User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
? ইসলামিজম ✒️ খালেদ এইচ আরমান নাম দেখে ধর্মীয় বই মনে হবে। আবার রাজনৈতিক বই বললে ভুল হবে না। বরং ধর্মীয় রাজনৈতিক বই বললে যথার্থ হয়। এই বইয়ের মূল আলোচনার বিষয় ইসলামের রাজনৈতিক দর্শন। আমাদের দেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ধর্ম আর রাজনীতি আলাদা করে দেখেন। একদল আরেক দলকে ধর্ম নিয়ে রাজনীতি করে বলে ট্যাগ দেয়। ধর্ম আর রাজনীতি কি আলাদা? ধর্মীয় রাজনীতি বুঝাতে এখানে লেখক আইন্সটাইনের উক্তি টানেন। তিনি বলেছেন, "যারা ধর্ম আর রাজনীতির সংমিশ্রণে বিশ্বাস করে না, তারা আসলে ২টার কোনটাই বুঝেনি" যাইহোক লেখক এখানে বিস্তারিত বর্ননা দিয়েছেন কেন ধর্মভিত্তিক রাজনীতি করা উচিত। তিনি এখানে পশ্চিমাদের সমালোচনা করেছেন, সারা বিশ্বে পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নীতিগুলোর মোকাবেলায় কেন ইসলামি রাজনীতি মানবজাতিকে ইনসাফ দিতে পারে বুঝাতে চেষ্টা করেছেন। তিনি এখানে একটা ইসলামিক দল গঠন থেকে শুরু করে লক্ষ্য উদ্দেশ্য কেমন হওয়া উচিত বিস্তারিত আলোচনা করেছেন। একটা ইসলামিক দল ক্ষমতায় গিয়ে কিভাবে পশ্চিমা অপসংস্কৃতি সংস্কার করবেন আলোচনা করেছেন। তিনি এখানে একনায়কতন্ত্রের বিরোধিতা করেছেন। ইসলামি খেলায়েত বলে পরিচিত ইরান ও আফগানিস্তানের শাসন ব্যাবস্থার সমালোচনা করেছেন। বর্তমানে প্রচলিত কিছু খেলাফত আন্দোলনে কেন নবুয়তি আদলে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না বুঝানোর চেষ্টা করেছেন। খেলাফতের যুগের কিছু উদাহরণ টানেন। শেষে খলিফা উমর (রা) র একটি ঘটনা দিয়ে শেষ করেন। এখানে কিছু কথা আমার নিজেরও মানতে কষ্ট হয়। কিন্তু কথাগুলো আসলেই সত্যি খোজ নিলে জানতে পারবেন। যারা পড়বেন অবশ্যই নিরপেক্ষ মনমানসিকতা নিয়েই পড়তে বসবেন।