User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: পান্থপাদপের ছায়ানীড় লেখক: মেহেদী আরিফ রিভিউ শিরোনাম: আত্মজিজ্ঞাসা ও আত্মউন্নয়নের দার্শনিক আলোকে লেখা এক অনন্য গ্রন্থ "পান্থপাদপের ছায়ানীড়" বইটি আমার পড়া সাম্প্রতিক বইগুলোর মধ্যে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা দিয়েছে। বইটিতে একজন যুবক ও এক দরবেশের মধ্যকার কথোপকথনের মাধ্যমে জীবনের গভীর দার্শনিক প্রশ্ন, আত্মচিন্তা, আত্মউন্নয়ন, সন্দেহ, ভয় ও আত্মবিশ্বাস নিয়ে অসাধারণভাবে আলোচনা করা হয়েছে। লেখক মেহেদী আরিফ খুবই প্রাঞ্জল ভাষায় পাঠককে জীবনের গভীর উপলব্ধিগুলোর দিকে নিয়ে গেছেন। দরবেশ চরিত্রের মধ্য দিয়ে যে জ্ঞানের ঝর্ণা বইয়ে ওঠে, তা একদিকে যেমন মানসিক প্রশান্তি দেয়, তেমনি পাঠককে নিজের জীবনের দিকগুলো নিয়ে নতুন করে ভাবতে শেখায়। বিশেষ করে বইয়ের শেষ অংশে যুবকের আত্ম-উন্মোচনের মুহূর্তগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এটি এমন এক বই যা পাঠ শেষে পাঠকের মননে থেকে যায় অনেকক্ষণ। যারা আত্মজিজ্ঞাসা, আত্মোন্নয়ন, ও জীবন দর্শনের পাঠ নিতে আগ্রহী, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য। পাঠকের ধরণ: তরুণ, জিজ্ঞাসু ও দার্শনিক ভাবনাপ্রবণ পাঠকদের জন্য বিশেষভাবে উপযোগী।
Was this review helpful to you?
or
বইটা পড়ে শেষ করলাম। অসম্ভব সুন্দর একটি বই পান্থপাদকের ছায়ানীড়। বইটি পড়ে জীবনকে নতুন করে অনুধাবন করতে শিখলাম।আমার থাকা প্রশ্নের এভাবে বইটার মাধ্যমে পেয়ে যাব কোন কল্পনাও করিনি। জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলোকে অত্যন্ত সুন্দর করে তুলে ধরা হয়েছে। বইটি শুধুমাত্র একটা বই নয়, এটি পথপ্রদর্শক স্বরূপ। আমার মতে বইটি যেই পড়বে সেই তার জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবে সুন্দর করে জীবনের প্রত্যেকটা মুহূর্তের গুরুত্ব অনুধাবন করতে পারবে। আমাদের নিজের ছোট্ট জীবনকে নতুন করে সুন্দরভাবে বুঝতে পারার জন্য হলেও এই ছোট্ট বইটি সবার একবার করে হলেও করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর একটি পথপ্রদর্শক উপহার করার জন্য।
Was this review helpful to you?
or
কথাসাহিত্যিক মেহেদী আরিফ এর নতুন বই "পান্থপাদপের ছায়ানীড়" বইটি পড়ার পরে আমার উপলব্ধি ব্যক্ত করছি। আধুনিকতার এই দুনিয়ায় আমার যুগের সাথে তালমেলাতে গিয়ে মাঝে মাঝে নিজের অস্তিত্ব, নিজের সত্য কে অস্বীকার করে ফেলি।ব্যর্থতার গ্লানি আমাদের কে শেষ পর্যায়ে আত্মহত্যার দুয়ার পর্যন্ত নিয়ে যায়।আমাদের উপলব্ধি বোধে আমার অতিত ও ভবিষ্যৎকে বেশি প্রাধন্য দিয়েফেলি।কিন্তু আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বর্তমানকে ভুলে যায়।মিথ্যার রঙিনতা দেখে সত্যের সাদাকালো অংশ টাকে আমরা মিথ্যা বলে ধরে ফেলি কোনো বিচার বিবেচনা ছাড়ায়।আমরা কোনো কিছুতে ব্যর্থ হওয়ার পরে ব্যর্থতার গ্লানি ভুলে নতুন উদ্যমে নিজেকে এগিয়ে নিতে ভয়করি।এই ভগ্ন আত্মাবিশ্বাস আমদের কে ধিরেধিরে শেষ করে দিচ্ছে।কিন্তু মেহেদী আরিফ এর "পান্থপাদপের ছায়ানীড়"বইটি একজন আত্মবিশ্বাস ভগ্ন মানুষকে নতুন করে বেচে থাকতে শেখাবে।নিজেকে যে নিজের জন্য বাঁচতে হয় এই উপলব্ধি বোধ জাগ্রত করবে।সত্য কে সত্য বলে স্বীকার করা, অতীত ও ভবিষ্যৎকে না ভেবে বর্তমানের গুরুত্ব উপলব্ধি করা,ভবিষ্যতের সোপান যে বর্তমানে নিহিত এটা উপলব্ধি করাবে,জ্ঞানই যে আমাদের অস্তিত্বের শিকড় তা বোঝাবে,দয়া যে মানবিকতার সবচেয়ে বড় গুণ এই ধরনা দিবে,প্রতিহিংসা দিয়ে কোনো কিছু জয় করা যায় না ভালোবাসা দিয়ে জয় করতে হয়,আমরা প্রত্যেকে যে পরিবার এর কাছে কতটুকু দায়বদ্ধও পরিবারের প্রত্যেক মানুষের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আমরা সেটা বুঝতে পারব।স্রষ্টা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, স্রষ্টার কাছে আমাদের দায়বদ্ধতা, স্রষ্টার উপর আমাদের নির্ভরশীলতা, তার প্রতি আমাদের দায়িত্ববোধ জাগ্রত করাবে।লোভ, মোহ আমাদেরকে যে ভিতর থেকে শেষকরে ফেলে এটা বোঝাবে।শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাবে।পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য অবলোকোন করাবে।সর্বোপরি বইটি একজন পথহারা মানুষকে নতুন করে বেঁচে থাকতে শেখাবে,পৃথিবীতে তার গুরুত্ব কতটুকু এটা বোঝাবে। বর্তমান সময়ে আমাদের জেনারেশন আত্মহত্যা করাটাকে যেকোনো সমস্যার সমাধান মনে করে এই যে ভগ্ন আত্মবিশ্বাস থেকে বেরিয়ে এসে একটা সুস্থ মানসিকতার জেনারেশন গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বইটি।
Was this review helpful to you?
or
ছোট্ট জীবনের বিশালতায় যখন মানুষকে বাস্তবতার জোয়ারে হাবুডুবু খেতে হয়, তখন আষ্টেপৃষ্ঠে চেপে ধরে জীবনের নানা ধূসর প্রশ্ন। প্রতিটি মানুষই বেঁচে থাকার অধ্যায়ের কোনো না কোনো পাতায় বিষণ্ণতায় ডুবেছে, কখনো ভিজেছে অস্তিত্বের প্রশ্নে। এসকল প্রশ্নের উত্তর মেলা ভার। সময়ের আশীর্বাদে কখনও কখনও এ প্রশ্নগুলোর অভিধান হয়ে আসে কোনো দূত। হতে পারে একজন মানুষ, কোনো বস্তু, পরিস্থিতি কিংবা কখনও সময় নিজেই। 'পান্থপাদপের ছায়ানীড়' বইয়ের প্রতি কৃতজ্ঞতা দোদুল্যমান এ মনে বাঁধা প্রশ্নের অভিধান হওয়ার জন্য, দিগ্বিদিক হয়ে ঘুরো বেড়ানো আমায় নীড়ে ফেরার পথ দেখানোর জন্য। কৃতজ্ঞতা জানাই ধরা-বাঁধা পথচলায় কিছু নুড়ি পাথরের মূল্য বোঝানোর জন্য, খসে পড়া চাঁদের সৌন্দর্য দেখানোর জন্য। কৃতজ্ঞতা ছায়ানীড়ে কিঞ্চিৎ আশ্রয় দেওয়ার জন্য। লেখক মেহেদী আরিফের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আশেপাশের এবং মনের অন্তরালে জমে থাকা কোলাহলগুলো আমাদের থেকে নির্যাস কেড়ে নিয়েছে। পাঠক হিসেবে বলছি কোলাহলের ভলিউম একটু কমিয়ে একটু নন জাজমেন্টাল মনে বইটি পড়ে দেখেন বইয়ের একটি উত্তর হলেও আপনাকে নতুনভাবে ভাবাতে সাহায্য করবে। কত না ঘাস মাড়িয়েছি আমরা চলতে গিয়ে, একবার না হয় দুর্বাঘাসেরও সৌন্দর্য দেখলেন। লেখকের সাথে পরিচয় বা জানা-শোনা বলে বলছিনা। ভালো লাগা না লাগা সবার আলাদা অভিমত রয়েছে। তবে বেশিরভাগেরই ভালো লাগবে বলে আমি আশা করি। আমি বেশ কম বই পড়তে অন্যকে সাজেস্ট করি। কারণ আমার পছন্দের সাথে আমার আশেপাশের মানুষের বই পছন্দের মধ্যে তফাৎ রয়েছে। তবুও আমি সবাইকে 'পান্থপাদপের ছায়ানীড়' বইটি একবার হলেও পড়ার জন্য বলবো। আপনি ঠিক এখন সঠিক মর্মার্থ না বুঝতে পারেন, তবে সময়ের তপ্ত দুপুর আপনাকে এর ছায়াতলে ঠিকই নিয়ে যাবে। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
এই ছোট্ট ব্যস্ত জীবনে আমরা যখন আমাদের নিজেদের জীবন সম্পর্কে একটু ভালোভাবে চিন্তা করি তখন আমাদের মনে নানা আঙ্গিকে নানা প্রশ্নের উদয় হয়। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বেড়াই কিন্তু অনেক সময় সকল প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাই না। তাই আমাদের মনের মধ্যে দ্বিধা রয়ে যায়। আবার অনেক সময় আমরা যে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাই সেগুলোর উত্তর আমাদের সন্তুষ্ট করতে পারে না। আমাদের মনের মধ্যে যে সকল দ্বিধা রয়ে যায় সে সকল দ্বিধা দূর করার ইচ্ছা আমাদের তীব্র হয়। কিন্তু আমরা তা দূর করতে ব্যর্থ হই। কিভাবে এই স্বার্থপর সমাজে নিজেদের টিকিয়ে রাখবো সে সকল নানা ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে উদয় হয়। কিন্তু আমরা উত্তরটা পাই না। কিন্তু আশ্চর্য করার বিষয় হলো একটিমাত্র ছোট বই 'পান্থপাদপের ছায়ানীড়' যেখানে আমরা আমাদের মনের দ্বিধা দূর করার জন্য সকল প্রশ্নের উত্তর একবারে পেয়ে যাব। এ বইটিতে খুব নিখুঁতভাবে প্রতিটি জিনিস ব্যাখ্যা করা হয়েছে। এটি শুধু একটি বই নয় এটি একটি পথপ্রদর্শক আমাদের জীবনের পথে চলার জন্য। এ বইটি পড়ে যদি কেউ সেগুলো জীবনের মধ্যে ধারণ করতে পারে তাহলে সে হবে একজন মহান ব্যক্তিত্বের মানুষ। মানুষ যখন তার জীবনে চলার পথে দিশাহীন হয়ে পড়ে তখন সে এ বইটি পড়লে নিজের জীবনের জন্য আলাদা একটি পথ খুঁজে পাবে। আমরা ব্যস্ত সমাজে নিজের জীবনের উপর থেকে নিজের মনোযোগটি হারিয়ে ফেলছি। আমরা সেই মনোযোগ আবার ফিরে পেতে চাই। কিন্তু আমরা একটি সঠিক পথ খুঁজে পাচ্ছিনা। এ বইটি আমাদের জীবনের মনোযোগগুলো আবার ঠিক ভাবে ফিরে পাওয়ার জন্য এবং নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য খুব উত্তম পথ হিসেবে কাজ করবে। আমি অনেক বড় বড় লেখকদের বই পড়েছি যেগুলো আমার খুবই ভালো লাগে। ভালো লেখা পড়া ছাড়া আমার ভালো লাগেনা। কিন্তু বিশ্বাস করেন, এই বইটি একটি মাস্টারপিস। এ বইটি থেকে অনেক কিছু শেখার আছে।
Was this review helpful to you?
or
লেখক "মেহেদী আরিফ" এর লেখা বই সমূহের মধ্যে অনন্য একটি বই হলো 'পান্থপাদপের ছায়ানীড়'। এই বইটি পাঠের মধ্য দিয়ে নিঃসন্দেহে বলা যায় যে পাঠকের জীবনের এক নতুন অধ্যায় সূচনা ঘটবে । মনুষ্য জাতি অধিকাংশ সময় তার বর্তমানকে ভুলে অতীতকে আঁকড়ে ধরে থাকতে চায়। হোক সে অতীত কষ্টের কিংবা আনন্দের । তবে এর মাঝে তারা তাদের জীবনের সবচেয়ে মহামূল্যবান সময়কে অবহেলা করে এক অন্ধকার জালের মাঝে জড়িয়ে ফেলে নিজেদের । তবে ভবিষ্যৎ নিয়ে ভাবা জরুরী কারণ লক্ষ্য ছাড়া আমাদের জীবন মূল্যহীন । মানুষ তার শত দুঃখ কষ্ট ভয় ও দুশ্চিন্তার মাঝে একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য কত কিছুই না করে !!! তবে শান্তি নিহিত রয়েছে আমাদের বর্তমানের মাঝে । মানুষ যদি তার বর্তমানকে মানতে পারে তবে সে সবকিছুই করতে পারবে এবং শান্তি আবশ্যক সে খুঁজে পাবে ।অনেকের কাছে স্বর্ণ ,রত্ন এগুলো অতি মূল্যবান জিনিস হয়ে ওঠে ।তবে আসলে কিন্তু এসব মূল্যবান নয় , যা মূল্যবান তা হল জ্ঞান। একমাত্র জ্ঞানই পারে আমাদেরকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য বোঝাতে ।জ্ঞান অর্জনের পথে শত বাধা আসতে পারে তবে , সেই বাধাকে অতিক্রম করার মাধ্যমে আমরা নিজেদের ক্রমশ শক্ত করছি। এছাড়াও লেখক শিশুদের সম্পর্কে বলেছেন যে, " শিশুরা হলো ফুলের মত কোমল , জলের মতো নির্মল"। শিশুদের গঠন কাদামাটির মত যেভাবে তৈরি করা হবে ভবিষ্যতে তারা তেমন তৈরি হবে। শিক্ষকদের সম্পর্কে লেখক বলেছেন যে," শিক্ষকরা হলেন দিনের সূর্য ও রাতের চন্দ্রের মতো "। একজন আদর্শ শিক্ষকই পারেন শিক্ষার্থীর মনের নিভু নিভু বাতিকে জ্বালিয়ে তুলতে । শিক্ষকরা প্রতিটা মুহূর্তে একজন শিক্ষার্থীকে জ্ঞানের পথ দেখান। লেখক বলেছেন যে ভালোবাসার ভিত্তি হলো নিঃশর্ত বিশ্বাস এবং পরিষ্কার একটি হৃদয় যেখানে বিশ্বাসের অনুপস্থিতি সেখানে সন্দেহ জন্মায়। আর যে হৃদয় সন্দেহে পরিপূর্ণ সেই মানুষ আর যাই হোক অপরজনকে ভালবাসতে পারেন না । 'পান্থপাদপের ছায়ানীড়' গল্পের সমাপ্তি পর্বে দরবেশ সেই অনন্তহীন প্রশ্নের উত্তর সন্ধানী যুবককে একটি চিরকুট দেয় তবে চিরকুটে কি লেখা ছিল তা আমি বলবো না । কারণ বললে পাঠকগণ বইটি পাঠের শেষের যে মূল আকর্ষণ সেটি জেনে যাবে। কিছু জিনিস নিজে পড়ে জানাই ভালো তাই নয় কি? 'পান্থপাদপের ছায়ানীড়' এতে আমাদের জীবনের নানাবিধ প্রশ্ন ও তার উত্তর রয়েছে এবং লেখক এর আত্মানুসন্ধানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে । মেহেদী আরিফ স্যারের একজন নিয়মিত পাঠক হিসেবে এরকম আরো অনেক বই চাই। আশা করি পাঠক সমাজে উত্তেজনার এক নতুন ঝড় তুলবে 'পান্থপাদপের ছায়ানীড়'!!! -শ্রেয়সী সমাজপতি