User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"গাযার গর্জন" শুধু একটি বই নয়, এটি একটি হৃদয়বিদারক ইতিহাস, একটি জাগরণের বার্তা। ফিলিস্তিনিদের উপর শতাব্দীব্যাপী জুলুম, ইসরায়েলি আগ্রাসনের পটভূমি এবং মুসলিম বিশ্বের নীরবতা – সবকিছুই লেখক গভীর বিশ্লেষণ ও দলিল-প্রমাণসহ তুলে ধরেছেন।
Was this review helpful to you?
or
তুলনামূলক ধর্মতত্ত্ব এবং ধর্মীয়-রাজনৈতিক ইতিহাস নিয়ে বাংলাভাষায় যে অল্প কয়েকজন লেখক পুরোদমে লিখালিখি করেন, তার মধ্যে বইটির লেখক আব্দুল্লাহ ইবনে মাহমুদ অন্যতম। ইহুদীজাতি এবং ইসরাইল নিয়ে লেখা তার পূর্ববর্তী বইগুলোতে যেসকল ব্যাপারগুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছিল, এই বইটিতে তার কিছু পুনরাবৃত্তি থাকলেও বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন আরোও বিস্তারিতভাবে। ফিলিস্তিনি প্রতিরোধ এবং ইসরাইলী আগ্রাসন সম্পর্কিত বিষয়গুলো তিনি বিশ্লেষণ করেছেন দশকের পর দশকের ঘটনা পরিক্রমায়। শুধু তাই নয়, বইটিতে তিনি আরোও আলোচনা করেছেন ফিলিস্তিন সংকটের বাস্তবতা, রাজনীতি, ধর্মীয় দৃষ্টিকোণ এবং ভবিষ্যত নিয়ে। যারা সহজবোধ্য ভাষায় ব্যাপারগুলো জানতে চান তারা বইটি সংগ্রহ করতে পারেন।
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম আমার পড়া ফিলিস্তিন নিয়ে সবচেয়ে সেরা বই এটি দোয়া করি আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জ্ঞান আরো বাড়িয়ে দিক বইঃ গাযার গর্জন লেখকঃ আব্দুল্লাহ ইবনে মাহমুদ পাঠ প্রতিক্রিয়াঃ কিছু বই শুধু তথ্য দেয় না, আবেগের গভীরে স্পর্শ করে। আব্দুল্লাহ ইবনে মাহমুদের "গা/যার গর্জন" তেমনই একটি গ্রন্থ। বইটির প্রথম পাতাতেই এক অদ্ভুত ভারাক্রান্তি অনুভব করেছি—যেন ইতিহাসের নির্মমতা হাত বাড়িয়ে আমাকেও টান দিয়েছে। গা/যার বেদনাঃ প্রথম অধ্যায়েই ধাক্কা লেখক গা/যার ধ্বংসস্তূপ, শরণার্থী শিবিরে ক্ষুধার্ত শিশুদের চোখ, গণকবরের নীরব সাক্ষ্য দিয়ে বই শুরু করেছেন। এই চিত্রগুলো শুধু কল্পনা নয়, বাস্তবের করুণ প্রতিচ্ছবি। প্রতিটি লাইনে যেন রক্তের গন্ধ মিশে আছে। ফি/লি/স্তিনের ওপর দখলদারদের নৃশংসতাকে "গণহত্যা" বলাই যথেষ্ট—এ প্রশ্নই বারবার উঠেছে মনে। ইতিহাসের স্তরেঃ গবেষণার গভীরতা লেখক সেমেটিক ধর্মত্রয়—ইহুদি, খ্রিস্টান ও ইসলামের ইতিহাস-দর্শন নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। তার আগের বইগুলোতেও এই বিষয়ে পাণ্ডিত্য দেখা গেছে। এখানে গা/যার ইতিহাসকে তিনি কয়েকটি পর্বে ভাগ করেছেন—প্রাচীন কানান, ফিলিস্তিনের উল্লেখ মিশরীয় ও গ্রিক নথিতে, উসমানীয় শাসন থেকে ব্রিটিশ ম্যান্ডেট, ১৯৪৮-এর নাকবা, এবং বর্তমানের ধ্বংসযজ্ঞ। বিশেষভাবে উল্লেখযোগ্য ২০২৪-এর "অপারেশন গ্রিম বিপার"—যেখানে লেবানন ও সিরিয়ায় একসাথে হামলা চালানো হয়। ক্রনোলজিক্যাল অ্যাপ্রোচঃ ১৯০১ থেকে ২০২৫ পর্যন্ত ১২৩ বছরের ঘটনাকে ১২টি ভাগে সাজানো। ধর্মগ্রন্থের রেফারেন্সঃ তাওরাত, বাইবেল ও কুরআনের ব্যাখ্যার পাশাপাশি দখলদারদের বিকৃত ব্যাখ্যাও উন্মোচন করেছেন। চিত্র ও রেফারেন্সঃ বইয়ে কিছু ঐতিহাসিক ছবি ও ম্যাপ যুক্ত করা হয়েছে, যা বোঝার সুবিধা বাড়িয়েছে। আবেগ ও যুক্তির সমন্বয়ঃ বইটি পড়ার সময় রাগ, হতাশা, অনুকম্পা—সবই উপলব্ধি করেছি। দখলদারদের "নিরাপত্তার অজুহাত" বা "ঐশ্বরিক দাবি"র অসারতা ফাঁস করতে লেখক কখনও যুক্তির খণ্ডন তুলে ধরেছেন, কখনও ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন। শেষ অধ্যায়ে ফিলিস্তিনের স্বাধীনতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সেখানে কিছু পুনরাবৃত্তি লক্ষ্য করেছি । কিছু প্রশ্ন যা রয়ে গেলঃ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা কি কখনও ভাঙবে? ইসরায়েলের অভ্যন্তরীণ বিরোধিতা কি এই নিপীড়ন থামাতে পারবে? শেষ যুগের নিদর্শন হিসেবে এই সংঘাত কী মাসিহের আগমনের ইঙ্গিত? এক কথায়, গাযার গর্জন শুধু একটি বই নয়—একটি ইতিহাস, একটি প্রতিবাদ, একটি প্রার্থনা। যারা ফিলিস্তিন ইস্যুকে গভীরভাবে বুঝতে চান, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য। যদিও শেষের দিকের কিছু অংশে পুনরাবৃত্তি আছে, তবুও বইটির গবেষণা ও লেখনীশৈলী প্রশংসার দাবিদার। বইটি বন্ধ করার পরও গাযার চিৎকার কানে বাজছে। স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন কি সত্যি হবে? নাকি অন্তিম যুদ্ধ-এর আগেই শেষ হবে আমাদের সময়? প্রশ্নগুলো আজও অনুক্ত...