User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুন্দর ও দরকারী বই
Was this review helpful to you?
or
অসাধারণ, একটি বই। তিতুমির একজন সত্যিকার বীর সিপাহ সালাহ ছিল।
Was this review helpful to you?
or
কোন সংগ্রামী জাতি তার ইতিহাস বিস্মৃত থাকতে পারেনা। কারণ সমৃদ্ধ সংগ্রামী ইতিহাস হয় তার প্রাণশক্তি, পথ চলার অনুপ্রেরণা। বাঙলার ইতিহাসে সাইয়েদ নিসার আলী তিতুমীর ছিলেন এমন এক বীরপুরুষ যিনি অত্যাচারী হিন্দু জমিদার ও ইংরেজদের জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাত বরণ করেন। কিন্তু দুঃখের বিষয় জাতি হিসেবে আমরা এই মহাপুরুষের সংগ্রামী জীবন সম্পর্কে উদাসীন। তার জীবনীর যতটুকু চর্চা হয় তাও হয় ইংরেজদের বিকৃত ইতিহাস থেকে। বইটিতে তিতুমীরের জন্ম, বংশপরিচয় থেকে শুরু করে তার শিক্ষা-দীক্ষা, সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভীর সাথে তাঁর সাক্ষাৎ, ধর্মীয় সংস্কার আন্দোলন, হিন্দু জমিদারদের সাথে তাঁর বিরোধ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে তার জিহাদ সবই উঠে এসেছে। পাশাপাশি লেখক তৎকালীন সমাজের শোষণ নিপীড়নের চিত্র তুলে ধরেন। পরবর্তী প্রজন্মের মনে ঘৃণা সৃষ্টি করার প্রয়াসে ইংরেজ লেখকেরা তিতুমীরের যে বিকৃত ইতিহাস রচনা করেছে, লেখক সেটাও তুলে ধরে সঠিক ইতিহাস বর্ণনা করেন। বইয়ের শেষে লেখক তিতুমীরের সম্পূর্ণ জীবনী "এক নজরে" তুলে ধরেন। এই বইটি নিছক কোন গল্প নয়, ইতিহাস আশ্রিত কোন উপন্যাসও নয়। এটি গল্পে আঁকা সাইয়েদ নিসার আলীর জীবনী, যা পাঠককে নিয়ে যাবে উনিশ শতকের এক মহেন্দ্রক্ষণে। যেখানে ঈমানী প্রাণশক্তিতে ভরপুর এক বীরপুরুষ বাঁশের তৈরি কেল্লা দিয়ে জালিমের রিরুদ্ধে রুখে দাঁড়ান। নিশ্চিত মৃত্যু জেনেও শাহাদাতের নেশায় আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত ও সমরাস্ত্র সজ্জিত ইংরেজ সেনাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেন। ১৮৩১ সালের এই নভেম্বর মাসের ১৯ তারিখে শাহাদাত বরণ করেন। রহীমাহুল্লাহ। এই যুদ্ধ সম্পর্কে ইংরেজ সেনাপতি মেজর স্কট আফসোসের সাথে মন্তব্য করেন, "এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি ঠিকই, কিন্তু প্রাণ হারিয়েছেন একজন ধর্মপ্রাণ, দেশপ্রেমিক মহাপুরুষ"। জুলুম ও জালিমের বিরুদ্ধে নিরাপোষ ভূমিকা পালনকারী এই সংগ্রামী সাধকের জীবন থেকে যুবসমাজের অনেক কিছুই শিখার আছে।