User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সমাজের পরাবাস্তবতায় নারীদের সাথে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা আর প্রতিনিয়ত জীবনসংগ্রাম উঠে এসেছে তার লেখা "ক্ষয়ে যাওয়া সময়" উপন্যাসে। গল্পের চরিত্রগুলো যেন এই সমাজেরই প্রতিচ্ছবি। এখনো এই সমাজে স্বর্ণা দাসের মত মেয়েরা ভালোবাসার নামে প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারায়, আর সেই সুযোগ নিয়ে কথা না রেখে পালিয়ে যায় রাকিবের মত ছেলেরা। অন্যদিকে রিনির মত মেয়েরা যেমন ভালবাসার জন্য ঐশ্বর্য ছাড়তে চায়, শিমুলের মত কোন কোন ছেলে আবার সেই ভালোবাসা আগলেও রাখে। বিউটির মত অসহায় মেয়ে আছে, আবার রানা শেখের মত দায়িত্বহীন ধর্ষক ও আছে যে কিনা কুকুর দেখলেও মাথা ঠিক রাখতে পারে না। এই সমাজেই পুষ্পর মত সাহসিকা জন্মের অপবাদ পেছনে রেখে এগিয়ে যায় জীবনযুদ্ধে, সেই সাথে রায়হানের মত ছেলেরা কথা দিয়ে কথা রাখে আর তার দায়িত্বও নেয়। সিরাজ উদ্দিনের মত মায়ের কথায় ওঠবস করা কাপুরুষ আছে, সেতারা বেগমের মত অত্যাচারী শ্বাশুড়ি আছে, আছে লাইলী বেগমের মত ভাইয়ের সংসারে বসে ভাইয়ের বউয়ের ওপর ছড়ি ঘোরানো বোন, তেমনি আছে তাদের দ্বারা অত্যাচারিত হয়ে জীবনের সব স্বাদ আহ্লাদ ছেড়ে ত্রিশ বছর কাটিয়ে দেয়া রাহেলা যার কোনদিন একটা নিজের ঘর হয়না, হয়না নিজের একটা সংসার। এই সমাজেই আছে নাজমুল হকের মত শিক্ষিতের মুখোশ পড়া অমানুষ, আবার আছে ভালবাসা ছাড়া এক ছাদের নিচে বছরকে বছর কাটিয়ে দেয়া স্ত্রী নাজনীন যে কিনা এক সময় মুক্তিদের নিয়ে ঘর ছাড়ার সাহসও করে। আজকের সামাজিক অবক্ষয়ের এক সত্যিকার ছবি উঠে এসেছে লেখিকার লেখায়, দিয়েছে নতুন দৃষ্টিভঙ্গিও। একই সাথে লেখিকা তার রাজনৈতিক সচেতনতারও প্রকাশ ঘটিয়েছেন লেখায়। ২৪ এর পটভূমিতে লেখা বলে বিল্পব যেমন উঠে এসেছে, তেমনি সূক্ষ্মভাবে উঠে এসেছে ৭১ এর মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনাদের ত্যাগ টা কখনোই মিলিয়ে ফেলবার নয় সেটাও। বিশ্বাস করি শীঘ্রই সে নিজের কাজ দ্বারা পাঠক মহলে তার যোগ্য জায়গা আর স্বীকৃতি তৈরি করে নিবে।