User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এমন একটা সময় যখন ইংরেজ রাজ একদিকে মাহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলন অন্যদিকে নানা সশস্ত্র বিপ্লবী দলের আঘাতে নাস্তানাবুদ। ভারত উপমহাদেশে ইংরেজ সূর্য অস্তমিত প্রায়৷ এই পটভূমিতে লেখা রহস্য উপন্যাস 'পশ্চিমের শেষ সূর্য '। লেখকের কল্পনায় গড়ে উঠেছে বাঙালি অধ্যুষিত বিহারের প্রত্যন্ত অঞ্চলে এক শহর 'নিজগড়'৷ ঘন অরন্য, নদী-পাহাড় নিয়ে গড়ে উঠা মনোরম এস্থানে হাওয়াবদলে আসেন অনেকেই৷ পাশাপাশি এর পাহাড়ে মূল্যবান রত্নের খোঁজে প্রতিষ্ঠা হয় 'ব্রিটিশ জেমস্টোন কোম্পানি'। আপাতদৃষ্টিতে শান্তশিষ্ট এই শহরটিতে যেনো হঠাৎ করে শনি ভর করেছে। খুন হয়েছে খনির পাহারাদার, ম্যানেজার আর এক স্থানীয় আদিবাসী বিপ্লবী। আবার অন্যদিকে বন্যাবিধ্বস্ত হয়ে সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নিজগড়। এদিকে শাস্তিমূলক বদলিতে শহরে এসেছে নতুন দারোগা মাহবুব। এইসব খুনের ভার সামলাতে গিয়ে নিজেই খুন হতে বসেছে সে৷ বহুমুখী চাপের মধ্যে দিয়ে সমাধা করতে হবে এই তদন্ত। লেখকের প্রায় সকল লেখা সম্পর্কে ওয়াকিবহাল থাকার কারনে এই লেখাটি একটু ভিন্নরকম লাগলো। উনার পেপারওয়ার্ক আমাকে বারবার মুগ্ধ করে। এই বইয়ের পেছনেও যথেষ্ট পরিশ্রম নজর কাড়ে। তিনি একটি নির্দিষ্ট পরিমণ্ডলে লিখতে পছন্দ করেন যাতে তাঁর লেখার সাথে কাহিনী দারুণভাবে মিশে যায়। তাঁর নতুন এ উপন্যাসটিতে তিনি নিজস্ব পরিমণ্ডল থেকে বের হয়েছে। ডানা মেলেছেন কল্পনায়। আমাদের নিয়ে গেছেন প্রায় ১০০বছর আগের এক পরিবেশে। বুনো অঞ্চলের প্রতিবন্ধকতা,রাজনীতি, হত্যারহস্য মিলে ভিন্নধর্মী এক স্বাদ। পদে পদে এ্যাকশন নেই,লোমহর্ষক বর্ণনা নেই। এ গল্প তৎকালীন পুলিশি তদন্তের নিখাঁদ ক্লাসিক গল্প৷ গল্পের শুরুটা যেমন হয়েছিলো আশা করেছিলাম গল্পের বিস্তর ডালপালা মেলবে৷ সাবেকী ঘরনার পুলিশি তদন্তের অংশটি আরেকটু টানটান হবে। সবকিছু কেমন জানি খু্ব দ্রুত মিলে গেছে। এমন গল্প আরো সময় নিয়ে বিস্তার ও সম্পাদনার দাবি রাখে৷ নিয়াজ মেহেদী ভাইয়ের লেখা হিসাবে বলতে পারি এই গল্পটায় আরো উন্নতির জায়গা ছিলো। এছাড়া বলতে পারি এ গল্পপাঠে বেশ ভালো একটা সময় কেটে যাবে আপনার। বই: পশ্চিমের শেষ সূর্য লেখক: নিয়াজ মেহেদী প্রকাশনী: অবসর