User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা বই। প্রকৃত বই প্রেমীদের অবশ্য ই বইটি পড়া উচিত। ধন্যবাদ বইটির লেখক কে এত চমৎকার একটি বই উপহার দেওয়ার জন্য
Was this review helpful to you?
or
শিশু - কিশোরদের জন্য খুব চমৎকার একটি বই। সাবলীলভাবে লিখা। হাসি - মজার সাথে অনেক শিক্ষনীয় বিষয় তুলে আনা হয়েছে। নৈতিক বিষয়ের উপরেও আলোকপাত হয়েছে। স্কুল পড়ুয়াদের জন্য অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
প্রতিবছর অপেক্ষা করি কখন বইমেলা আসবেন নতুন নতুন বই পড়বো.. বইমেলা থেকে বইটি আমি কিনেছিলাম.. বইটির কথা যেন মন ছুঁয়েছে.. ?
Was this review helpful to you?
or
গল্পগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে.. তার লেখা খুবই মনমুগ্ধকর ?
Was this review helpful to you?
or
অসাধারণ বই ?গল্প, ভাষা, আর উপস্থাপন সবই দুর্দান্ত। অবশ্যই পড়ার মতো..
Was this review helpful to you?
or
বইটি পড়ে অনেক ভালো লেগেছে??
Was this review helpful to you?
or
মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু মুহূর্ত দিয়ে বইটি পরিপূর্ণ বইটি পড়ার পর আমিও আমার ছোট্ট বেলায় হারিয়ে গিয়েছিলাম।কোনো গল্প পড়ে অনেক হেসেছি কোনো গল্প পড়ে অনুধাবন করেছি যে জীবনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবন কে একেক ভাবে দেখা যায়।সব ছোট্ট পাখিরা যেন অবশ্যই এই বইটা পড়ে।
Was this review helpful to you?
or
"ছোট্ট পাখির গান" বইটি পড়তে পড়তে যেন শৈশবের এক মায়াময় জগতে ফিরে গিয়েছিলাম। প্রতিটি গল্পের ভেতর এমন এক ধরনের আবেগ লুকিয়ে আছে, যা কখনো হাসায়, কখনো চোখে পানি এনে দেয়। কিছু কিছু অধ্যায় পড়ে মনে হলো, যেন আমারই কোনো ভুলে যাওয়া স্মৃতি হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল। ..বিশেষ করে এক জায়গায় এসে থমকে গিয়েছিলাম—একদিকে মিষ্টি স্মৃতির আনন্দ, অন্যদিকে হারিয়ে যাওয়া সময়ের হাহাকার! লেখকের বর্ণনায় এমন এক গভীরতা আছে, যা হৃদয়ের গহীন কোনে নাড়া দিয়ে যায়। পড়ার সময় একাধিকবার গলা ভারী হয়ে এসেছিল, কিছু স্মৃতি মনে করে একদম স্থির হয়ে গিয়েছিলাম..
Was this review helpful to you?
or
বইয়ের গল্প গুলো খুবই চমৎকার লেগেছে.. যেন হৃদয়ের গভীর ছুয়ে গেছে.. নতুন পাঠকের বই পড়ে অনেক ভালো লাগলো ❤️
Was this review helpful to you?
or
ছোটবেলার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যেন চোখে ভেসে উঠল। আরো এমন গল্প চাই..লেখিকার লেখাগুলো ছিল হৃদয় স্পর্শনীয়?
Was this review helpful to you?
or
অসাধারণ লেখা..শৈশবের স্মৃতি, প্রকৃতির রূপ, এবং মানুষের প্রতি ভালোবাসা—এসব অনুভূতির মিশেলে গড়ে উঠেছে "ছোট্ট পাখির গান"। এটি শুধু একটি স্মৃতিকথামূলক বই নয়, বরং এক ধরনের অনুভূতির জগৎ, যেখানে পাঠক নিজেকে হারিয়ে ফেলতে পারেন।
Was this review helpful to you?
or
"ছোট্ট পাখির গান" বইটি পড়তে পড়তে মনে হলো, আমি যেন নিজের শৈশবে ফিরে গেছি! শিশুর দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখার এই গল্পগুলো সত্যিই মন ছুঁয়ে যায়। সহজ-সরল ভাষার মধ্যে আছে গভীরতা, যা ছোটদের পাশাপাশি বড়দের মনেও দাগ কাটবে। লেখক সানজিদা আয়েশার লেখনী কোমল, সংবেদনশীল ও হৃদয়স্পর্শী। প্রতিটি গল্পে শৈশবের মিষ্টি স্মৃতি, পরিবারের ভালোবাসা আর আবেগঘন মুহূর্তের উষ্ণতা পাওয়া যায়। যারা শৈশবের সৌন্দর্য অনুভব করতে চান, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য!..