User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যারা ভিন্ন ধর্মে কিছু পড়তে চাইছেন তাদের জন্য এটা হতে পারে অসাধারণ পছন্দ। প্রতিটি পাতায় নতুন তথ্য সংবলিত এই বইটি হতে পারে আপনার নতুন এক অভিজ্ঞতা। কারণ বইটি পারিপার্শ্বিক নেতিবাচক অবস্থা থেকে বেরিয়ে নিরপেক্ষভাবে লেখা হয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে আধুনিক সময় এসে কুরআনের শিক্ষাকে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা
Was this review helpful to you?
or
রিভিউ দাতা:মোঃআবু নাইম বই রিভিউ, বই - ডিভাইন ইনসাইট লেখক - এম. আলম অনুবাদ - নোমান সাদি প্রকাশনী - সপ্তর্ষি প্রকাশন পাঠ প্রতিক্রিয়া: ডিভাইন ইনসাইট বইটির মাধ্যমে মূলত কুরআন এবং বিজ্ঞানের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করা হয়েছে। আমরা সকলেই জানি নানান সময়ে কুরআন এবং বিজ্ঞানকে একে অপরের সাংঘর্ষিক মনে করা হয়। কিন্তু এটি যে মোটেও সত্যি নয় সেই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করা হয়েছে বইটিতে। বইটির সূচিপত্র দেখলে একজন পাঠক অনেকটা নিশ্চিত হতে পারবেন বইয়ের বিষয়বস্তু নিয়ে। তবে পড়তে গিয়ে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়বে এই ক্ষেত্রে। পড়তে গিয়ে মনে হলো ,যে উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে বা যে মেসেজটি পাঠক অব্দি পৌঁছানোর কথা সেটা পুরোপুরি সম্ভব হয়নি। বইটিতে কিছু কিছু জায়গায় কিছু বিবৃতি রয়েছে বেশ বিভ্রান্তকর।এর মধ্যে একটি "ধর্ম নিয়ে ভুল ধারণা" শিরোনামে যে পর্বটি রয়েছে সেটি পড়তে একজন পাঠক একটু অস্বস্থিতে হয়তো পড়তে পারেন। তাছাড়া একই বিষয় বা একই কথা বারবার রিপিট করায় পাঠকমন বইটি পড়ার আগ্রহ হারায়। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বইটির বিষয়বস্তু বেশ সংবেদনশীল। তাই বর্তমান মুদ্রিত বইগুলোর যথেষ্ঠ পরিমার্জন প্রয়োজন। লেখক, অনুবাদক এবং প্রকাশনা প্রতিষ্ঠানের আরো বেশি সতর্কতা অবলম্বন করা উচিত।
Was this review helpful to you?
or
#বই রিভিউ বইয়ের নাম:ডিভাইন ইনসাইট। লেখক :Sohel Alam রিভিউয়ে,সুমা প্রকাশনায় :সপ্তর্ষি প্রকাশন। কাহিনিবিন্যাস:লেখক সোহেল আলমের ডিভাইন ইনসাইট বইটিতে মুলত কুরআনের সাথে বিঙ্গানের গভীর সম্পর্ক, আন্তধর্মীয় আলোচনা এবং কুরআনের সাথে আধুনিক বিঙ্গান এর যোগাযোগ এই ৩ টি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। পাঠপ্রতিক্রিয়া:যেহেতু এটি একটি আধ্যাত্বিক বই আর আমি অতিক্ষুদ্র একজন পাঠিকা মাত্র স্বভাবতই প্রথমে বইটি হাতে পেয়ে খুশি হওয়ার সাথে সাথে অনেকটা ঘাবরে গিয়েছিলাম যে, এরকম একটা বইয়ের রিভিউ টা আদো করে উঠতে পারবো কি না যেহেতু পুর্ব কোনো অভিজ্ঞতা নেই অবশেষে জড়তা কাটিয়ে নিজের মতো কিছু প্রতিক্রিয়া ব্যাক্ত করলাম। আমি সবার কথা বলতেছি না তবে আধুনিক কালে অনেকেই একটা জিনিস মানতে চায় না যে, কুরআন আর বিঙ্গান একে অপরের বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক।লেখক এই বইটিতে এ বিষয়টা ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। বিঙ্গান নিয়ে পড়াশোনা করার সুবাদে বিগ ব্যাং তথ্য থেকে শুরু করে অনেকগুলো বিষয় সম্পর্কে আগে থেকে কিছু ধারণা ছিল আর আজ এই বই পাঠের মাধ্যমে কুরআনের সাথে সে বিষয়গুলোর অনেক সাদৃশ্যতা সম্পর্কে জানতে পেরেছি এ ব্যাপারটা আমার ব্যাক্তিগতভাবে অনেকটাই ভালো লেগেছে। আরেকটা বিষয় না বললেই নয় যে, আমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকে জানি যে জীবনের অপর নাম পানি আর লেখক ডিভাইন ইনসাইট বইটাতে একটা জায়গায় একটা কথা উল্লেখ করেছেন যে সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রানী অর্থাৎ যারা বুকে ভর দিয়ে বা পায়ে হেটে চলাচল করতে পারে তাদের সবাইকে সৃষ্টি করেছেন পানি থেকে এই বিষয়টা সম্পর্কে আমি অবগত ছিলাম না। বইয়ে লেখক নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন যে,সমাজে বিভিন্ন ধর্মের মানুষজন বসবাস করে তাদের সবার বিশ্বাস ও একেক রকম কিন্তুু দিনশেষে সবাই একটা জিনিসে একাত্মতা প্রকাশ করে তাদের নিজেদের জায়গা থেকে যে তাদের সৃষ্টিকর্থা এক। আত্নধর্মীয় আলোচনার ক্ষেত্রে প্রত্যেকের একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন এর ব্যাপারটা আমাদের সুস্থ রুচিবোধের বহিঃপ্রকাশ। একজন গর্বিত মুসলমান হিসেবে এইটুকু বলতে পারি, দুনিয়া এবং আখিরাত জীবন সম্পর্কেও অনেককিছু জানার আছে এই বইটিতে। প্রিন্টিং এর ক্ষেত্রে হয়তো সামান্য অসাবধানতায় কিছু বানানে ভুল ছিলো তবে অন্য কোনো সমস্যা তেমন চোখে পড়েনি।ভুলত্রুটি মার্জনীয় ?। শুভকামনা রইলো আপনার জন্য ।