User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাচ্চাদের কাছে বই পড়া মানে শুধু চোখ দিয়ে অক্ষর দেখা নয়; বরং ওরা বই পড়বে, বই দেখবে, বই খাবে, বইয়ে আঁকিবুঁকি করবে, বই নিয়ে ঘুমাবে। আমি যখন গল্পের রাজ্যে সংগ্রহ করি, সেটাকে লুকিয়ে রাখি। ভাবছিলাম, পরে একদিন এটা ওদের দেখাব। কিন্তু আমার ছেলে কীভাবে যেন খুঁজে বের করে ফেলে। প্রথমেই ও ছবি দেখতে শুরু করে। বইয়ের পাতার ছবি যেন ওর চোখে একেকটা রঙিন জগত। তবে আনন্দ ওর বেশি সময় টেকেনি। কারণ, ওর ছোট বোন বইটির জন্য কাঁদতে শুরু করে। সমস্যা হলো বই একটা, আর দেখতে চায় দুজন! ‘দেখতে চায়’ বলছি, কারণ ওরা এখনো পড়তে পারে না। ছবি দেখেই আনন্দ পায়। ওদের অভ্যাস বই জড়িয়ে ঘুমানো। আমিও ওদেরকে বই থেকে অল্প অল্প পড়ে শোনাই। ছবিগুলো নিয়ে ওদের কৌতূহল অনেক। বই দেখেই প্রশ্ন: “বাবা, ইতা কী?” “বাবা, ওতা কী?” আমি একের পর এক উত্তর দিই: এটা সূর্য। এটা রাজা। এটা বাঘ। এটা এলিয়েন। এটা পুলিশ। এটা বন্ধু। এটা গরিবের প্রেসিডেন্ট। এই প্রশ্ন-উত্তরের মাঝেই গড়ে ওঠে আমাদের এক অদৃশ্য গল্পের জগৎ। যেখানে বাবা শুধু উত্তর দেয় না, বরং গল্পটাও বুঝিয়ে বলে, আর বাচ্চারা মুগ্ধ হয়ে সেই কল্পনার জগতে হারিয়ে যায়। এই বই কেবল একটি শিশুতোষ গল্প নয়, এটি একটি অনুভব, যা শিশুমনকে গড়ে তোলে প্রশ্ন করতে, ভাবতে, আর কল্পনায় ডানা মেলতে। ওরা বোঝে সহজ ভাষায় ‘গরিবের প্রেসিডেন্ট’। ওরা কল্পনা করতে শেখে। ওরা বুঝতে পারে যুদ্ধ ভালো নয়। ওরা ভাবে, ভালো বন্ধু কেন দরকার। ওরা এটাও চিন্তা করে, যতদিন বেঁচে থাকবে, আনন্দের সাথে বেঁচে থাকবে। লেখকের সাথে সাথে আমার এবং আমার বাচ্চাদের একটা ট্যুর হয়ে গেল। এই ট্যুরটা শুধু পাতা ওল্টানোর নয়, বরং মন ছুঁয়ে যাওয়ার একটি যাত্রা। বইটা পড়ে মনে হলো আমরা যেন একটা উষ্ণ, রঙিন, কৌতূহলে ভরা পৃথিবীতে ঢুকে পড়েছিলাম, যেখানে বাবার সাথে সন্তানের মাঝে তৈরি হলো গল্প দিয়ে গড়া এক অনন্য বন্ধন। আমাদের অভিকের লেখক-যাত্রা কেবল শুরু হলো। আমি আশা করি, অভিক সামনেও আমাদের এমন সুন্দর বই উপহার দেবে। অভিকের লেখক-যাত্রা সুন্দর হোক। সে অনেক বড় লেখক হয়ে উঠুক। এই কামনায়.....
Was this review helpful to you?
or
শিশু কিশোরদের জন্য অসাধারণ একটি বই, বিশেষ করে ছোট যারা সবেমাত্র পড়তে শিখেছে তাদের হাতে তুুলে দেয়ার জন্য দারুণ একটি বই হতে পারে। অভিকের লেখা প্রথম বই এটা, বয়সে এতোটা কম হওয়ার পরও বেশ সাবলীলভাবে মজার ছলে গল্প বলে গেছে। তার গল্পে ফ্যান্টাসি থেকে শুরু করে সায়েন্স ফিকশন, নীতিবোধ, থ্রিলার, পরিবেশ সংরক্ষণের গুরত্ব এমন অনেককিছু উঠে এসেছে যা শিশুদের নৈতিক মূল্যবোধ গঠনেও অনেক সহায়ক হবে। আরেকটা ব্যাপার হলো, বইটির লেখক নিজে শিশু বা কিশোর হওয়াতে তার লেখার সাথে সমবয়সী বা তার চেয়ে ছোটরা অনেক বেশি করে নিজেদের কানেক্ট করতে পারবে। সাথে প্রতিটি গল্পের সাথে অসাধারণ ছবিগুলো গল্পে দারুণ মাত্রা যোগ করেছে। আশা করি, সময়ের সাথে সাথে অভিকের লেখক সত্ত্বা আরো পরিপূর্ণ হবে এবং আমরা ভবিষ্যতে দারুণ একজন লেখক পেতে যাচ্ছি। অভিকের পরবর্তী লেখনীর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।
Was this review helpful to you?
or
বইটা হাতে পেয়ে এক নাগাড়ে পড়ে ফেলেছি। বাচ্চাদের মন বড়দের চেয়ে অনেক কল্পনাপ্রবণ। কিন্তু সব বাচ্চাই সুন্দরভাবে তাদের কল্পনাগুলো গল্পে রূপান্তরিত করতে পারেনা, যেটা ছোট্ট অভিক করেছে। গল্পগুলো সুন্দর, এবং সেগুলোর মধ্যে একটা চমৎকার মেসেজ আছে। গল্পের সাথে সাথে ছবি গুলোও খুব সুন্দর হয়েছে। ক্ষুদে লেখকের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা।
Was this review helpful to you?
or
বইটি ছোটদের জন্য দারুণ উপযোগী হবে, কারণ প্রতিটি গল্পের প্লটে একটি করে ইতিবাচক বার্তা রয়েছে। আমি মনে করি, এসব বার্তা তাদের ইতিবাচক চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Was this review helpful to you?
or
'গল্পের রাজ্যে' বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে এই খুদে লেখক এর আরো অনেক গল্প পড়ার আশা রাখি ।
Was this review helpful to you?
or
১১ বছর বয়সী একজন লেখকের লেখা পড়ে আমি সত্যিই অবাক হয়েছি। এই বয়সেই এমন চমৎকার কল্পনা শক্তি এবং গল্প বলার দক্ষতা যে কোনো পাঠককে মুগ্ধ করবে। প্রতিটি গল্পে নতুন কিছু রয়েছে, আর লেখকের ভাষা সহজ হলেও গল্পগুলো বেশ আকর্ষণীয়। কিছু গল্পে বিজ্ঞান এবং কল্পনার মিশ্রণ এত ভালোভাবে করা হয়েছে যে, আপনি পুরো সময় গল্পের ভেতরে হারিয়ে যাবেন। আর প্রতিটি গল্পের সাথে থাকা ইলাস্ট্রেশন কাহিনীতে আরও প্রাণ যোগ করেছে, যা পাঠকের কল্পনার জগৎকে আরও বিস্তৃত করবে। আমি নিশ্চিত, ভবিষ্যতে লেখক আরও দারুণ গল্প উপহার দেবেন, এবং আমি সেই গল্পগুলোর জন্য অপেক্ষায় থাকব।
Was this review helpful to you?
or
Such a wonderful book! The writing style is engaging, the storytelling is well-crafted, and the illustrations beautifully bring the story to life. I'm truly impressed by the young writer's vivid imagination and creativity.
Was this review helpful to you?
or
আমি অভিকের বইটি পড়লাম। খুব সময় নিয়েই পড়েছি। তার যে ইমাজিনারি ওয়ার্ল্ড আর প্রতিটি গল্পের অন্তরালে হিডেন ম্যাসেজ, খুব স্পেসিফিক। ভীষণ ভালো লাগলো। প্রতিটি গল্পের সাথেই ইন্টারেস্টিং কিছু ছবি থাকায়, আরো সুন্দর হয়েছে। তার লেখার ভংগী ভালো, কন্সেপ্ট প্লটও দারুন। ভবিষ্যতে অপেক্ষায় রইলাম আরো নতুন কিছুর।
Was this review helpful to you?
or
All the stories are super. We have got another writer in such a child age, who has specialty to make very beautiful and unique story. Best of luck Abhik!