User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো লাগলো বইটা পড়ে। অসাধারন।
Was this review helpful to you?
or
কাহিনী টা অনেক সুন্দর। প্রেক্ষাপটও ভালো।
Was this review helpful to you?
or
ভাল
Was this review helpful to you?
or
Not Bad.
Was this review helpful to you?
or
DONE
Was this review helpful to you?
or
গল্পটা মোটামুটি ভালো
Was this review helpful to you?
or
উপন্যাস টা ভালো ই ছিলো কিন্তু লেখার মাঝে কোথাও কোথাও ভাষাটা বেশিই অশালীন মনে হয়েছে।
Was this review helpful to you?
or
আলহামদুল্লিলাহ খুব দ্রুত বইটি ডেলিভারি পেলাম এবং কিছু অংশ পড়ে খুব ভালো লাগলো।
Was this review helpful to you?
or
‘খাফসার’ বইটি সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা দিয়েছে। প্রাচীন পারস্যের ইতিহাস ও ঐতিহ্য গুলো এত চমৎকার করে তুলে এনেছেন কথাসাহিত্যিক আহমেদ ফারুক। বইটি আমার অসংখ্য ভালো লেগেছে। আমার বিশ্বাস বইটি আপনাদেরও ভালো লাগবে। ছোট্ট একটু সামারি যদি করা যায় তাহলে বুঝা যাবে— ‘খাফসার’- এই উপন্যাসের নাম এসেছে প্রাচীন পারস্যের দর্শন থেকে, যেখানে খাফসার হলো সেই বিধ্বংসী শক্তি, যা সমাজ, চিন্তা এবং নৈতিকতার ক্ষতিসাধন করে। এটি কখনো দুশমন শত্রু, কখনো অন্ধনিষ্ঠ এক ভয়ানক অস্তিত্ব। নরকে একশ্রেণির ভয়ঙ্কর দানবের বাস, যারা পাপীদের আত্মা কামড়ে কামড়ে খায়। এদেরই বলে খাফসার। কিন্তু নরকেই নয়, মানুষের সমাজেও এদের অস্তিত্ব বিদ্যমান। মিথ্যা আর জুলুমের জীবনে কেটে দেয় এই বইয়ের খাফসারদের বিরুদ্ধে লড়াই। এখানে তাদের যাত্রা শুধু ব্যক্তি সংগ্রাম নয়, বরং বৃহত্তর এক সত্যের সন্ধান... মনো করি, প্রেমিকদের জন্য চমৎকার উপন্যাস লিখেছেন @ ভাইয়া। বইটি রকমারিতে অসাধারণ একটি উপন্যাস আজই অর্ডার করুন…
Was this review helpful to you?
or
ভালো একটি বই।
Was this review helpful to you?
or
It is an Asmani Kitab! Even Better than that!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ গতকাল বইটি হাতে পেয়েছি। দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ রকমারিকে। খ্রাফস্তার’ বইটি সত্যই এক অনবদ্য বই।
Was this review helpful to you?
or
বইটি হাতে পেয়েছি গতকাল।বইয়ের প্রচ্ছদ কোয়ালিটি সবই সুন্দর। গল্পটিও ভিন্ন ধাঁচের ??রকমারিতে কেনা কাটায় এই পর্যন্ত কিছু সবই ভালো পেয়েছি
Was this review helpful to you?
or
It is very nice book to read..
Was this review helpful to you?
or
' খ্রাফস্তার ' উপন্যাসটি নামের দিক থেকে অনন্য। ঠিক তেমনি বাংলা সাহিত্যের এক অনবদ্য সংযোজন। ( Now,I'm just waiting for gift)
Was this review helpful to you?
or
খুব তাড়াতাড়ি রকমারি থেকে এই বইটি পেয়ে গেলাম কিন্তু পুরস্কার নিতে পারলাম না। মনে হয় বইটি পড়ে ভালো লাগবে
Was this review helpful to you?
or
বইয়ের প্রথম অংশ ভালো না লাগলেও শেষের অংশে অনেক সুন্দর করে লিখেছেন। বইটির প্রথম দিকের কাহিনী অনেকটা সন্ধেহান দিকের দিকে চলেছি
Was this review helpful to you?
or
উপন্যাসটি মোটামুটি ভালোই ছিল??
Was this review helpful to you?
or
খ্রাফস্তার সত্যি অসাধারণ একটি গল্প। এটা পড়ে খুব ভালো লাগছে। নামটি যেমন ভিন্ন গল্পটাও ভিন্ন। ধন্যবাদ লেখক এবং ধন্যবাদ রকমারিকে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ গতকাল বইটি হাতে পেয়েছি। দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ রকমারিকে। বইয়ের প্রচ্ছদটি দারুণ এবং ভিতরের পেজগুলো উন্নতমানের।
Was this review helpful to you?
or
খ্রাফস্তার' অভিন্ন জগতের ভালবাসার দিনলিপি
Was this review helpful to you?
or
অত্যন্ত ভালোলাগা একটি বই। ভিন্ন একটা গল্প। সবচেয়ে ভালো লেগেছে গল্পের প্রেক্ষাপট। এ জাতীয় প্রেক্ষাপটের গল্প সচরাচর হয় না। বইয়ের নামটা ভিন্ন। তবে আরো সহজ নাম আশা করি।
Was this review helpful to you?
or
আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আহমেদ ফারুকের লেখা চমৎকার একটি উপন্যাস 'খ্রাফস্তার'।' নামটা কেমন বিদ্ঘুটে, তাইনা! মজার বিষয় হলো, অনেক পাঠক বইটির নাম দেখেও কেনার আগ্রহী প্রকাশ করেছেন। অনেকেই 'খ্রাফস্তার' সম্পর্কে জানতে চেয়েছেন, খ্রাফস্তার হলো একটি অপশক্তি, যা সমাজ,চিন্তা এবং নৈতিকতার ক্ষতি করে থাকে। আমরা উপন্যাসের প্রেমিকা চরিত্র জুনার কথা থেকে জানতে পারি। জুনা মিথকে বলছে, " জানো, নরকে এক ধরণের পৈশাচিক ক্ষতিকারক প্রাণী থাকবে, যারা পাপীদের আত্মা কামড়ে কামড়ে খাবে এদের বলে খ্রাফস্তার।" বইটা এক বসাতে পড়ে শেষ করলাম। রেটিং ১০ এর ৮।
Was this review helpful to you?
or
গত কাল সন্ধ্যায় বই হাতে এসে পৌঁছেছে। প্রথম প্রথম কিছুটা অশালীন মনে হচ্ছিল এবং খুব বাজে ভাষা ব্যবহার করা হয়েছে।৪০ পৃষ্ঠার ভিতরেই এমনটা হয়েছে। আর বইয়ের ইন্ডিংনটা খুবই দুর্দান্ত । ভালোবাসা ,ক্রোধ ,আক্ষেপ বিদ্রোহ সব মিশে একটা কিছু হয়েছে। সর্বশেষ ভালো একটি বই। আশা করি আপনারও ভালো লাগবে। বইটি কিনতে পারেন ।যদি ভাগ্যে থাকে হতে পারে এক লক্ষ টাকার বইও পেয়ে যেতে পারেন। আর যদি না পান তাহলে বই পড়াও তো ফায়দা থেকে খালি নয়।
Was this review helpful to you?
or
দারুন একটা বই। নাম এ ভিন্নতা আছে।
Was this review helpful to you?
or
‘খ্রাফস্তার’ বইটি সত্যই এক অনবদ্য অভিজ্ঞতা দিয়েছে। প্রাচীন পারস্যের ইতিহাস ও ঐতিহ্য গুলো এতো চমৎকার করে তুলে এনেছেন কথাসাহিত্যিক আহমেদ ফারুক। বইটি আমার অসম্ভব ভালো লেগেছে। আমার বিশ্বাস বইটি আপনাদের ও ভালো লাগবে। ছোট্ট একটু সামারি যদি করা যায় তাহলেই বুঝাযাবে- ‘খ্রাফস্তার’- এই উপন্যাসের নাম এসেছে প্রাচীন পারস্যের দর্শন থেকে, যেখানে খ্রাফস্তার হলো সেই বিদ্ধংসী শক্তি, যা সমাজ, চিন্তা এবং নৈতিকতার ক্ষতিসাধন করে। এটি কখনো দৃশ্যমান শত্রু, কখনো অন্তর্নিহিত এক ভয়ানক অস্তিত্ব। নরকে একশ্রেণীর ভয়ংকর দানবের বাস, যারা পাপীদের আত্মা কামড়ে কামড়ে খায়। এদেরই বলে খ্রাফস্তার। কিন্তু নরকেই নয়, মানুষের সমাজেও এদের অস্তিত্ব বিদ্যমান। মিথ আর জুনার জীবন কেটেছে এই ভয়ানক খ্রাফস্তারদের বিরুদ্ধে লড়াই করে। এখানে তাদের যাত্রা শুধু মাত্র ব্যক্তিগত সংগ্রাম নয়, বরং বৃহত্তর এক সত্যের সন্ধান… এমনি একটি প্রেক্ষাপট নিয়ে এই চমৎকার উপন্যাসটি লিখেছেন প্রিয় @ ভাইয়া বইটি রকমারি.কম অসাধারণ একটি উপন্যাস আজই অর্ডার করুন…
Was this review helpful to you?
or
বাইকের লোভ দেখায় মানুষকে দিয়ে বই কেনানো হচ্ছে!! কি দিন আসছে!! এই সবকিছু একধরনের মার্কেটিং স্ট্র্যাটিজি ছাড়া কিছুই নয়!!
Was this review helpful to you?
or
অর্ডার করার মাত্র সাড়ে ৮ ঘণ্টার মধ্যেই ডেলিভারি পেয়েছি, এখন দেখি পুরষ্কার কিছু জোটে কি না! সেই অপেক্ষায়ই আছি...