User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পাঠপ্রতিক্রিয়া— বই মানুষ কে ভাবনার জগতে নিয়ে যায়। কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবায়, কখনো অতীতে নিয়ে যায়। যখন অতীতে নিয়ে যায়, তখন মনের মধ্যে অনুভব করা যায়, চোখে সামনে দেখতে পাওয়া যায় পেছনে ফেলে আসা সোনালী দিনগুলোর কথা। রঙিন শৈশব-কৈশোরের কথা। তেমনই একটি বই, যেটি পড়ার সময় বারবার মনে পড়েছে আমার সেই সোনালী কৈশোরের কথা। মনে হচ্ছিল আমি নিজেই বইটির প্রধান চরিত্র। কিশোর-তরুণ মনে সাড়া জাগানো "বিপু ভাইয়া" চরিত্রের জনক 'জুবায়ের হুসাইন' -এর লেখা "ধুসর দরোজার অমিমাংসিত রহস্য"। বইটি শুরু হয়েছে স্কুল পড়ুয়া রাফসান এবং রুহান নামের দুই কিশোরের কথোপকথনের মধ্য দিয়ে। বাবার চাকরির সুবাদে স্থান পরিবর্তন করে নতুন ইস্কুলে ভর্তি হয়েছে রুহান। স্কুলের রহস্যময় একটা দরোজার কথা তার বন্ধু রাফসান তাকে বলছিল। প্রথমটাতে রুহানের বিশ্বাসই হচ্ছিল না যে, যেখানে কোনো মানুষ যায় না ভয়ে, সেখানে একটা দরোজা কিভাবে একদিন খোলা থাকে এবং আরেকদিন বন্ধ থাকে! কৌতূহল নিয়ে নামে এর পেছনের আসল রহস্য জানতে। কিন্তু এরপর তাদের সামনে আসতে থাকে ভয়ংকর সব তথ্য, যা ঐ এলাকা পুরো ধ্বংস করে দেবে ধীরে ধীরে। যা তরুণ সমাজ ধ্বংসের মূল। Gen-z কে নিয়েই যেন তাদের সব আয়োজন। দেখতে পেলো, প্রচলিত "আজ খোলা থাকলে আগামীদিন বন্ধ থাকে" সঠিক নয়। তারমানে কি এর পেছনে মানুষের হাত রয়েছে? কে করছে এমন স্কুলের এ দরোজা টি নিয়ে? কেন করছে এমন? যদি এসকল প্রশ্নের উত্তর খুঁজতে চান,জানতে চান Gen-Z ধ্বংসের সেই মূল হোতা সম্পর্কে, তাহলে পড়তে হবে 'ধূসর দরোজার অমিমাংসিত রহস্য' বইটি। বর্তমান সময়ের নামকরা চিত্রশিল্পী মুকুল রেজা'র ঝকঝকে প্রচ্ছদ দিয়ে বইটি প্রকাশ করেছে ইনভেলাপ পাবলিকেশন্স। . রিভিউয়ার: জুবাইর আল হাদী।