User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শোধ উপন্যাসটা আমি সর্বপ্রথম পড়ি "প্রথম আলো ঈদসংখ্যা ২০২৪" এ। সেখানের সবগুলো উপন্যাসের মধ্যে এটাই আমার সবচেয়ে পছন্দের ছিল। এছাড়াও এই উপন্যাসের ছোট একটা পার্ট ছোট গল্প আকারে শিবব্রত বর্মনের ছোট গল্প সংকলন বানিয়ালুলু অথবা সুরাইয়াতে পড়েছিলাম, ঠিক মনে নেই। এরপরে ঈদসংখ্যায় পুরো উপন্যাসটা পড়ে চমকে যাই, সেই ছোট গল্পের অরিজিনাল কাহিনি আসলে এত বড় আর এত চমৎকার!!! প্লট: প্লটটা যদি আমি আমার মত করে বলি, কাহিনি শুরু দাবা নিয়ে। মূল চরিত্র আফসান চৌধুরী এবং ফিরোজ আহসান বেগ। একজন দাবা খেলেন শুধু আনন্দের জন্য, তো অপরজন খেলেন শুধু জেতার জন্য। সব খেলার মত দাবা খেলায়ও হার- জিত থাকে, কিন্তু আমাদের এই চরিত্র ফিরোজ আহসানের কাছে জয় একটা নেশার মত। সে পরাজয় সহ্য করতে পারেন না। দেশে বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সে জয়ী হয়েই ফিরে আসেন। তাই সে হারার পরেও বারবার আফসান চৌধুরীর কাছে দাবা খেলতে যান একবার জয়ের মুখ দেখার জন্য। এদিকে আফসান চৌধুরীর কথা হচ্ছে, প্রতিযোগিতার জন্য যে খেলা তাতে নিরবিচ্ছিন্ন আনন্দ থাকে না। তাই তিনি কখনো প্রতিযোগিতায় খেলতে যান না। ফিরোজ আহসান নাছোড়বান্দা, সে বারবার আফসান চৌধুরীর সাথে প্রতিযোগিতার জন্য খেলবে এবং জিততেই হবে এমন মনোভাব। খেলতে খেলতে একসময় তাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব থেকে খুব ভালো একটা সম্পর্কের সৃষ্টি হয়। আফসান চৌধুরী তাকে মনে মনে দাবা খেলা শেখান। এ এক অদ্ভুত সুন্দর ব্যপার। এমনকি আফসান চৌধুরী ক্লাসের মাঝেও চিরকুট আদান-প্রদানের মাধ্যমে মনে মনে ফিরোজ আহসানের সাথে খেলা চালিয়ে যেতে থাকেন। ওহ বলতে ভুলেই গিয়েছি, আফসান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। সম্পর্ক যতই ভালো হোক, এই দাবার জয়ের নেশাই ফিরোজের মধ্যে প্রতিহিংসার মনোভাব তৈরি করে এবং শুধুমাত্র জয়ের জন্যই ফিরোজ কতদূর পর্যন্ত যেতে পারে তা জানতে হলে পড়তে হবে উপন্যাসটি। এই দুইজন ছাড়াও আরো কিছু চরিত্র উপন্যাসে বেশ ভালো ভূমিকা রেখেছে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা হাবিবুল্লাহ, ফিরোজের প্রেমিকা রওশন, ফিরোজের মা এবং অন্যতম রহস্যময় চরিত্র ফিরোজের বাবা। পাঠ প্রতিক্রিয়া : গত বছর আমার পড়া অনেক বইয়ের মধ্যে অন্যতম পছন্দের উপন্যাস শিবব্রত বর্মন এর শোধ উপন্যাস। এটা পড়তে নিয়ে শেষ না করে উঠতে পারছিলাম না। টানটান উত্তেজনা। এক বসায় গোগ্রাসে গিলেছি এটি। যদিও এই উপন্যাসকে লেখক সমকালীন উপন্যাস বলেছেন,কিন্তু আমার কাছে মনে হয়েছে থ্রিলারের জনরায় হয়ত ফেলা যায় বা কাছাকাছি। আমার মত দাবা না বোঝা মানুষের কাছে যেহেতু এত ভালো লেগেছে, যারা বোঝে তাদের কাছে আরো বেশি ভালো লাগবে। অবশ্য এই উপন্যাস পড়ার জন্য দাবা বোঝার খুব একটা প্রয়োজন নেই। উপন্যাসের প্রথম লাইনই একজন পাঠকের মনোযোগ কাড়ার জন্য যথেষ্ট, "দাবা এক হিংস্র খেলা। যে বোঝে সে জানে"। লেখকের এই এক কথাতেই পুরো উপন্যাসের প্লট লুকিয়ে আছে। এই দাবা থেকে শেষ পর্যন্ত প্লট টুইস্ট আসলে যেদিকে গিয়েছে সেটা অবিশ্বাস্য। এছাড়াও আফসান চৌধুরী এবং ফিরোজ আহসান বেগের মধ্যকার সম্পর্ক, ফিরোজের মানসিক দ্বন্দ্ব লেখক এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ফিরোজের সাথে তার রহস্যময় বাবার কথোপকথনের মাধ্যমে ফিরোজের মানসিক অবস্থা তুলে ধরা বেশ প্রশংসনীয়। পরিস্থিতির চাপে পড়ে একজন সহজ সরল মানুষ কিভাবে অস্বাভাবিকভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে তা দেখা গিয়েছে আফসান চৌধুরীর মাধ্যমে। এই উপন্যাস হাইলি রেকোমেন্ডেড। না পড়লে বিশাল মিস।
Was this review helpful to you?
or
ডিফরেন্ট ন্যারেটিভে মুক্তিযুদ্ধের গল্প বলার ভঙ্গিটা ভালো লেগেছে। স্টোরিটেলিংয়ে থ্রিল এবং নিস্পৃহতার একটা ব্যালান্স ছিল, সুখপাঠ্য