User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমরা সাধারণত বিখ্যাত ব্যক্তিদের বর্ণাঢ্য জীবনকাহিনী পড়তে অভ্যস্ত, কিন্তু একজন সাধারণ মানুষের আত্মজীবনী নিয়ে কি ভাবি? কল্পনা করুন, একটি জীবন সংগ্রামের মধ্যে দিয়ে গেছে, অথচ আল্লাহর কৃপায় একের পর এক স্বপ্নে আলোকিত হয়েছে। সেখানে কেমন আবেগ থাকতে পারে? সাফল্যের অন্তরালের না বলা ইতিহাসটাই বা কেমন? একটি মানুষের পারিবারিক জীবন কত বহুমাত্রিক হতে পারে? ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি, এই বই তৎকালীন সমাজের কাঠামো, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় চিন্তা এবং অর্থনৈতিক সংকটকে জটিলভাবে চিত্রিত করে। এটি একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বে জীবনের গভীর যাত্রার ইতিহাস। এই সবকিছু একটিমাত্র বইয়ে খুঁজে পাওয়া বিস্ময়কর। আমি বিষয়ভিত্তিক গভীরতা, ছন্দময় গদ্য এবং আকর্ষণীয় গল্প বলার ভঙ্গি দ্বারা সম্পূর্ণভাবে মুগ্ধ হয়েছি।
Was this review helpful to you?
or
"এক জীবনের গান" কেবল একটি আত্মজীবনী নয়—এটি হলো এক সংগ্রামী জীবনের অনুপম গীত, যেখানে প্রতিটি শব্দে মিশে আছে ভালোবাসা, দায়িত্ববোধ, আত্মত্যাগ আর অবিচল মনোবলের গল্প। ড. সালেহ হুসাইন এর জীবনকে সালেহ আহমেদ যেভাবে তুলে ধরেছেন, তা একেবারে হৃদয় ছুঁয়ে যায়। একজন সাধারণ গ্রামের ছেলে থেকে শুরু করে পিএইচডি অর্জন, সরকারি চাকরি, আর মানুষের পাশে দাঁড়ানো—এই পুরো যাত্রাটাই যেন চলচ্চিত্রের মতো। কিন্তু এর মধ্যেও যা সবচেয়ে বেশি মনে থেকে যায়, তা হলো তাঁর চারপাশের মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। বাবা ছিলেন কঠোর, শৃঙ্খলাপরায়ণ, কিন্তু সেই কঠিন ভালোবাসার মধ্যেই ছিল একজন সন্তানের ভবিষ্যতের ভিত গড়ার প্রচেষ্টা। সালেহ হুসাইন কখনো বাবার সেই কঠোরতা ভুলে যাননি, বরং সেটা ছিল তাঁর আত্মনির্ভরশীলতার প্রথম শিক্ষা। মায়ের প্রতি ছিল অপার শ্রদ্ধা ও ভালোবাসা—একটি ছেলের জীবনের প্রেরণার কেন্দ্রবিন্দু যেন তাঁর মা। প্রতিটি সাফল্যের পেছনে ছিল তাঁর মায়ের নিঃশব্দ প্রার্থনা, আদর আর ত্যাগ। ভাই-বোনদের প্রতি ছিল বন্ধনের মতো ভালোবাসা। নিজের পড়াশোনা আর স্বপ্নের পথে হাঁটার মাঝেও তিনি কখনো পরিবারের দায়িত্ব ভুলে যাননি। ভাইদের পাশে থাকা, বোনদের ভালোবাসা—সবই এসেছে নিখুঁতভাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কটাও ছিল গভীর, রোমান্টিক ও সম্মাননীয়। প্রেমের প্রথম স্পর্শ থেকে শুরু করে জীবনের নানা ওঠা-পড়ায় একসাথে থাকা, একে অপরকে বোঝা—সবই এসেছে মুগ্ধকরভাবে। ভালোবাসা মানেই যে শুধু রোমান্স নয়, বরং দায়িত্ব, বন্ধুত্ব, বোঝাপড়া—এই বই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বন্ধুদের সঙ্গে আড্ডা, সিনেমা দেখা, একসাথে হাসি-কান্নার মুহূর্তগুলো বইটিকে করে তুলেছে জীবন্ত। আর মুক্তিযুদ্ধের সময় তাঁর সংগ্রাম, দেশপ্রেম, ও আত্মত্যাগের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে, একজন মানুষ কতভাবে দেশ ও পরিবারকে ভালোবাসতে পারে। এই বইটি শুধু একজন মানুষের জীবনগাঁথা নয়—এটি আমাদের সবার মধ্যেই লুকিয়ে থাকা গল্পের প্রতিচ্ছবি।
Was this review helpful to you?
or
আত্মজীবনীর সাথে সাথে জীবনে কিভাবে নিজেকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌছানো যায় তারই অনুপ্রেরণা ও দিক নির্দেশনা রয়েছে আমাদের Young Generation এর জন্য। ছন্দাকারে রচিত.......পড়ার সাথে সাথে কান্না ও আসে,হাসি ও আসে,তার মাঝে অদম্য হওয়ার স্বপ্ন.....
Was this review helpful to you?
or
অসাধারণ, জীবন বদলে যাওয়ার মতো একটি বই। বইটি পড়লে যেকোনো হৃদয়বান মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আমারও তাই হয়েছে। জীবনের চড়াই উতরাই পেরিয়ে লেখক যে কত উপরে উঠেছেন তা পাঠমাত্রই বোঝা যায়।