User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি হাতে পাওয়ার পরে বইয়ের প্রচ্ছদ আর মলাট দেখে মনে হবে যে এটা খুবি সুন্দরী একটা বই, এরপরে যখন পড়া শুরু করবেন তখন অনুভব করবেন যে বইটা আসলে একটা মাকাল ফল।বইটা পড়তে গিয়ে আমার রিডার্স ব্লক শুরু হয়ে যায়।প্লট টা ভাল তবে লেখার ধরণ আকর্ষনীয় নয় একেবারেই,ভীষণ বোরিং ভাবে বর্ণানা করা।আমার কাছে খুব একটা ভাল লাগেনি।
Was this review helpful to you?
or
শিউলি ফুলের ভাত শিহরণ জাগানো থ্রিলার। থ্রিলার পড়ুয়াদের জন্য শিউলি ফুলের ভাত এমন একটি উপন্যাস, যা শুরু থেকে শেষ পর্যন্ত দমবন্ধ করা উত্তেজনা ধরে রাখতে সক্ষম।
Was this review helpful to you?
or
বইটা উপভোগ্য
Was this review helpful to you?
or
? ভূমিকা : খবরের কাগজ উল্টানো হয়? নিয়মিত টেলিভিশনের সংবাদ পর্যবেক্ষণ করেন নিশ্চয়ই? হত্যাকাণ্ডের খবরা-খবর এখন খুব বেশি অনিয়মিত না। উদ্দেশ্যপ্রণোদিত হত্যাযজ্ঞের সংবাদের শিরোনাম এবং বিস্তারিত বর্ণনা বেশ জোড়ালো ভাবেই প্রাধান্য পেতে দেখেছেন খবরের পাতায়। কিন্তু কখনো কি দেখেছেন, "হত্যাযজ্ঞ চালানোর পর, সেই মৃত দেহ রন্ধন অতঃপর ভক্ষণ" সম্পর্কিত সংবাদ? ?চরিত্র পর্যালোচনা : নিষ্ঠুরতা দেখেছেন, অমানবিকতা দেখেছেন, নির্যাতন দেখেছেন। দেখেছেন নৃশংসতা। তবে এই নৃশংসতার শেষ কোথায়? চরম নৃশংসতার দৃষ্টান্ত সম্পর্কে জানতে হলে, আপনাকে পরিচিত হতে হবে, ‘মেহেরজান’ - এর সাথে, ‘আবেদ আলী’র - সাথে, ‘সেলিম’ - এর সাথে। মেহেরজান - রক্তের নেশায় আসক্ত নৃশংস্তার চরম দৃষ্টান্ত সম্পন্ন একজন চল্লিশ অনূর্ধ্ব মহিলা। পথ শিশুদের প্রতি তিনি অতি হৃদয়বান। নিজের গাড়িতে বসিয়ে প্রাসাদসম বাড়িতে নিয়ে যথেষ্ট উদারতার পরিচয় দিয়ে পথশিশুদের আপ্যায়ন করেন তিনি, তবে আপ্যায়িত কোনো শিশুকে তার বাসা থেকে আর কখনো বের হতে দেখা যায় না। বাড়িতেই রয়েছে তার নিজের তৈরি "কসাই-খানা" যেখানে মানুষ কোপানো হয় এবং তথাকথিত সেই মানুষের মাংসই রান্না করে তিনি শহরের অন্যান্য পথশিশুদের খাওয়াতে পছন্দ করেন। আবেদ আলী - কখনো মর্গের লাশ-কাটা শ্রমিক, কখনো কসাই কখনো মেহেরজানের ভৃত্য (দারোয়ান)। মনিবের আপ্যায়িত অতিথি কে বেশ যত্নের সাথে টুকরা টুকরা করেন এবং কাঁচা মাংসই নির্দ্বিধায় তৃপ্তির সাথে ভক্ষণ করেন। সেলিম - জোড়া খুনের আসামী। ঘর পালানো এই কিশোর শহরের যেই বাড়িতে আশ্রয় পেয়ে তার জীবৎকালের সুদীর্ঘ সময় অতিবাহিত করেন, সেই বাড়িররই দম্পতির আয়ু চরম নৃশংসতার সাথে কেড়ে নিয়ে নয় বছর পর্যন্ত নিজেকে আইন-শৃঙ্খলা বাহিনীর আড়ালে রাখতে সক্ষম হয়েছিলেন। মেহেরজান, আবেদ আলী এবং সেলিম কেনো এতো নৃশংস হয়ে উঠেছিল? তাদের অতীত কি? ভবিষ্যৎ-ই বা কি? আর কত মানুষের জীবন তাদের জালে ধরা দিয়ে খোয়া গিয়েছিলো? এই সংখ্যাটা কি অসীম? নাকি ক্রমাগত ঝরে পরতে থাকে এরকম অপরাধী (ভাত খেতে চাওয়াই যাদের অপরাধ) পথশিশুদের প্রাণ? জানতে হলে আপনাকে কথা সাহিত্যিক "মনোয়ারুল ইসলাম" ভাইয়ের "শিউলি ফুলের ভাত" উপন্যাসে আমন্ত্রণ জানাচ্ছি। ? পাঠ-প্রতিক্রিয়া : বইয়ের ভূমিকায় লেখা, "আপনি কি দুর্বল হৃদয়ের মানুষ? যদি উত্তর হয়, হ্যাঁ ; তবে এই উপন্যাস আপনার জন্য না। কারণ, বইটি পড়ার শুরু থেকে আপনি দুঃস্বপ্ন দেখবেন। এখানেই আমি আটকাই। হ্যাঁ, আমি দুর্বল হৃদয়ের মানুষ। কিন্তু চরম মাত্রায় রোমাঞ্চকর অনুভূতি অনুভব করার জন্য নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, যে করেই হোক বইটা আমি পড়ে শেষ করবো, এবং করেছিও তাই। (জরুরী নয় যে, আপনাকেও আমার মতো নিজের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে)। শুরুর দিকে প্রায় অর্ধেকেরও বেশি বই বিরস মুখে পড়েছি। পড়েছি বললে ভুল হবে, পড়া চালিয়ে গিয়েছি। কারণ অনেক চরিত্রের বর্ণনাই আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, যা নাতিদীর্ঘ হলে ভালো হতো। কিন্তু ধৈর্য নিয়ে যখন বাকি অর্ধেক ও পড়া চালিয়ে গেলাম, তখন মাথা ঘুরে যেতে থাকলো, রোমাঞ্চকর অনুভূতির মধ্য দিয়ে যেতে থাকলাম। তাল-গোল পাকানো সমস্ত জট খুলে যেতে থাকলো। তবে শেষাংশে এসে নতুন আরেকটি রহস্য তৈরি করে ইতি টানা হয়েছে উপন্যাসের। (সেই পর্যন্ত পড়ুন...) মুখিয়ে থাকবো এই উপন্যাসের পরবর্তী অংশের জন্য। যেই অংশে অমীমাংসিত রহস্যের সমাধান প্রত্যাশিত। ◼️ রিভিউয়ার - মেহেরান ঈশান। ◼️ বইয়ের নাম - শিউলি ফুলের ভাত ◼️ লেখক- মনোয়ারুল ইসলাম ◼️ জনরা - থ্রিলার। ◼️ প্রকাশনী - অন্যধারা ◼️ পৃষ্ঠা সংখ্যা - ৩৫২ ◼️ রেটিং - ???? (৪/৫)