User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#ক্যাকটাস_ও_টুনটুনি "তুই কোন ডালে বন্দি হওয়া ফুল হবি কেন! তুই হলি আমার টুনটুনি পাখি। মানুষের আশেপাশে থাকিস কিন্তু কাউকে ধরা দিস না। এ ডালে ও ডালে উড়ে বেড়াস আর সারাদিন টুন টুন টুন করে সবার কান ঝালাপালা করিস। তারপরও সবাই এই টুনটুনি পাখিটাকে অনেক অনেক ভালোবাসে। " ? উপরের কথাগুলো লেখক ঝিনুক চৌধুরীর নতুন উপন্যাস থেকে নেয়া। প্রেম, সম্পর্ক আর পারিবারিক বন্ধনের ছিমছাম এক গল্প "ক্যাকটাস ও টুনটুনি"। লেখক ঝিনুক চৌধুরী গল্পে তুলে এনেছেন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, বন্ধুত্বের গভীরতা ও দুই ভিন্ন মনের মানুষের অদ্ভুত সম্পর্কের রসায়ন। ? কাহিনি সংক্ষেপ: রেহানা বেগমের একমাত্র ছেলে নাবিল শেখ উচ্চশিক্ষার জন্য কানাডায় ছিল দীর্ঘদিন। দেশে ফিরে এসে সে আশা করেছিল, মায়ের আদরে ডুবে থাকবে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন! তার মা ব্যস্ত থাকেন, পাশের বাড়ির এক অনার্স পড়ুয়া মেয়ে মুনকে নিয়ে। মুন আর রেহানা বেগমের মধ্যে গড়ে ওঠা অসমবয়সী বন্ধুত্বের মাঝে নাবিল যেন এক অনাহূত সত্তা। নাবিল আর মুনের সম্পর্কটা ঠিক সাপে-নেউল মতো। দুজনই একে অপরকে সহ্য করতে পারে না। এরই মাঝে আসে নাবিলের ছোটবেলার বন্ধু তানি। একজন স্মার্ট ও সুন্দরী নারী, যার সামনে মুনকে যেন গেঁও ভূত মনে হয়। তানিও মুনকে ছোট করার সুযোগ একটুও হাতছাড়া করে না। তবে ধীরে ধীরে মুনের প্রাণবন্ত স্বভাব, তার চঞ্চলতা, আর রেহানা বেগমের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা নাবিলের মনেও দোলা দিতে থাকে। সম্পর্কের সমীকরণ কীভাবে বদলায়, সেটাই এই গল্পের মূল আকর্ষণ। ? চরিত্র পরিচিতি: এই উপন্যাসের প্রতিটি চরিত্রই নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল। এই চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক, টানাপোড়েন ও আবেগই গল্পের মূল আকর্ষণ। গল্পের প্রয়োজনে বহু চরিত্রের আনাগোনা দেখা গেলেও মূল কেন্দ্রবিন্দুতে ছিলো নাবিল আর মুন। ? মুন : গল্পের সবচেয়ে উজ্জ্বল চরিত্র। চঞ্চল, মিষ্টি, অকপট,এক কথায় খুবই প্রাণবন্ত। তাই তো মুন নিজেকে টুনটুনি পাখির সাথে তুলনা করে। সারাক্ষণ নেচে নেচে, উড়ে উড়ে, বেড়ানোই যার কাজ। কিন্তু আত্মমর্যাদায় আবার আপোষহীন। "প্রেম এত সোজা নয়। প্রেমে দুজনের মধ্যে ভিন্ন কানেকশন থাকে, মনের মাঝে ভিন্ন অনুভূতি থাকে। " ( পৃ: ৩৭; মুন) ? নাবিল : দৃঢ়চেতা, কিছুটা গম্ভীর স্বভাবের ছেলে। যার ব্যক্তিত্বে কাঠিন্য থাকলেও ধীরে ধীরে পরিবর্তন আসে। কারণ নিজের ব্যক্তিত্বের শক্ত খোলসের আড়ালে ছোট্ট নরম, শিশু মনটি ঘাপটি মেরে ছিলো। মায়ের ভীষণ অনুগত এবং বিচক্ষণ একজন পুরুষ। মুনের ভাষায়, ক্যাকটাস, মূর্ধন্য টাইপ ছেলে। "কি সব ফালতু কথা বলছো মুুন? আমি প্রেম করি কি_না সে ব্যাপারে তোমার এত মাথা ব্যথা কেন? আমার নাম যপা ছাড়া আর কোন গল্প খুঁজে পাওনা? " ( পৃ:১৭; নাবিল) ? তানি : স্মার্ট, সুন্দরী, তবে অনেক বেশি অহংকারী ও প্রতিদ্বন্দ্বী মনোভাবাপন্ন। একদম জি বাংলার ঘষেটি বেগম টাইপ ক্যারেক্টার। যার জীবন কেবল আমি সর্বস্ব। প্রচন্ড একরোখা ও আত্নকেন্দ্রীক একটি মেয়ে। "ভং ধরা বন্ধ কর মুন। আমার সামনে ভেজা বেড়াল সেজো না, খবরদার! "( পৃ:৭৫;তানি) ? রেহানা বেগম : গল্পের সবচেয়ে মমতাময়ী চরিত্র। একজন মা, যিনি ভালোবাসায় সবার মনে জায়গা করে নেন। মুনের সবচেয়ে প্রিয় মানুষ এবং চমৎকার একজন মা। এই চরিত্রটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। " ভদ্রতা করে হলেও ভালো ব্যবহার করতে পারিস! আমার একাকী জীবনে মুনই ছিল সময় কাটানো সঙ্গী। " ( পৃ: ১০ ; রেহানা বেগম) ? পাঠ প্রতিক্রিয়া: "ক্যাকটাস ও টুনটুনি" উপন্যাসটি খুব ছিমছাম একটি পারিবারিক গল্প। আহামরি কোনো টুইস্ট নেই, কিন্তু একটা অমোঘ টান আছে, যা আমাকে কাহিনির সঙ্গে আটকে রেখেছিলো শুরু থেকে শেষ করা অবধি । লেখকের ভাষা সাবলীল ও ঝরঝরে, তাই বইটি পড়তে আরাম লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে রেহানা বেগমের চরিত্রটি—এত মমতাময়ী মা ও নারী খুব কম গল্পেই দেখা যায়। মুন চরিত্রটি বেশ প্রাণবন্ত, যা পুরো গল্পকে উজ্জীবিত করে রেখেছে। অন্যদিকে, তানির উপস্থিতি কাহিনিকে আরেকটু মজাদার করে তুলেছে। এই বইটি এক বিকেলে চায়ের কাপে চুমুক দিতে দিতে পড়ার জন্য একদম পারফেক্ট। যারা পারিবারিক আবেগ, সম্পর্কের দ্বন্দ্ব ও মিষ্টি রোমান্সের গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ বই। এ ধরনের বই মাইন্ড রিফ্রেশ করে। শেষ করার পর মাথা,ভার,লাগে না বরং মিষ্টি একটা অনুভূতির রেশ দীর্ঘসময় ধরে থাকে। ? সবশেষে বলব, যদি পারিবারিক আবেগ ও রোমান্স মিশ্রিত একটি সুন্দর গল্প পড়তে চান, তাহলে "ক্যাকটাস ও টুনটুনি" আপনার জন্য দারুণ একটি পছন্দ হতে পারে।