User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
দি একমপ্লিস সকল পাঠকের কাছেই একটি পছন্দের তালিকার বই হবার দাবিদার। গল্পের শুরুতেই স্যান্ডম্যান নামক এক সিরিয়াল কিলারের সাথে পরিচয় করিয়ে দেয় লেখক, এমনকি তার সহধর্মিণী পর্যন্ত পৌঁছে যায় ফেডারেল পুলিশ। কিন্তু সকল নাটকীয়তা এখান থেকেই যেন শুরু। যেখানে স্যান্ডম্যান নিজেকে বাঁচানোর চেষ্টা করবার কথা বরং সে আরও কিছু মার্ডার তার তালিকায় যুক্ত করে যারা তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। অতঃপর গল্পে অবতীর্ণ হয় এডি ও তার ল টীমের যারা কিনা সন্দেহ পোষণ করে তার স্ত্রী আসলেই সিরিয়াল কিলিং এ জড়িত কিনা। তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নয়। কিন্তু এ সিদ্ধান্তই এডির কাছের মানুষের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়। এই কেসে জেতাই এডির কেরিয়ারের একমাত্র লক্ষ্য ছাড়া উপায় থাকে না। কিন্তু কিসের তাড়নায় এডির মত একজন বিচক্ষণ আইনজীবী কুখ্যাত সিরিয়াল কিলারের স্ত্রীকে বাঁচাতে নিজেকে জড়ায়? আসলেই তার স্ত্রী নির্দোষ নাকি সেও একজন খুনী? আর এডি কি শেষমেশ পেরেছিল তার অপরাধী নাকি নিরপরাধ ক্লায়েন্টকে বাঁচাতে? এসব উত্তর পেতে অপেক্ষা করতে হয় গল্পের শেষ অধ্যায় অবধি। এসবের ভেতরেও চলতে থাকে স্যান্ডম্যানের নির্মমতা ও পুলিশের সঙ্গে ইঁদুর বিড়াল খেলা। টানটান উত্তেজনার এই থ্রিলার আপনকে কল্পনায় নিয়ে যাবে নিউইয়র্ক, ম্যানহাটনের রাস্তায় মুখোমুখি করবে এক নির্দয় সিরিয়াল কিলারের সামনে । সব কিছুর উত্তর পেতে পাঠককে অপেক্ষা করতে হয় শেষ অধ্যায় পর্যন্ত। আইরিশ লেখকে স্টিভ কাভানার এই অনবদ্য সৃষ্টি যে কোন থ্রিলার প্রেমীর বুক লিস্টে থাকতে বাধ্য। বইটির ভয়ংকর সুন্দর প্রচ্ছদ বইটি তালিকায় রাখবার প্রেষণা জুগিয়েছিল শুরুতেই। কিন্তু বইটি শেষ করবার পর এর ক্লাইমেক্স সকল কিছুকেই ছাপিয়ে যাবে। পরিশেষে অনুবাদক ইশরাক অর্নবকেও ধন্যবাদ, এবারের বইমেলায় পাঠককে এরকম চমৎকার একটি বই তার অনবদ্য দক্ষতায় অনুবাদ করে হাজির করতে পেরেছেন। ? লেখক এবং অনুবাদক দুজনের মিশেলেই বইটি ৫ তারকার দাবিদার ?
Was this review helpful to you?
or
স্টিভ কাভানাহর থার্টিন পড়ার পর থেকেই খুঁজছিলাম এই সিরিজের আর কোনো অনুবাদ আসছে কিনা, ভাগ্যক্রমে বেশি অপেক্ষা করতে হয়নি, মিস্ট্রিবক্সেই পেয়ে গেছি। কেউ থার্টিন পড়ে না থাকলে এই বইটা আগে না ধরার অনুরোধ রইলো, নয়তো স্পয়লার পাবেন কিছু। অনুবাদ নিয়ে বলার কিছু নেই, বরাবরের মতই সুন্দর ঝরঝরে অনুবাদে বইটা একটানে পড়ে ফেলেছি। ছোটখাটো টুইস্ট এন্ড টার্নস দিয়ে শুরু হলেও শেষে যেন টুইস্টের ধুম পড়েছে। তুলনামূলকভাবে যদিও থার্টিনকেই আমি এগিয়ে রাখবো বেশি উপভোগ্য হওয়ার ক্ষেত্রে, হয়তো সেটা প্রথম পড়া বই বলেই। চিরকুটের প্রোডাকশন এর কল্যাণে বইটা আরাম করে ধরে পড়তে পেরেছি, এটাও একটা প্লাস পয়েন্ট।