্পের শেষে যে টুইস্টটি ছিল এটা সবথেকে সেরা, সকল পাঠকের আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। স্বপ্ন গল্পটিতে মৃত্যুর আগের কিছু সময় যেকোন ব্যক্তিই যে তার জীবনের বিভিন্ন সময়ের কথা স্মৃতিচারিত করে তাই বর্ণিত। স্বামী স্ত্রীর বিবাহের পর একে অপরের মধ্যকার সম্পর্ক কিরূপ থাকা প্রয়োজন টেলিভিশন গল্পটিতে তা বলা হয়েছে। শেষ গল্প সেলিমের বিপদ, এখানে অসৎ সঙ্গে গেলে কিভাবে সুদিন হতে একদিন নয়তো একদিন দুর্দিন- খারাপ দিন আসবেই সেই বাস্তবটি তুলে ধরেছেন লেখক। তরুণ প্রজন্মের জন্য বইটি আসলেই উপযুক্ত। "কৃষ্ণচূড়া" গল্পগুচ্ছ বইটি জনাব সাব্বির আহমেদ এর রচিত প্রথম বই হিসেবে অত্যন্ত ভালো। আমরা ভবিষ্যতে লেখক এর কাছে আরো সুন্দর-সুন্দর, ভালো, হরেক রকম বিষয়ে নতুন-নতুন অনেক বাস্তবমুখী গল্পের সংমিশ্রিত বই পাওয়ার আশা করছি‌।

      By khalid sami

      16 Mar 2025 01:38 AM

      Was this review helpful to you?

      or

      Bibek golpo ta besh bhalo chilo

      By kho****com

      28 Mar 2025 07:52 AM

      Was this review helpful to you?

      or

      সত্যি কথা বলতে ছোট বেলায় প্রচুর বই পড়লেও ইদানিং তেমন পড়া হয় না। তবে এবার এর বইমেলা থেকে কৃষ্ণচূড়া বইটি কিনে পড়লাম। আমি সত্যি কথা বলতে বিমোহিত যে আজকের দিনে এসেও কেউ কোনো লেখক এত সুন্দর করে একেকটি কাহিনী তার লিখায় ফুটিয়ে তুলতে পারে। বইটির প্রতিটি গল্প আমাকে প্রতি মুহুর্তে শিহরিত করেছে। আমি আসলে প্রতিটি গল্প নিয়ে আলাদা করে বলতে চাই। প্রথমেই বিবেক গল্পটি। বিবেক গল্পটি সত্যি বলতে আমাকে সদ্য ঘটে যাওয়া জুলাই আন্দোলন এর স্মৃতি মনে করিয়ে দেয়। কিভাবে একজন পুলিশ অফিসার উচ্চ পদ এবং অর্থের লোভে তার নিজেকে বিক্রি করে দেয় তা ফুটিয়ে তোলা হয়েছে অসম্ভব সুন্দর ভাবে। তারপর আসে শুভ্রতা। আমার কাছে লেখকের এই গল্পটি সবচেয়ে মনে ধরেছে। গল্পটি পড়ে আমার শুধুই আমার মায়ের সাথে কাটানো সব স্মৃতিগুলো মনে ভেসে উঠছিল। একটি ছেলে এবং তার মায়ের মধ্যকার সম্পর্ক কতটা গভীর এই গল্প থেকে তার স্পষ্ট ধারণা পাওয়া যায়। যদিও কিছু অন্ধকারের কালো থাবায় পুরো গল্পে একটি অসাধারণ টুইস্ট আসে। হাসপাতাল গল্পটিতে একজন ভদ্রলোক ব্যবসায়ীর গল্প ফুটিয়ে তোলা হয়েছে। যদিও গল্পটির কনটেক্সট অনেক ডিপ, তবে লেখকের বাকি লেখার সাথে তুলনা করে আমি আরেকটু ভালো উপসংহার আশা করেছিলাম। তবে শেষে যেহেতু একটু মিস্ট্রি থেকেই যায় তাই হয়তো অনেকের কাছে ভালো মনে হতে পারে। তারপর আসে বইয়ের নাম গল্প কৃষ্ণচূড়া। এই গল্পটি বইটিকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে বলে আমি মনে করি। থ্রিলার সাসপেন্স এর সাথে দ্বৈত চরিত্রকে এই গল্পে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি মুহুর্তে এই গল্পের ঘটনা যেভাবে মোড় নিয়েছে তা এক কথায় অসাধারণ। এই গল্পটি দ্বারাই সত্যি বলতে লেখকের সৃজনশীলতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। স্বপ্ন গল্পটিতে লেখক যেভাবে ট্রানজিশনের মাধ্যমে গল্পের এক ধাপ থেকে আরেক ধাপে এগিয়েছেন তা এক কথায় অসাধারণ। ভবিষ্যতে এই গল্পের কাহিনী নিয়ে যদি কখনো সিনেমা বা শর্ট ফিল্ম করা হয় তা নিঃসন্দেহে একটি ব্লকবাস্টার হবে। টেলিভিশন গল্পটি মূলত আমার কাছে মনে হয়েছে কিছুটা রোমান্টিক। এই থ্রিলার সাসপেন্স সিরিজে কিছুটা বেমানান ও মনে হয়েছে। তবে এই গল্প থেকে ধারণা পাওয়া যায় টাকার নেশা কত খারাপ নেশা। এ থেকে পরিত্রাণ পেতে হয়তো মানুষকে শেষ পর্যন্ত সর্বস্ব ত্যাগ করে বসতে হয়। শেষে সেলিমের বিপদ গল্পটাও বেশ চেতনা জাগানোর মতো একটি গল্প। কিভাবে দুর্নীতি করে সমাজের কিছু মানুষ অযোগ্যতা সত্ত্বেও উচ্চ পর্যায়ে চলে যায় সেই কাহিনী ই ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর করে। পুরো বইটি পড়ে যা বুঝলাম, তাতে বলতে পারি নিজের প্রথম প্রকাশিত বই হিসেবে জনাব সাব্বির আহমেদ বেশ ম্যাচুরিটি দেখিয়েছেন। আমি অনেক নতুন লেখক এর বই পড়েছি, তবে এমন সমৃদ্ধ লেখা সাধারণত পাওয়া যায় না। তাই লেখককে এই জায়গায় আমি আমার অন্তর থেকে সাধুবাদ জানাই। তবে হ্যাঁ এত এত ভালো লাগার মধ্যেও একটি জিনিস আমাকে হতাশ করেছে এবং তা হলো বইয়ে কিছু কিছু জায়গায় অনেক বানান ভুল, দাড়ি কমা বেমানান। যদিও লেখকের এই ক্ষেত্রে কিছু করার নেই। তবে প্রকাশনী কে আরও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। আশা করি সাব্বির আহমেদ আরও লেখা পাবো সামনে ইনশাআল্লাহ। শুভকামনা রইল।

      By Rubath Dewan

      16 Mar 2025 12:51 AM

      Was this review helpful to you?

      or

      "Bibek " golpo ta onek interesting chilo.It was good among others.

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!