User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ব্যাক্তিগত রিভিউ :- ২০২৫ বইমেলায় প্রকাশিত হয়েছে ফারহানা সিনথিয়ার এই রহস্য উপন্যাস কুহকিনী। নামটার সাথেই যেনো জড়িয়ে আছে রহস্য। পুরো বইতেই রয়েছে টানটান রহস্যে ভরপুর এবং লেখক খুবই দক্ষতার সাথে রহস্য এবং গল্প একই সাথে এগিয়ে নিয়ে গিয়েছেন। চরিত্র পরিচিত :- দৌলতুন্নেসা :- উপন্যাসের একজন প্রধান চরিত্র। তার কিছু কার্যকলাপের উপর নির্ভর করে পাল্টে গেছে কিছু মানুষের জীবনের ধারা। যেমন হবার কথা ছিলো না জীবন, তেমন জীবনকেই মেনে নিতে হয়েছে কিছু মানুষের। ফাতেমা কিংবা আফসানা :- রহস্যময় একটি চরিত্র। মূলত তাকে ঘিরেই এগিয়ে গেছে গল্প। অত্যন্ত বুদ্ধিমতী এক তরুনী যার করা প্রতিটা কাজের পেছনে রয়েছে এক একটা ভুলের শিক্ষা। পাঠক অনায়াসেই ধরতে পারবেন কোথাও না কোথাও একই রিপু তার নিজের মধ্যেও নেই তো? গল্পের আরো প্রধান কিছু চরিত্র রয়েছে তারাও নিজের জায়গা থেকে গল্পকে এগিয়ে নিয়ে গেছেন। "কুহকিনী " রহস্যধর্মী এক উপন্যাস। একজন মানুষের একসময় করা এক অন্যায়ের কারনে পাল্টে গেছে কয়েকটি জীবন। ঘটনার সাথে জড়িত কিছু মানুষ নিজেদের জীবনে এগিয়ে যেতে পারলেও সবকিছু ক্ষমা করে পাশ কাটিয়ে নিজের জীবনে এগোতে পারেনি এক তরুনী। পরবর্তী তে নিজের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে গিয়ে সে ফেঁসে যায় ভয়ংকর এক রিপু লোভ এর ফাঁদে। যা তাকে পরবর্তী তে কীভাবে পরিচালিত করেছে সে ঘটনা দক্ষতার সাথে লেখক বলে গেছেন। ফারহানা সিনথিয়া'র লেখা বরাবরই আমার পছন্দ তার শব্দ ব্যবহারে সাবলীলতার কারনে। পুরো বইটা পড়বার সময় একবারও মনে হয়নি গল্প একঘেয়ে হয়ে উঠছে। মোটামুটি বেশি বড়ো না হবার কারনে এক বসায় বইটি শেষ করা যাবে। ব্যক্তিগত ভাবে বইটার প্রচ্ছদ আমার ভীষণ ভালো লেগেছে।?