User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমি যখন বইটা পড়া শুরু করি, ভাবছিলাম—আবার সেই একই মোটিভেশনাল কথা হবে। কিন্তু কয়েক পাতা পড়ার পরই বুঝলাম, এটা আলাদা। এই বইটা যেন এক বড় ভাই আমার পাশে বসে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে—স্কলারশিপ আসলে কীভাবে পাওয়া যায়, কোথায় ভুল করছি, কীভাবে নিজেকে গুছাতে হবে। সবচেয়ে বাস্তব লাগলো যখন লেখক নিজেই নিজের ব্যর্থতা আর শেখা অভিজ্ঞতা শেয়ার করেছেন—এইচএসসি রেজাল্ট কেমন হলে কী বিকল্প পথ আছে, কোন ওয়েবসাইটে কোন সময় অ্যাপ্লাই করতে হয়, এমন স্পষ্টতা আগে পাইনি।
Was this review helpful to you?
or
I was planning to give my A Levels, and got to know about the UWC Program from the book. Fantastic advice -- and helped me start my Personal Essays. Thanks so much bhaiya :D Much appreciated :D
Was this review helpful to you?
or
প্রথমে বলে নিই—আমি এমন বই খুব কমই পড়েছি যেখানে এত বাস্তবধর্মী গাইডলাইন এত সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। সাদিদ ভাইয়ের লেখা “বিদেশ ফুল স্কলারশিপ নিয়ে পড়ার উপায়” বইটি পড়া শুরু করেছিলাম শুধুমাত্র জানার উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত পড়ে আমি সত্যিই মুগ্ধ। এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো গোছানো পরিকল্পনা আর বাস্তব অভিজ্ঞতার মিশেল। বইয়ের প্রতিটি অধ্যায়ে এমনভাবে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন একজন শিক্ষার্থী নিজের অবস্থান অনুযায়ী যেখান থেকে শুরু করবেন—সেখানেই নিজেকে খুঁজে পাবেন। স্কুল জীবন থেকেই কীভাবে প্রস্তুতি নিতে হবে, সেটা নিয়ে পরিপূর্ণ আলোচনা। লেখকের নিজের অভিজ্ঞতা এবং সফল শিক্ষার্থীদের গল্পগুলো খুব অনুপ্রেরণাদায়ক। SOP, CV, Professor Emailing—সবকিছু এত সিস্টেমেটিকভাবে ব্যাখ্যা করা হয়েছে যে একজন নতুন শিক্ষার্থীও বুঝতে পারবে। ভিসা, IELTS, ক্লাব অ্যাক্টিভিটি—সব কিছু এক বইতেই! ধারাবাহিকভাবে, বাস্তব উদাহরণসহ কিছু পেতে হলে এই বইয়ের মতো সহায়ক কিছু আমি আর পাইনি। এটা কেবল পড়ার বই নয়—এটা একটা একশন প্ল্যান।
Was this review helpful to you?
or
বইটি খুব বেশি তথ্যসমৃদ্ধ নয়—মোট পৃষ্ঠাসংখ্যা মাত্র ১৬৭, কিন্তু এর মূল্য ৪০০ টাকা, যা তুলনামূলকভাবে কিছুটা বেশি মনে হতে পারে। বইয়ের প্রায় সব তথ্যই অনলাইনে সহজলভ্য, এখানে কেবল সেগুলো গুছিয়ে এবং ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে। তবে, উচ্চশিক্ষা নিয়ে যার খুব একটা ধারণা নেই, বিশেষ করে যাঁরা একেবারে শুরু পর্যায়ে আছেন, তাঁদের জন্য বইটি সহায়ক হতে পারে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ ও প্রাসঙ্গিক ধারণা গঠনের ক্ষেত্রে এটি একটি নির্দেশক বা গাইডলাইন হিসেবে কাজ করবে।
Was this review helpful to you?
or
The best book on Study Abroad. Love the Masters and PhD chapter ❤️ Sadid Bhai, great book ❤️
Was this review helpful to you?
or
Dear Sadid sir, thank you for writing such a helpful book—it really cleared many of my doubts about studying abroad
Was this review helpful to you?
or
Onek helpful ekta boi -- onek gochano lekha, love it!
Was this review helpful to you?
or
Excellent book on Study Abroad with Scholarship!
Was this review helpful to you?
or
That's was amazing book ?, I love to read it and knowing the path of schooler ship. 100% recommend
Was this review helpful to you?
or
worst book...not much information included...very basic...Even 100 taka is a lot for this book. please don't buy. once you bought after you'll regret because there is no replace or refund policy in rokomari. All the reviews you see are reviews of buying with money.
Was this review helpful to you?
or
বিদেশে পড়তে যাওয়ার জন্য অনেক ইনফরমেশন গোছালো ভাবে দেওয়া
Was this review helpful to you?
or
This is truly a great book that will be very helpful for those who dream of studying abroad.
Was this review helpful to you?
or
Good for study abroad information.