User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সোজা পথে চলাচলে বাধাই বাঁকা পথ অন্বেষণের ইনস্পারেশন! যেমন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। আমাদের সমাজ কিংবা রাষ্ট্রও একই সূত্রে গাঁথা! শাসক গোষ্ঠী যখন অন্ধ, বধির কিংবা উন্মাদ হতে হতে এক সময় হায়েনায় পরিণত হয়, তখন সমাজের একটি বিশাল অংশ দিনে দিনে হতে থাকে বিকলাঙ্গ, বোবা কিংবা বুদ্ধিপ্রতিবন্দী অথবা চাটুকার। ঠিক সেই সময় সোজা কথা হয়ে যায় বাঁকা কথা। সত্য হয়ে যায় মিথ্যার মতো। মিথ্যাকেই মনে হয় অপরিহার্য। অনিয়মকেই মনে হয় নিয়ম। অস্থিরতাকেই মনে হয় শান্ত-সুস্থির।ভালো মানুষকে মনে হয় গর্দভ আর জ্ঞানীকে মনে হয় রামছাগল। এইরকম একটা ফাউল সময়ে মত প্রকাশের একমাত্র উপযুক্ত, অবশিষ্ট মাধ্যম — স্যাটায়ার। ‘আস্তে কও’ তেমনই একটি ঝাঁঝালো উচ্চারণ! যেখানে সমাজ, রাষ্ট্র, শাসক, শোষকের দমন পীড়নকে ব্যাঙ্গ বিদ্রুপের ছলে করা হয়েছে উন্নতমানের চপেটাঘাত। কৌশলে ধারণ করা হয়েছে সময়ের অসঙ্গতির হিডেন স্ন্যাপশট। এই কাজটি দৃশ্যত যতোটা সরল, বস্তুত ততটাই আত্মঘাতী।
Was this review helpful to you?
or
Super
Was this review helpful to you?
or
❤️