User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
⚜️বই পরিচিতিঃ- বইয়ের নামঃ হাজার বর্ষা রাত লেখিকাঃ ফাহমিদা বারী প্রকাশকঃ রাজিয়া রহমান প্রকাশনীঃ জাগৃতি প্রকাশনী প্রথম প্রকাশঃ অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ প্রচ্ছদঃ লিটন হালদার ⚜️বইয়ের অংশঃ আপনি কি প্রায়ই এমন তাঁতের শাড়ি পরেন নাকি?' 'কেন? খুব কি বেমানান লাগছে এই জাঁকজমক পার্টিতে?' 'উঁহু একদম না। ক্লিশে পার্টিতে একমাত্র আপনার শাড়িটাকেই জমকালো লাগছে।' তমাল প্রগলভ। 'আচ্ছা! শুধু শাড়িটাকেই? আর আমাকে?' 'আপনিই তো শাড়িটাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন।' 'ওয়াও! নাইস ট্রাই! বেটার লাক নেক্সট টাইম!' বলেই হাসতে হাসতে চলে গেল বর্ষা। অভি তমালের দিকে তাকিয়ে চোখ টিপে ব্যঙ্গ করে বলল, 'নাইস ট্রাই বেচারা! বেটার লাক নেক্সট টাইম!' ⚜️বইয়ের উৎসর্গঃ- সময়ের প্রয়োজনে বদলে যায় বন্ধু, বন্ধুত্ব... সম্পর্ক। কিন্তু কিছু মানুষের সঙ্গে বন্ধুত্বটা হয় জীবনের প্রয়োজনে, সময়ের হস্তক্ষেপ সেখানে অনর্থক। ⚜️পাঠ_প্রতিক্রিয়াঃ- ফাহমিদা বারী আপুর লেখা আমার পড়া প্রথম উপন্যাস। আমি এতো মুগ্ধ হয়েছি আপুর লেখার। কি চমৎকার শব্দচয়নেই লিখেছেন পুরো উপন্যাস। সহজ সাবলীল ভাষায় লেখা তার এই উপন্যাসটি। বইটি পড়তে একটুর জন্যও বিরক্ত আসে নি। দারুণ সব অনুভূতির সন্নিবেশ ঘটেছে বইটিতে। কোথাও আনন্দ, কোথাও দুঃখ, কোথাও রয়েছে বন্ধুত্ব ও হাসির ফোয়ারা। পুরো উপন্যাসে আমেনা বেগমের চরিত্রটি দারুণ ছিলো। বর্ষা-তমালের সম্পর্ক,বর্ষা-নীলা,তমাল-অভির বন্ধুত্বপূর্ণ মিষ্টি কথোপকথন বইটিতে অন্য মাত্রা যোগ করলো। প্রতিটি চরিত্রই সুন্দর ভাবে সাজিয়েছেন। নানান অনুভুতির সংমিশ্রণে ডুবে ছিলাম বইটির মধ্যে। বইটি পড়া শেষ হলেও তার রেশ কাটেনি এখনো। সবচেয়ে ভালো লেগেছে এইজন্য যে হাজার বর্ষা রাত রোমান্টিক উপন্যাস হয়েও লেখিকা এমন কোনো শব্দ ব্যবহার করেন নি যা পড়ে অস্বস্তি লাগবে বা ছোট বড় কাউকে পড়তেও দিতে পারবো নাহ্। বইয়ের কোনো অংশ স্কিপ করে পড়তে হয় নি।তারজন্য লেখিকা আপাকে বিশেষ ধন্যবাদ। বইয়ের প্রচ্ছদ সুন্দর তবে পুরো উপন্যাসের গল্প, নাম অনুযায়ী প্রচ্ছদটি অন্য রকম হতে পারতো বলে মনে হয়েছে আমার। ✨ "মাঝে মাঝে শব্দদের কিছু সময়ের জন্য ছুটি দিতে হয়। তারা বড্ড বেশি কোলাহল করে!" চমৎকার একটি সন্ধ্যা কাটাতে বইটিই যথেষ্ট ❤️