User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
হেনরি বিনস সিরিজের এই ষষ্ঠ কিস্তিতে এমন মাথা ঘোরানো টুইস্ট আছে যা পুর্বের সব সমীকরণ উড়িয়ে দিয়েছে। তবে এবারে ল্যাসি মিউ মিউ কম করেছে। গল্পটা ৪:০০ এএম এর বীজ বুনেছে যাকে বলে গল্পের ভিতরে গল্প এজন্য হয়তো গল্প কথক হিসেবে হেনরি কম পেয়েছি।
Was this review helpful to you?
or
THIS IS A VERY COOL BOOK.I READ 1TO NO 6 BOOK THE ALL ARE SOO GOOD AND ADVRANCHURA .
Was this review helpful to you?
or
◼️ রিভিউয়ার - ঈশান মেহেরান। ◼️ বইয়ের নাম - থ্রি ফিফটি থ্রি এ এম। ◼️ লেখক - নিক পিরো। ◼️ অনুবাদক - সালমান হক। ◼️ জনরা - থ্রিলার। ◼️ প্রকাশনী - চিরকুট। ◼️ পৃষ্ঠা সংখ্যা - ২০৮ ◼️ রেটিং - ????? প্রিয় লেখক সাহেব, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছেন নিশ্চয়ই, আমি কিন্তু ভালো নেই। এখন ঘড়িতে রাত ৩:০০ টা, অথচ আমার চোখে ঘুম নেই। সিদ্ধান্ত নিয়েছি আর ঘুমাবো না। নির্ঘুম রাতে, চায়ের কাপ হাতে, আপনার সাথে না হয় একটু গল্প করে নেয়া যাক? আপনার ঘুম পাচ্ছে? আচ্ছা ঠিকাছে আপনাকে কিছু বলতে হবে না, আমিই গল্প বলি, আপনি না হয় অবসাদগ্রস্ত দুটি নয়নে আমাকে সঙ্গ দিলেন? আচ্ছা... বই পড়ার সবচেয়ে উপভোগ্য এবং শ্রেষ্ঠ সময় কোনটা? প্রত্যুষ? মধ্য দুপুর? নাকি পড়ন্ত বিকেল?বাকিদের কথা জানি না, তবে সময়টা যদি মাঝরাতে হয়, তাহলে বই পড়ার আনন্দ যেন কয়েক গুনে বেড়ে যায় আমার কাছে। রাত যত গভীর হতে থাকে, ঘড়ির কাঁটার টিক টিক টিক শব্দ-তরঙ্গ তত স্পষ্ট ভাবে কানের "ম্যালিয়াস, ইনকাস ও স্ট্যাপিস" - হাড় ভেদ করে "কক্লিয়া"-র দিকে যেতে থাকে। সব মিলিয়ে এক দারুণ ঘোরময় পরিবেশের জন্ম নেয়। আর আলোক উৎস যদি টেবিল ল্যাম্প হয়, তাহলে যেন নিজেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে আবিষ্কার করতে পারি, যেখানে কেবল উপন্যাসের চরিত্রগুলো, আমি এবং ডেস্ক ল্যাম্পের টিমটিমে আলোর অস্তিত্ব বিরাজ করে। সেসব কথা থাকুক ক্ষণ। আজ না হয় অন্য এক গল্প ফাঁদা যাক? আচ্ছা, " 3:00 AM" সিরিজের ষষ্ঠ কিস্তি "3:53 AM" এর জন্য আপনাকে ধন্যবাদ দেওয়া হয় নি। ("4:00 AM" বের হওয়ার পরে একসাথে দিবো।) আমার কিন্তু পড়া শেষ। এখন সেটা পড়ার জন্য আমার বই বন্ধু "আয়ান"-কে সাময়িক সময়ের জন্য ধার দিয়েছি। এরপরে আরো কত মানুষ ধার নেয়ার জন্য হুমড়ি খেয়ে পরে আছে, তার হিসাব রাখে কে? আপনার অনবদ্য অনুবাদ "3:53 AM" নিয়েই কথা বলবো আজ" বলা হয়ে থাকে, প্রথম বিশ্বযুদ্ধের "ভার্সাই চুক্তি"-র (যা জার্মানির জন্য অত্যন্ত অবমাননাকর ও গ্লানিকর ছিল) মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। ঠিক একই ভাবে "3:34 Am" এর একদম শেষ পৃষ্ঠায় ইসাবেলের একটি ইমেইল সংযোজন করা হয়। যার মধ্যে "3:53 Am" এর বীজ নিহিত ছিলো। ইমেইল এর সারকথা হলো - ইউএস আর্মি ক্রিমিনাল ইনভেস্টিগেশন কমান্ডের একটা অংশ বিগত ৪০ বছর ধরে রিচার্ড বিনস (হেনরি বিনসের পিতা) কে খুঁজছে। এবং "3:46 AM" এর শেষাংসে তাকে দেশদ্রোহীতা এবং খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। এর সূত্র ধরেই "3:53 Am" এগিয়ে চলে। তবে শুধু রিচার্ড বিনস কে কেন্দ্র করেই গোটা উপন্যাসের প্লট সাজানো হয় নি। একই সাথে এই উপন্যাস আপনাকে নিয়ে যাবে ইতিহাসের পাতায়, ১৯৭১ সালের ভিয়েতনাম-আমেরিকা যুদ্ধে। অপরদিকে "3:46 Am" এ প্রেসিডেন্ট কনর সুলিভান অপহরণ হওয়ার পর হেনরি, রিচার্ড এবং বিলি টোরেল্লির অসীম বুদ্ধিমত্তা এবং সাহসিকতায় বেঁচে যায় প্রেসিডেন্ট। ইতোমধ্যে হেনরি সম্পর্কে আমরা জেনেছি, জেনেছি হেনরির মা এলেনা সম্পর্কেও। হেনরির আসল পিতা সম্পর্কেও "3:34 AM" এ জানতে পেরেছি। তবে কে এই রিচার্ড বিনস? কি তার পরিচয়? শুধুই কি হেনরি বিনসের দায়িত্ব নেওয়া পিতা? নাকি.... আর বিলি টোরেল্লি? সুলিভান অপহরণ হওয়ার পর উদ্ধার হলে, এর ঠিক ৮ মাস পর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুলিভান কে পুনঃনির্বাচিত করতে, বিলি টোরেল্লি নিযুক্ত হয়েছিলো সুলিভানের স্পেশাল প্রোটেকশন সিকিউরিটি টিমে। তবে কি ছিলো বিলির শেষ পরিণতি? সে কি গোপন কিছু জেনে গিয়েছিলো? যা তার জানার কথা ছিলো না? রহস্যের পর রহস্য আর রোমাঞ্চে পরিপূর্ণ ষষ্ঠ কিস্তিতে হেনরি আর ইনগ্রিডের ভালোবাসায় যেন কোনো প্রভাব পড়ে নি। হেনরি বিনস বাবা হয়। পৃথিবীর আলো দেখে হান্নাহ বিনস। তবে আপনি সবচেয়ে বেশি বিস্মিত হবেন, উপন্যাসের শেষাংশে এসে। যেখানে.... (জানতে হলে পড়ুন) শেষ পর্যন্ত রিচার্ড বিনস এর আসল পরিচয়ের সন্ধান কি মেলে? কেনো তাকে ৪০ বছর ধরে হন্য হয়ে ইউএস এ সি আই খুঁজছিলো? দেশদ্রোহীতা এবং খুনের অভিযোগ থেকে কি নিজেকে মুক্ত করতে পেরেছিলো রিচার্ড বিনস?বিলি টোরেল্লির শেষ পরিণতি কি হয়? হেনরির- ই বা কি ভূমিকা ছিলো উপন্যাসে? কী এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলো সে? আর প্রেসিডেন্ট কনর সুলিভান? রহস্য এবং রোমাঞ্চে ভরপুর থ্রিলার উপন্যাসটি উপভোগ করার জন্য পাঠক আপনাকে স্বাগত। ধন্যবাদ লেখক সাহেব, আমাকে মধ্যরাতে সঙ্গ দেওয়ার জন্য। আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আমার গল্প বলা শেষ। এখন আমি ঘুমাবো। আজ আমি গল্প বললাম, এরপর দিন নাহয় আপনার মুখ থেকেই গল্প শুনবো? সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ✍️ : ~ মেহেরান ঈশান।