User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই:দীপালি লেখিকা:ফারহানা ইয়াসমিন প্রকাশনা:নবকথন প্রচন্ড গরমে খানিকটা হিট স্ট্রোকের মতো অবস্থায় রোযা ভাঙার পর অসম্ভব মন খারাপ থেকে ফুরফুরা মনে পরিণত করতে পারার ক্ষমতা শুধুমাত্র একটি ভালো বইয়ের।আজকে যে বই নিয়ে আলোচনা তা একাধারে রহস্যে আবৃত আরেকদিকে রোমান্সে টইটুম্বুর।রহস্যে মোঁড়া বইটির পাতায় পাতায় ছিলো চমক,বুক ঢিপঢিপ করা অনুভূতি কিন্তু রোমান্সের তীব্র আনন্দ। গল্প শুরু হয় প্রফেসর বাবার বিলেত ফেরত পুত্রটিকে আনতে দীপু নামক ড্রাইভারের এয়ার্পোট এরাইভ্যাল লাউঞ্জে গমনে।যেই ড্রাইভারটি ছিলো এক অদৃশ্য মানব সেই বিকেলবেলা হয়ে উঠলো অনিন্দ্য সুন্দরী একজন মানবী দীপালিতে।বিলেত ফেরত পুত্র হন্য হলেন,দীপু আর দীপালির মাঝের রহস্য উদঘাটনে!অপরিসীম কৌতুহল নিয়ে যাত্রা শুরু হলেও হৃদয়ের আহবান কি উপেক্ষা করতে পারবে দুজন? সমাজে বসবাসকারী মানুষ হিসেবে দেশ ও সমাজে প্রতিনিয়ত বয়ে চলা নানা রকম পরিবর্তন আমাদের জীবনকে আলোড়িত করলেও তা হৃদয়ে হয়তো ছাপ ফেলতে পারে না।কিন্তু একজন সৃষ্টিশীল মানুষের দৃষ্টি আর দশজন মানুষের চেয়ে ভিন্ন হয়।তাই তো তাদের সৃষ্টিকর্মে পট পরিবর্তনের পালা বদল ফুটে ওঠে। এর নিদর্শন কখনো বা পাওয়া যায় রেঁনেসা যুগের লিওনার্দো,বত্তিচেল্লির শিল্পকর্মে কখনো বা জুলাইয়ের অভ্যুত্থানের ম্যুরাল প্রতিকৃতিতে।লেখকের হাতে আছে মসী যার সঠিক ব্যবহারে সে সময়কে ধারণ করে আপন লেখায়।কালোত্তীর্ণ করে মানব সমাজের নানা ঘাত প্রতিঘাতের চিত্রকে যেমন করেছিলো Harriet Beecher stowe তার বিখ্যাত আফ্রিকান আমেরিকান দাসপ্রথা নিয়ে লিখিত উপন্যাস Uncle tom's cabin এ।তেমনি এ উপন্যাসের প্রেক্ষাপট রচিত হয়েছে আমাদের দেশের পাঠ্যবইয়ে LGBTQ কে নিয়ে যে বিতর্কিত আলোচনার জন্ম হয়েছিলো তাই নিয়ে। রংধনু আলোকে যারা নিজেদের আলোকিত দাবি করে তারা কি জানে এ মুভমেন্টের পেছনে কত স্বার্থ লুকায়িত? লিঙ্গ নিয়ে যে এক অবান্তর প্রশ্ন উত্থাপন করে প্রকৃতিকেই মানুষ ক্রমাগত বুড়ো আঙুল দেখিয়ে চলেছে, তারা কি জানে প্রকৃতি নিজের বিরুধাচরণকে প্রশ্রয় দেয় না।তৃতীয় লিঙ্গের মানুষের নিজের জীবন নিয়ে অস্তিত্বের সংকটে পড়তে হয় তার জন্য আমি অনুকম্পা বোধ করলেও তাদের দিয়ে যে চাঁদাবাজি,মাদক চালান,অবৈধ যৌন ব্যবসা সহ নানাবিধ অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার দরুণ এই মুভমেন্ট এক ধরনের প্রহসন বৈ আর কিছুই নয়। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের নিজের জীবনে নিজের ইচ্ছাধীন বাঁচার স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা যদি স্বেচ্ছাচারিতায় পরিণত হয় আর সমাজের দশজনের ক্ষতির কারণ হয় তবে সেই স্বাধীনতার চেয়ে পরাধীনতার শৃঙ্খলই শ্রেয়।বিভিন্ন এন.জি.ও এবং সেবামূলক কার্যক্রম সৎ ও শুভ নিয়ত থেকে শুরু হলেও দুর্জনের সাহচর্যে তা শয়তানের ডেরায় পরিণত হয়। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের আমিত্ব নিয়ে যাদের প্রশ্ন তাদের উচিৎ নিজের অস্তিত্ব নিয়ে অনুসন্ধান করা।সেক্স অরিয়েন্টেশান বা লিঙ্গের প্রতি দ্বিধা সবের উত্তর নিজের ভেতরই পাওয়া সম্ভব যার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান ও শুদ্ধ আত্বচর্চার।এই গল্পে চমৎকারভাবে লেখিকা সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে কোনো একক লিঙ্গের নয় বরং নারী পুরুষ যে কোনো ব্যাক্তিরই হতে পারে তা গল্পের চরিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন।এ ধরনের ব্যাক্তির প্রয়োজন প্রপার কাউন্সিলিং,মানসিক ও শারিরীক বিশ্রাম ও সেবার।সেক্সুয়াল হেরেজমেন্টকে ট্যাবু না বানিয়ে এর থেকে ভিক্টিমকে বের করে নিয়ে আসার জন্য প্রয়োজন সবার সদইচ্ছার। গল্পটি পড়তে গিয়ে মজার একটি বিষয় লক্ষ্য করেছি গল্পের জবানী গল্পের নায়ক বা পুরুষ চরিত্রের কিন্তু গল্পের লেখিকা একজন নারী।তাই পাঠক পড়তে গিয়ে একজন পুরুষের মধ্যে যে Feminist mindset তা যেমন লক্ষ্য করে তেমনি দীপালির মধ্যে নিজের দৃঢ় স্থির,ঋজু ব্যাক্তিত্বের male mindset লক্ষ্য করি।এ যেন সেই লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসার মাঝেই নিজের স্ত্রী রূপটির অনুসন্ধান বা পুরুষ ও প্রকৃতির এক অমেঘ মিল বন্ধন। বর্তমান সময়ে নিউ ওয়ার্ল্ড অর্ডারে যেখানে প্রতিনিয়ত নতুনত্বের সন্ধানে মানুষ নিজেকে বিভাজিত করছে,প্রকৃতিকে প্রশ্নবিদ্ধ করছে এই বইটি সেই সময়ে দারুণ এক ভূমিকা রাখবে।
Was this review helpful to you?
or
just wow
Was this review helpful to you?
or
অবসরে পড়ার মতো দুর্দান্ত একটি রোমান্স থ্রিলার, যেখানে পারিবারিক দোটানা এর সাথে ব্যক্তিজীবনের সসীমতা নিয়েও লিখা হয়েছে
Was this review helpful to you?
or
দীপালি এই বইটা হাতে নিলে এক বাসায় শেষ না করে কেউ উঠতেই পারবেনা। বইটাতে এত এত রহস্য ভরপুর। রহস্য বেদ করার আগ পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। আমি এক বাসায় বইটি শেষ করেছি। কখন যে ভোর পাঁচটা বেজে গেছে টেরই পাইনি ?