User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি পড়েছি.অনেক সুন্দর কবিতা গুলো.
Was this review helpful to you?
or
বই- অভিলাষের চাদর লেখক- মাঈশা বিনতে মুস্তাঈন ধরন- কাব্যগ্রন্থ প্রকাশনী -নবসাহিত্য রিভিউকার-আরিফ আজাদ If poetry is the mirror of the mind, then অভিলাষের চাদর is the self-talk of the soul. কবি মাঈশা বিনতে মুস্তাঈনের 'অভিলাষের চাদর' কাব্যগ্রন্থটি পড়তে গিয়ে মনে হলো, প্রতিটি কবিতা একেকটি অনুভূতির আয়না, যেখানে বিষাদ, অভিমান, একাকীত্ব আর সমাজের রূঢ় বাস্তবতার ছায়া প্রতিফলিত হয়েছে. প্রথম গ্রন্থ হিসেবে মাঈশা বিনতে মুস্তাঈনের লেখার সবচেয়ে সুন্দর দিক লেগেছে বইয়ের সরল ভাষার গভীর অর্থ.কোনো অতিরিক্ত অলঙ্কার নেই,অতিমাত্রায় জটিলতা নেই.শুধু অনুভূতির খাঁটি প্রকাশ করেছেন লেখিকা. ‘অভিলাষের চাদর’ বইটির ৫৮টি কবিতার মধ্যে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তিনটি কবিতা-১)বে রঙিন কুয়াশা.২) ক্ষমা.এবং ৩)ভেলকি. বাকি কবিতা গুলো ও অসাধারণ লিখেছে।এক কথায় প্রতিটি কবিতার মধ্যে বিশেষ কিছু অনুভূতি এবং চিত্রকল্প রয়েছে যা গভীরভাবে মনের কোণ ছুয়ে গেছে আমার. আরেক টা বিষয় ভালো লেগেছে- গদ্য কবিতায় লেখিকা ছন্দের ব্যবহার করেছেন দারুণভাবে, যা কবিতাগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে.কিছু কিছু কবিতা পড়তে গিয়ে মনে হয়েছে, এগুলো শুধু লেখিকার অনুভূতি নয়, বরং আমার ভাবনার প্রতিচ্ছবি ও হয়ে গেছে. যারা প্রেম, বিচ্ছেদ, অভিমান, সমাজের দ্বন্দ্ব আর আত্মঅনুসন্ধানের কবিতা পছন্দ করেন, তাদের জন্য এই বইটি হতে পারে এক ভালো অভিজ্ঞতা. রেটিং-৯/১০
Was this review helpful to you?
or
❤️❤️❤️❤️
Was this review helpful to you?
or
নাম: অভিলাষের চাদর লেখক: মাঈশা বিনতে মুস্তাঈন প্রকাশনী: নবসাহিত্য পৃষ্ঠা সংখ্যা: ৬৪ কবিতা সংখ্যা: ৫৪ "অভিলাষের চাদর" কেবল একটি কাব্যগ্রন্থ নয়, বরং এটি অনুভূতির এক মায়াবী পর্দা, যেখানে প্রেম, বিরহ, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সমাজ ও বাস্তবতার এক নিখুঁত মিশ্রণ ঘটেছে। মাঈশা বিনতে মুস্তাঈনের প্রথম একক কাব্যগ্রন্থ হলেও, এতে তার লেখনীর পরিপক্বতা স্পষ্ট। সহজ অথচ গভীর ভাষায় লেখা এই কবিতাগুলো পাঠককে কখনো আবেগের স্রোতে ভাসিয়ে নেয়, কখনো বাস্তবতার নির্মমতার মুখোমুখি দাঁড় করায়। "প্রতিটি কবিতাই যেন একেকটি আত্মদর্শনের আয়না, যেখানে পাঠক নিজের অনুভূতিগুলোকে নতুন করে উপলব্ধি করতে পারেন।" যদিও কিছু কিছু জায়গায় বানানের ভুল চোখে পড়েছে, যা হয়তো প্রুফ রিডারের বেখেয়ালির ফল, তবে তা বইটির গভীরতা ও সৌন্দর্যকে ম্লান করতে পারেনি। "প্রথম কাব্যগ্রন্থ হিসেবে মাঈশা নিঃসন্দেহে চমৎকার লিখেছেন, যা তাকে বাংলা কবিতার জগতে আরও সুদৃঢ় অবস্থান গড়ে তুলতে সহায়তা করবে।" যারা হৃদয়ছোঁয়া কবিতা ভালোবাসেন, যারা অনুভূতির গভীরে প্রবেশ করতে চান, তাদের জন্য "অভিলাষের চাদর" এক অবশ্যপাঠ্য সংকলন। -জয়নব বাসার
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। তোমার বই টা শত অপেক্ষার পর হাতে পেয়েছি গতকাল ।রকমারিতেও তোমার বই এড হয়েছে দেখে ভাবলাম জানিয়ে যাই এখানেও। বান্ধবী বহুদুর এগিয়ে যাও।কাল কে অনেক গুলা কবিতা পরলাম অনেক সুন্দর লেখছ।