User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বরাবরই আমার ধারণা ছিল, নন ফিকশন বই মানেই কঠিন কথা, বোরিং লেখনি, তিতা পরামর্শ এমনই হবার কথা। কিন্তু নন ফিকশনও যে ইন্টারেস্টিং ওয়েতে ক্যাজুয়ালি রিপ্রেজেন্ট করা যায়, সেটা এই বইটা পড়ে বুঝেছি। লেখকের এই মুন্সিয়ানা লেখনীর প্রতি শ্রদ্ধা এবং এমন আরো বই পাওয়ার প্রত্যাশা রইলো।
Was this review helpful to you?
or
সেল্ফ হেল্প ক্যাটাগরির বই আমার ভালো লেগেছে এই বইটা। আমার জীবনে প্রথমবার আমি টানা একটা বই ২ বার পড়লাম শুরুটা বেশ দারুন হয়েছিল শুধু শুরু বলবনা, মাঝ পর্যন্ত ডিসেন্ট মোটিভেশন টাইপ গল্প ছিল। আহ! মধু।।। পড়া শেষ করে একেবারে তব্দা মেরে বসে ছিলাম খানিকক্ষণ। কি পড়লাম! হৃদয় ভাই এই বইয়ে আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার করেছে। প্রোডাক্টিভ হওয়া নিয়ে সেল্ফ হেল্প বই পড়ার আগ্রহ থাকলে বইটা যথেষ্ট ভালো বলা যায় আমাদের দেশে যেসব প্রেরণাদায়কবই প্রচলিত আছে তার অধিকাংশই ভিন্নদেশের কর্পোরেট জগৎ কেন্দ্রিক বা বিদেশি লেখক এর লেখা। যেকারণে সেসব অনুবাদ বই পড়ে নিজের মাঝে অনুধাবন হয়না । কারণ এক গাছের বাকল অন্য গাছে লাগবেনা। বেশীরভাগ ফর্মুলা এপ্লাই করতে গেলে তাদের কালচার আর আমাদের কালচার এক হয়না।কিন্তু এই বইটা সম্পূর্ণই স্বাতন্ত্র্য। এটা আমাদের বই ,আমাদের জন্যই লেখা। সহজ ভাষায় বইটি লিখা হয়েছে অনুধাবন করার জন্য চমৎকার কিছু ছোট গল্প আছে যে গুলি খুবি অনুপ্রেরনা দেয়। বইটি নিশ্চিত আপনার মাঝে কিছু ভাবনা তৈরি করবে।বার বার পড়ার মতো একটি বই। এই বছর অবশ্য পাঠ্যর তালিকায় রাখতে অনুরোধ করবো।
Was this review helpful to you?
or
"চলো করে দেখাই" বইটি শুরু দিক থেকে কিছুটা পড়লাম। আমি এটা উপলব্ধি করছি যে, বাস্তবতা থেকে নিজেকে এতো দিন অনেক উদাসীন রেখেছি। আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এখন অব্দি আমি বেঁচে আছি এবং নতুন সম্ভাবনার স্বপ্ন গুনছি। আশা করা যায়, বাকিটা পড়লে কিছু করে দেখানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
Was this review helpful to you?
or
আহা মানুষের জীবন কত রহস্য, কত চ্যালেঞ্জ, কত আশা কত হতাশার মিশেল!কখনো সফলতার আনন্দে ভরে ওঠে আবার কখনো হতাশার চিত্র ফুটে ওঠে। অথচ আমরা সবাই প্রবলভাবে সম্ভাবনাময় কিন্তু যথাযথ তথ্য জ্ঞান পরিশ্রম এবং উৎসাহের অভাবে আমাদের অবস্থার কোন পরিবর্তন হয় না। আমরা বিষাদময় হতাশা পূর্ণ জীবন যাপন করে থাকি। কিন্তু এমদাদুল হক হৃদয় ভাইয়ের চল করে দেখাই! বইটি পড়ে জীবনের চরম হতাশায়ও আপনার কনফিডেন্স ফিরে পাবেন আপনি আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন