User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি নাস্তিক্যবাদের ভ্রান্তিগুলোর জবাব নিয়ে সেরা একটি বই।
Was this review helpful to you?
or
আমরা কি বিশ্বাস করি আর কেন করি? না নাস্তিকদের বিশ্বাসের যৌক্তিকতা দলিল সহ এই বইতে বর্ণনা দেওয়া আছে । এবং নাস্তিক্যবাদ কেন একটি ভ্রান্ত মতবাদ সেটাও এই পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবেন। মুসলিম এবং নন মুসলিম সকলের একবারের জন্য হলেও এই বইটা পড়া উচিত।
Was this review helpful to you?
or
"অবিশ্বাসের ভাঙা দেয়াল" বইটি অসাধারণভাবে নাস্তিকতা, সংশয়বাদ ও বিভিন্ন ভ্রান্ত ধারনা ও মতবাদকে চিহ্নিত করে, সেগুলোকে সহজ, সরল ও শক্তিশালী যুক্তির মাধ্যমে খণ্ডন করেছে। বইটির লেখক সাজ্জাতুল মাওলা শান্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে এই ভ্রান্ত ধারণাগুলো মানুষের মনে ঢোকে এবং কীভাবে ইসলামের দৃস্টিকোণ থেকে যুক্তির মাধ্যমে তা প্রতিহত করা যায়। বইটির ভাষা প্রাঞ্জল ও বোধগম্য, যা পাঠককে স্পষ্টভাবে দেখায় যে, সত্যিকার ইসলাম হলো বিশ্বাস ও যুক্তির সমন্বয়ে গঠিত। এই বইটি এমন সকলের জন্য অবশ্যপাঠ্য, যারা ইসলামী দর্শন ও যুক্তির মাধ্যমে সমসাময়িক চিন্তাধারার বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী।
Was this review helpful to you?
or
এই বইতে লেখক নাস্তিকতার অসাড়তা দর্শনের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। এই বিংশ শতকে এসে নাস্তিকতা যে একেবারেই অন্ত:সার শূন্য হয়ে পড়েছে তা ফুটিয়ে তুলেছেন অসাধারণ লেখনি শৈলীতে। নিও এথিইজমের ব্যাবচ্ছেদ করেছেন ২১ শতকের "দর্শন" ও "বিজ্ঞানের দর্শনের" তত্বগুলোর সাহায্যে।
Was this review helpful to you?
or
আল্লাহর অস্তিত্ব, নাস্তিকতা, বিজ্ঞান ও দর্শন নিয়ে এখন পর্যন্ত যত বই আছে তার মধ্যে এই বইটি পুরোই আলাদা এবং অনেক তথ্যবহুল। যারা সংশয়ে আছেন বা নাস্তিকতা গ্রহণ করেছেন তারা এটি অবশ্যই পড়বেন। আর মুসলিমরা জ্ঞান অর্জনের জন্য পড়বেন।
Was this review helpful to you?
or
As a philosophy and science enthusiast, I find this book much helpful on the issue of methodological supplement for critical thinking and the path between reason and some higher order reality (i.e God)
Was this review helpful to you?
or
বিশ্বাস যেমন একজন মুসলমানের অপরিহার্য বাস্তবতা তেমনি বিশ্বাস সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। স্রষ্টার প্রতি সৃষ্টির বিশ্বাসের যৌক্তিকতা, সত্যতা, বৈজ্ঞানিক বাস্তবতা সবকিছু লেখক সাজ্জাতুল মাওলা শান্ত এই বইতে তুলে ধরেছেন। ফেতনা, নাস্তিকতার বেড়াজাল, ঈমান ধ্বংস করার নানান চিন্তার দূষণ মানব হৃদয় থেকে দূর করতে অবিশ্বাসের ভাঙা দেয়াল বইটি সবারই পড়া উচিত