User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সত্যিই বইটি অত্যন্ত চমৎকার!খুব সুন্দরভাবে ও সহজভাষায় লেখক অস্ট্রোফিজিক্স এর বেসিক বিষয়গুলো উল্লেখ করেছেন। বইটি পড়ে এই বিশাল রহস্যময় মহাবিশ্বকে জানার আগ্রহ আরো বেড়ে গেলো। এছাড়াও বইটির কোয়ালিটি অত্যন্ত ভালো।বইটি অনেক তথ্যমূলক ,অনেক গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ এখানে আছে।
Was this review helpful to you?
or
অনন্য, অসাধারণ। কিছু বলার নেই। আমি একজন এডমিশন ক্যান্ডিডেট। সাইন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। জ্ঞান বিজ্ঞানের সাথে কিছুটা হলেও পরিচয় আছে। পাশাপাশি নন একাডেমিক বই পড়াতেও কিছুটা অভ্যস্ত। অত্যন্ত চমৎকার ও সাবলীল উপস্থাপনা।আমার মনে হয় এর চেয়ে সহজভাবে আর কোনো বইয়ে পাওয়া যাবে না। বইটা পড়ে মনে হলো আমার সামনে একজন টিচার ঠাঁই দাঁড়িয়ে আমাকে হাতে কলমে গভীর কিছু বুঝিয়ে দিচ্ছেন আর আমি অবচেতন মনে আশ্চর্যযান্বিত হয়েই চলেছি বারবার। আমাকে দেখে মহাকাশের নক্ষত্রগুলো যেন হাসছে আর বারবার বলছে " কি এভাবে কি কখনো ভেবেছো? " সত্য কথা বলতে বইটা পড়তে পড়তে আমার মনে হয়েছে আমি পৃথিবীতে নেই আছি মহাকাশে। আর যা কিছু হচ্ছে তা মহাকাশ আর আমার মাঝে কথোপকথন। মহাকাশ তার গল্প বলছে আর আমি কৌতুহলী বাচ্চার ন্যায় সে গল্পের প্রতিটি পরতে বিস্মিত আর আবেগাপ্লুত হচ্ছি। বারবার উত্তর দিচ্ছি, " সত্যিই তো! এভাবে তো কখনো ভাবি নি " ধন্যবাদ স্যারকে, আমার জানার আগ্রহকে আরেক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য। সামনে আপনার এরকম আরও বইয়ের অপেক্ষায় রইলাম। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ( আপনার ছোট্ট এক ভক্ত)