User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ সহজ সরল সাবলীল ভাষায় অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
Alhamdulillah.Khov sundori Ekta boi
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। নবিজির সাহাবিদের নিয়ে পাঠক নতুন করে জানবে। মুগ্ধ হয়ে শুধু পড়তেই থাকবে।অনেক ভালো লেগেছে আমার।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ।অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি বই।এমন একটি বই উপহার দেয়ার জন্য লেখকের নেক হায়াত কামনা করছি।
Was this review helpful to you?
or
১. মুজাহির ও আনসার সাহাবিদের সমন্বয়ে গঠিত সুসজ্জিত সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে মদিনার উপকণ্ঠে। আবু বাকার রাদিআল্লাহু আনহুর মতো অশীতিপর এবং উমার রাদিআল্লাহু আনহুর মতো তেজস্বী বীর সাহাবিও আছেন এই বাহিনীতে। তবে বাহিনীর নেতৃত্বে আছেন তারুণ্য-দীপ্ত একজন সাহাবি যার নাম মুসআব ইবনে উমাইর রাদিআল্লাহু আনহু। তাঁর হাতে নেতৃত্ব এবং পতাকা তুলে দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল ﷺ। . মুশরিক বাহিনীর লক্ষ্য ছিল একটি তা হলো মুহাম্মদকে খুঁজে বের করে হত্যা করা। তারা জানে যে, মুসলিমদের দূর্বলতা কোথায়। তারা যদি মুহাম্মদকে হত্যা করতে পারে, তবে মুসলিমদের মনোবল ভেঙে যাবে; একজন মুশরিক সেনা, নাম ইবনু কামিয়া পতাকাবাহী মুসআবের দিকে এগিয়ে এসে তলওয়ারের আঘাতে ডান হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। মুসআব তখন বাম হাত দিয়ে পতাকাটি আঁকড়ে ধরে। এরমধ্যে যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ে মুহাম্মদ (ﷺ) শহিদ হয়েছেন। মুশরিক সেনাটি মুহাম্মদ ﷺ এর মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার কারণ হলো, মুসআবের চেহারাটি দেখতে তাঁর নেতা রাসূল ﷺ এর মতোই ছিল। রাসূল ﷺ এর মৃত্যু হয়েছে, এমন খবর শোনে মুসলিমদের মনোবল ভেঙে পড়ে। তখন মুসআব চিৎকার করে বলতে থাকেন যে, 'আর মুহাম্মাদ একজন রাসূল ছাড়া কিছুই নন। তার পূর্বে নিশ্চয় অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে ? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায়, সে কখনো আল্লাহর কোন ক্ষতি করতে পারে না। আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন।' [৩:১৪৪] ২. সাম্প্রতিক সময়ে নবিজিকে নিয়ে প্রচুর বই প্রকাশিত হয়েছে। তবে এই বইটি একটু ব্যতিক্রম। সাহাবিদের জীবনী প্রতিভাতে মুহাম্মদ ﷺ এর বাণী, কর্ম, ইবাদত, কুরবানি, সংগ্রাম প্রভূতি অসাধারণ বৈশিষ্ট্যগুলোকে জীবন্ত করে তুলে ধরা হয়েছে। বইটি নবিজির গুণাবলিকে সাহাবি জীবনী রচনায় মাধ্যমে প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছে। বাস্তবিক অর্থে প্রমাণ করেছে আল্লাহ প্রদত্ত তাঁর গৃহীত নীতিমালা ও পদ্ধতিসমূহের সর্বজনীনতা। তাঁর যথাযথ অনুসরণের মাধ্যমেই যে মানুষ সাফল্য লাভ করতে সক্ষম; বইটি যেন তারই এক প্রোজ্জ্বল স্বাক্ষর। . মূলত, এই বইয়ে সাহাবিদের সামাজিক, ব্যক্তিগত শামায়েল, রাষ্ট্রীয় বা যুদ্ধেক্ষেত্রে তাঁদের ঈমানি স্বয়ংসম্পূর্ণতা বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। যতদ্বারা রাসূল ﷺ এর সীরাহ ও আদর্শকে যথাযথ ও পরিপূর্ণ ভাবে যে ধারণ করা এবং অনুসরণ করা সম্ভব তারই নিদারুণ উদাহরণ যেন নবিজির সাহাবি বইখানা! তাছাড়া বইটি আরও আকর্ষণীয় করে লেখা হয়েছে, তা যেন দৃঢ়ভাবে রাসূল ﷺ এর আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবনে অঙ্কুরিত করে তোলে। . লেখক নানাবিধ উৎস থেকে নির্ভরযোগ্য তথ্য নিয়ে এসে অনেকটাই সাহিত্যের মিশেলে সাহাবা জীবনের ঘটনাগুলিকে এমনভাবে তুলে ধরেছেন, যা পড়ে মনে হবে—আমরা যেন রাসুলুল্লাহ ﷺ এর আওয়াজে তাঁদের জীবনের ঘটনা শুনছি। কতক ঘটনাপ্রবাহ এমনও নির্মোহ ছিল যে পড়ার সময় দুচোখে অশ্রু ঝরছিল। বইয়ের শেষাংশে লেখক চিঠি বইটি পড়ার মূহুর্তকে আরও আবেগঘন করে তুলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা লেখককে উত্তম জাযা দান করুন। আমিন। সেইসাথে অনুরোধ রইল, বইয়ের দ্বিতীয় খন্ড লিখার ব্যক্ত। ৩. সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম আজমাইন যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন তাঁদের ধর্মীয় রুচি, ঈমানি চেতনা ও সামরিক বিজয়ের মাপকাঠিতে পরবর্তীরা কোনভাবেই তুলনীয় নন। সাহাবারা সামাজিক ও সামরিক প্রেক্ষাপটে যে সফলতা দেখিয়েছেন, তার কোন তুলনা হয় না। আব্বাসি যুগেও মুসলমানরা ভূখণ্ড জয় করেছে, তবে সেই জয়গুলো ছিল সাহাবা-সালাফদের কাজের সম্প্রসারণ। ওমরের যুগেই পারস্য-রোমান সাম্রাজ্যের ভিত কেঁপে উঠেছিল। পরবর্তীরা শুধু বিজয়ের ধারা বজায় রেখেছেন। তাই, মুসলিম হিসেবে সাহাবী জীবন অধ্যয়ন অতীব জুরুরি। . সাহাবারা যে পথে সফলতা অর্জন করেছেন, সেটাই হোক আমাদের আদর্শ, আমাদের চেষ্টা। . ? বই পরিচিতি: ▪️বইয়ের নাম: নবিজির সাহাবি: উসওয়া। নাসিহা। হিদায়া। ▪️লেখক: Hafejur Rahman ▪️প্রকাশনায়: মুহাম্মদ পাবলিকেশন ▪️প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫ ▪️পৃষ্ঠাসংখ্যা: ২০৮ ▪️বাঁধাই: পেপারব্যাক রিভিউদাতা: আমিনুর ইসলাম রিফাত
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ অনেক অনেক অনেক প্রিয় একটা বই "নবিজির সাহাবি" বইটিতে নবিজির একান্ত বিশজন সাহাবির জীবনী দেয়া হয়েছে।আর রয়েছে নবিজির সমীপে পাঠানো লেখকের হৃদয়স্পর্শী এক চিঠি। সাহাবিদের ইসলাম গ্রহন,কুরাইশ কতৃক নির্যাতন,হিজরত,বিয়ে, যুদ্ধে অবদান,কর্মজীবন,তাদের আখলাক,অনান্য ঘটনা,শহিদী মৃত্যু,শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে সুন্দর ও মনোমুগ্ধকর আলোচনা করেছেন লেখক। বইটি কেন গুরুত্বপূর্ণ : নবীজির সুন্নাহ অনুসরণের আদর্শ উদাহরণ হলেন সাহাবিরা।সাহাবিরা ছিলেন নবীজির (সা.) জীবনচরিতের বাস্তব অনুশীলনকারী। তাই তাঁদের জীবনী অধ্যয়ন করলে আমরা সহজেই নবীজির সুন্নাহ পালনের উপায় শিখতে পারি।তাছাড়া সাহাবিদের নবিজির প্রতি ভালোবাসা অনুধাবন করতে পারি। এজন্য নবিজির সাহাবি বইটা এত গুরুত্বপূর্ণ। বইয়ের ভাষার ধরণ কেমন যদি বলি তো বলবো একদম সহজ-সাবলীল ভাষায় লিখেছেন লেখক।একজন নবীন পাঠকদের বইটি পড়ে হৃদয় ছুঁয়ে যাবে।আমার মনে হয়েছে প্রতিটি ঘটনা যেন খুব যত্ন করে লিখা হয়েছে। কারোর জীবনী পড়তে গেলে একেক বইয়ে একেক রকম ইনফরমেশন থাকে, তো সেখান থেকে সঠিক ইনফরমেশন কালেক্ট করে একটি বই লিখা চারটি খানি কথা নয়। তো সেই হিসেব করে বইটা খুব যত্ন করে লিখা হয়েছে বলে আমার মনে হয়েছে। ব্যক্তিগত মতামত : "নবিজির সাহাবি" বইয়ের প্রতিটি সাহাবিদের জীবনীর শেষে সেই সাহাবির থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটা আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে শিক্ষা দেয়া হয়েছে। "আমাদের যা শিক্ষা দেয়- টপিকটা বইটিকে যেন আরও ফুটিয়ে তুলেছে।আর এজন্য বইটি বেশি ভালো ও মনে ধরেছে আমার। আর বইয়ের শেষে 'নবিজির সমীপে লেখকের সুন্দর একটি চি়ঠি' দিয়ে বইটি শেষ করায় বইটি যেন আরও কঠিন সুন্দরের মাধ্যমে ইতি টেনেছে। উপসংহার: গল্পে গল্পে ও মনোমুগ্ধকর ভাষায় সাহাবিদের ঈমানদীপ্ত কাহিনি পড়ে আমার হৃদয় ছুঁয়ে গেছে। বইটা পড়ে আমি উপলব্ধি করেছি,আমি যেন সাহাবিদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেছি। একবার পড়া করে মনে হয় পড়া আর ছাড়বোনা,খুব তাড়াতাড়ি বইটা পড়া শেষ করেছি।যদিও রিভিউ দিতে দেরি হলো একটু। লাস্ট একটাই কথা-বইটি পড়ে সাহাবিদের নিয়ে পাঠক নতুন করে জানবে,আর মুগ্ধ হয়ে পড়তেই থাকবে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, কিছু সম্পর্ক থাকে, যেগুলো দূরত্বে থেকেও হৃদয়ের কাছাকাছি। কিছু ভালোবাসা থাকে, যেগুলো চোখে না দেখেও আত্মায় অনুভব করা যায়। আমার জন্য তেমনই এক অনন্য ব্যক্তিত্ব হাফিজুর রহমান ভাই। যদিও আমাদের কখনো দেখা হয়নি, তবু সম্পর্কের দৃঢ়তা যেন সাহাবাদের পারস্পরিক ভালোবাসার প্রতিচ্ছবি। এর একটি ছোট্ট উদাহরণ দিলেই হয়তো বোঝা যাবে—ভাই যখন উমরাহ করতে গেলেন, আমার দেওয়া ছোট্ট আতরের বোতল নিজে ব্যবহার না করে সব ভাইদের মাঝে বিলিয়ে দিলেন। বললেন, তোমার আতরের সুগন্ধি এখন সকল ভাইয়ের মুত্তামির(المعتمر) গায়ে।" সুবহানাল্লাহ! কী মধুর ভালোবাসা! এমনকি আমার দেওয়া মিসওয়াকটিও সঙ্গে নিয়েছিলেন। ভাই এমন কোনো স্থান বাদ রাখেননি যেখানে আমার জন্য দু’আ করেননি। বারবার কল করে বলতেন, আর কী কী দু’আ করব? আমাকে লিখে দাও। আমি নিশ্চিত, সাহাবাদের সম্পর্কও এমনই ছিল—নির্ভেজাল ভালোবাসা। ভাইয়ের দ্বিতীয় বই প্রকাশিত হয়েছে,আলহামদুলিল্লাহ।রকমারির বেস্টসেলার তালিকায় এখন তৃতীয় স্থানে। আমি গর্বিত, কারণ এই বইয়ের পান্ডুলিপি দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি নির্দ্বিধায় বলবো—এই বই পড়ে আপনি কখনো নিরাশ হবেন না। কেন? কারণ এই বই শুধু সাহাবাদের জীবনী তুলে দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষা, তাদের থেকে পাওয়া মূল্যবান পাঠ—সবকিছুই বইয়ের পাতায় জীবন্ত হয়ে উঠেছে। লেখক ছোটো ছোটো বিষয়েও পরামর্শ চাইতেন, যেন প্রতিটি শব্দে পরিশুদ্ধতার ছোঁয়া থাকে। একটি বিশুদ্ধ বই পাঠকদের হাতে তুলে দিতে পারে। আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী লেখক তা পেরেছে। আর সবচেয়ে আবেগঘন অংশ? বইয়ের শেষ চিঠিটি। যখন পড়বেন, তখন অনুভব করবেন—এটি শুধু কাগজের ওপর লেখা কিছু শব্দ নয়, বরং আত্মার গহীনে নাড়া দেওয়া এক চিঠি। আমি নিশ্চিত, আমার মতো আপনার চোখেও জল আসবে। বইয়ের পাতায় আমার নামও রয়েছে, যেন ভালোবাসার বন্ধন শুধু কাগজে নয়, হৃদয়ের গহীনেও স্থায়ী হয়ে থাকে। মহান আল্লাহ আমাদের এই সম্পর্ক কবুল করুন, আমাদের ভালোবাসা পরিশুদ্ধ করুন, এবং জান্নাত পর্যন্ত একসঙ্গে রাখুন—আমিন!
Was this review helpful to you?
or
Nice Book in the year 2025
Was this review helpful to you?
or
মাশা-আল্লাহ। কি অসাধারণ হয়েছে লেখনি। আপনার আগের বইটি (কাব্যকথায় আত্মশুদ্ধি) পড়েছি। এটাও এক কথায় অসাধারণ হয়েছে আঙ্কেল। সামনে আরো ভালো ভালো বই উপহার দিবেন আমাদের কে।