User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমার মতে বাংলাদেশের সেরা বইগুলার মধ্যে একটি । লেখক যথেষ্ট জ্ঞানী ও প্রজ্ঞাবান। বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে এই বইটা থাকা দরকার ও পড়া দরকার এবং জানা দরকার। শত শত বছরের মুসলমানদের বিরুদ্ধে শত শত ষরযন্ত্র হচ্ছে । তাদেরকে তাদের ইসলামিক ইতিহাস ভুলিয়ে দেয়ার ষরযন্ত্র হচ্ছে । তাদেরকে যতসব উদ্ভট বানোয়াট যুক্তি দেয়া হচ্ছে । যে মুসলমান তার অতিত ইতিহাস সম্পর্কে অজ্ঞ তার মুখ থেকে এমন সব মুসলিম ও ইসলাম বিরোধী কথা বেরুবে যেসব কথা একজন অমুসলিম বলার আগে সাতপাচ ভাববে । যে জাতির আত্ম অহংকার নাই,আত্মসম্মান নাই, সে জোর করে কারও থেকে সম্মান আদায় করতে পারবেনা, স্বাথ আদায় করার মত মানসিক সাহস পাবেনা এবং যোগ্যতা তার কমতি থাকবে । জাতি হিসেবে তারা কোনদিন সফল হতে পারবেনা ।ওই জাতি অনাচার দুর্নীতিগ্রস্থ হয়ে পরবে শয়তানের প্ররচনায় । অযোগ্য ও মিথ্যাবাদি দালালেরা ক্ষমতায় আসবে । আল্লাহর রহমত সে জাতির উপর থেকে উঠে যাবে । ওই জাতি আস্তাকুরে পরবে । ইসলামি বই কোরআন শরীফ পড়লে যেমন তাকওয়া বৃদ্ধি পাবে তেমনি ইসলামি ইতিহাস পড়লে জাতি ও ধর্মের প্রতি একটি বিশেষ সম্মান ও দায়িত্ববোধ জাগবে । এই বই পড়লে জানা যাবে অনেক ষরযন্ত্র হইসে মুসলমানদের সাথে যুগে যুগে এবং ভবিষতেও হবে নিজেরা উদ্যেগি না হলে আল্লাহ সাহায্য করবেনা । লেখকের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো । এরকম বই আরও দরকার বাংলাদেশে ।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Rokomari delivers it service properly as I have seen till now.
Was this review helpful to you?
or
Hmm
Was this review helpful to you?
or
Very nice Very nice and good books thanks Rokomary
Was this review helpful to you?
or
very important book
Was this review helpful to you?
or
বেশি কিছু বলবো না।শুধু বলবো শুধু বাংলার নয় ভারতবর্ষের সব মুসলিমের উচিত একবার হলেও বইটি পড়ে প্রকৃত অবস্থা উপলব্ধি করা।এটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা উচিত।
Was this review helpful to you?
or
ইতিহাস একটা জাতির মধ্যে জীবনীশক্তি সঞ্চার করে। কোন জাতিকে ধ্বংস করতে হলে তার অতীত ইতিহাস ভুলিয়ে দিতে হবে অথবা বিকৃত করে পেশ করতে হবে। একজন তথাকথিত মুসমলমান যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা লাভের সুযোগ না পায় এবং তার জাতির অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকে, তাহলে তার মুখ থেকে এমন সব মুসলিম ও ইসলাম বিরোধী কথা বেরুবে যেসব কথা একজন অমুসলমান মুখ থেকে বের করতে অনেক সাতপাঁচ ভাববে। এ ধরনের হস্তীমূর্খ মুসলমানের সংখ্যা ক্রমশঃ বাড়ছে এবং মুসলমানদের জাতশত্রুগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে।মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষা করতে হলে তাদের সঠিক অতীত ইতিহাসের সাথে ইসলামেরও সঠিক জ্ঞান ও ধারণা নতুন প্রজন্ম ইতিহাস জানা অপরিহার্য। বাংলার মুসলমানদের ইতিহাসে আছে এক সোনালি পর্ব। যা সকলের জানতে হবে। এদিক থেকে এই বইটি নির্ভর যোগ্য হিসাবে পরিগণিত হবে।