User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাস্তব ও অতিপ্রাকৃতকে এক সূতোয় বাঁধার জন্য পৃথিবীর নানা প্রান্তে জনপ্রিয় হরর সাহিত্য। সেই সাহিত্যেই নতুন বই হিসেবে যুক্ত হলো 'এখানে ভূত তাড়ানো হয়'। লেখক নাবিহা নুপুরের তৃতীয় উপন্যাসটি আগের দুই বইয়ের তুলনায় বেশ গুছানো ও পরিণত। প্রধান প্লটের সঙ্গে আরও অনেকগুলো সাবপ্লট এনে গল্পের একই ধারার বাইরে গিয়ে পাঠককে ভিন্ন ভিন্ন ঘটনায় ডুবিয়েছেন। সেই সব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে রাক্কী শাফির মাধ্যমে বেশ দক্ষতার সঙ্গে জুড়ে সুন্দর সমাপ্তি দিয়েছেন। গল্পের প্লট যদি সামান্য বলি, তাহলে বলা যায়— মুহিব নামে এক যুবক তার মৃত স্ত্রীকে দেখতে পায়। সর্বদা যেভাবে ওর সঙ্গে হেসে-খেলে কথা বলত, সেভাবেই ব্যবহার করে, কিন্তু সে যে এই জগতে নেই— তা মুহিবকে বেশ ভয় পাইয়ে দেয়। সাহায্যের জন্য সে রাশিয়ান ও বাংলাদেশের বংশোদ্ভূত শাফির কাছে আসে। মুহিবের সমস্যা সমাধানে পুবনগর গ্রামে গিয়ে সে আরও অনেক খণ্ড খণ্ড অতিপ্রাকৃত সত্তা ও ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। সাধারণ এক ঘটনা থেকে শুরু হয়ে সেটি আস্তে আস্তে মোড় নেয় বিস্তর ইতিহাস ও রহস্যের দিকে। গ্রাম্য পটভূমিতে লেখা এই বইটির প্রতিটি চরিত্র বেশ সময় পেয়েছে। সঙ্গে গ্রাম্য রাজনীতিতে আক্রান্ত মানুষের জীবনকেও কিছুটা তুলে ধরেছেন লেখক। বইয়ের বেশ কয়েকটি অংশ দারুণ লেগেছে— শফুর মতো ছোট্ট বিস্ময় বালকের শক্তি, একটা খারাপ সত্তার সঙ্গে তার লড়াই, ডায়েরির অংশসহ আরও অনেক কিছু বেশ উপভোগ্য ছিল। সুন্দর সমাপ্তির সঙ্গে নতুন এক সূচনার ইঙ্গিত দিয়েছেন লেখক। আশা করি, শিগগিরই সেই আগ্রহও মেটাবেন নতুন বই লিখে। যারা হরর জনরা পছন্দ করেন, সঙ্গে গ্রাম্য পটভূমিও চান, তাদের জন্য এটি দারুণ কিছু হতে পারে। ক্রাউন সাইজের বইটি এসেছে সতীর্থ প্রকাশনী থেকে। ভালো বাঁধাই, সম্পাদনা ও প্রুফরিডিং-এ স্বচ্ছ ছিল পুরো বইটি। লেখকের জন্য শুভকামনা রইল।