User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘অকশান’ এক সাহসী ও ব্যতিক্রমধর্মী প্রেমের কাহিনি, যেখানে প্রেম শুধু হৃদয়ের অনুভব নয়, বরং এক আত্মদর্শনের পথ। উপন্যাসটি প্রেমকে এমন সব প্রেক্ষাপটে দাঁড় করিয়েছে—যেখানে রয়েছে সমাজের চোখে নিষিদ্ধ সম্পর্ক, গ্লানি, ত্যাগ আর মানসিক টানাপোড়েন। তবুও প্রেম তার অস্তিত্বের দাবিতে অনড় থাকে। লেখকের ভাষা যেমন বাস্তব, তেমনই তীক্ষ্ণ ও প্রাসঙ্গিক। চরিত্রগুলো কল্পনার জগতে নয়, বরং সমাজের গভীর স্তর থেকে উঠে আসা বাস্তব মানুষ। ‘অকশান’ পড়ে মনে হয়েছে, প্রেমের গভীরতা, প্রতিবন্ধকতা, এবং পূর্ণতার এই অনন্য চিত্রায়ন আমাদের বারবার ভাবতে বাধ্য করে—প্রেম কি সত্যিই সম্পর্কের গণ্ডিতে বাঁধা, নাকি তা এক চেতনার নাম? এই উপন্যাস নিঃসন্দেহে পাঠককে এক নতুন অভিজ্ঞতা দেয়, ভাবনার জগতে নাড়া দেয়, এবং প্রেমকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়।
Was this review helpful to you?
or
"অকশান"—এ কেবল কয়েকটা মানুষের গল্প নয়, এ যেন বুকের ভেতর জমে থাকা এক গভীর দীর্ঘশ্বাস, যা সময়ের কাঁটা পেরিয়েও থামতে চায় না। প্রেম এখানে কেবল দুটো শরীরের কাছাকাছি আসা নয়, বরং দুটো আলাদা স্রোতের মিশে যাওয়া, যেখানে ঢেউ ওঠে আবার ভাঙেও। দেখেন, জীবনটা তো একটা অকশন হাউজের মতো। প্রতিটা মুহূর্তে কিছু না কিছু উঠছে, নামছে। এই উপন্যাসে লেখক সেই অকশনের ভিড়ে দাঁড় করিয়েছেন এমন কয়েকজন মানুষকে, যাদের প্রেম সমাজের চোখে হয়তো বেমানান, যাদের সম্পর্কের দাম হাঁকা হয়েছে ভুল বাজারে। কিন্তু ভালোবাসা তো আর বাজারের দর মানে না, তাই না? ও তো নিজের খেয়ালে বয়, যেমন পোড়া জমিনেও হঠাৎ করে সবুজ ঘাস ফোঁটে। এখানে নিষিদ্ধতার কাঁটা বিছানো পথেও ফুল ফোটে, ত্যাগের আগুনেও পোড়া মন সোনা হয়ে ঝলমল করে। প্রেমিকার বুকের ভেতর চাপা কষ্টটা যেন জমাট বাঁধা কুয়াশা, যা স্মৃতির পাতায় পাতায় ভিড় করে আসে। অথচ পূর্ণতার সেই না-পাওয়া ইচ্ছেটা ভেতরে ভেতরে কুরে কুরে খায়। লেখক যেন প্রেমের এক অন্যরকম ঠিকানা খুঁজেছেন—যেখানে শরীর শেষ হলেও আত্মা বেঁচে থাকে, যেখানে অপূর্ণতাও এক ধরনের পূর্ণতা নিয়ে আসে। এই উপন্যাসের মানুষগুলো—যারা সমাজের চোখে দাগি, যাদের সম্পর্ক প্রশ্নের মুখে—তারা আসলে নিজেদের ভেতরের বিশ্বাসে, নিজেদের ভালোবাসার জোরে খাঁটি। আর ভাষার কথা যদি বলেন, কিছু শব্দ হয়তো কানে লাগবে, মনে হবে যেন সরাসরি জীবন থেকে তুলে আনা। কিন্তু সত্যি বলতে কী, জোর করে ভদ্রতা চাপিয়ে দিলে অনেক সময় আসল চেহারাটাই ঢাকা পড়ে যায়। প্রেম তো আর সব সময় মিষ্টি কথা বলে না, মাঝে মাঝে তেতো সত্যিও বলতে হয়। "অকশান" কোনো বানানো গল্প নয়। এ হলো সেইসব মানুষের প্রতিচ্ছবি, যারা রোজ লড়ছে—হয়তো নিজেদের ভালোবাসার জন্য, হয়তো একটুখানি স্বীকৃতির জন্য। এই উপন্যাস পড়তে পড়তে মনে হবে, এ তো আমার চারপাশেরই কারও না কারও কথা। আসলে, প্রেম এখানে শুধু একটা অনুভূতি নয়, একটা দর্শন। জীবনের সব না-পাওয়া, সব বেদনা, সব বাধা পেরিয়েও যে একটা অন্যরকম পূর্ণতা খুঁজে পাওয়া যায়, "অকশান" যেন সেই কথাই কানে কানে বলে যায়।"