User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রকমারিকে ধন্যবাদ এমন একটি বইকে নিজেদের বইয়ের তালিকায় রাখার জন্য। প্রচ্ছদ দেখে যা ভেবেছিলাম তাই পেয়েছি এবং যথার্থ ছিলো। বইটি পড়েছি, প্রচ্ছদ ও বইয়ের বিষয়বস্তুর সাথে মেলানোর চেষ্টা করছিলান। লেখকের চিন্তায় পরিশুদ্ধতার প্রবল বাসনা রয়েছে। গতানুগতিক ধারায় জীবন পরিচালনার থেকে সৃজনশীল কর্ম ও চিন্তাশীল জীবনাদর্শের প্রতি তিনি দৃষ্টিপাত করেছেন। ব্যক্তি নিজে যেমন সৃজনশীল হবেন একইভাবে তাঁর অধীনস্থ বা সাথে থাকা মানুষগুলোও যেন পূর্ণরূপে প্রস্ফুটিত হতে পারে তিনি সে বিষয়ে গভীরভাবে মনোযোগ দেওয়ার মাধ্যমে তার নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় ফুটিয়ে তুলেছেন। সময় উপযোগী একটি বই। আমার মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য হলেও এমন একটি বই প্রতিটি ঘরে ঘরে একটি করে অবশ্যই থাকা উচিত। শুধুমাত্র নৈতিক শিক্ষার জন্য।
Was this review helpful to you?
or
সব বিষয় দশে দশ বা পাঁচে পাঁচ হয় না। স্যারের লেখায় পাঁচে পাঁচ দেব। চমৎকার ! সুন্দর একটি লেখা। আমার নিকট বইটা বেশ পছন্দ হয়েছে। বইটিতে বিজ্ঞান, ইতিহাস, ধর্ম, দর্শন, মনোবিজ্ঞানসহ বেশ কিছু বিষয়ের সমন্বয় ঘটেছে। ব্যক্তিকে আত্মবিশ্বাসী করার আপ্রাণ প্রচেষ্টা। বইটি অবস্থান ও পরিস্থিতির সাথে ব্যক্তিকে মূল্যায়নের স্ফিগমোম্যানোমিটার। ব্যক্তি নিজে নিজেকে কাউন্সেলিং করার মত উত্তম একটি বই। সকলের জন্য বইটি প্রযোজ্য। আমি বিশ্বাস করি বইটি যে একবার পড়বে সে অবশ্যই দ্বিতীয়বার পড়ার আগ্রহ প্রকাশ করবে। স্যারের জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই। বাস্তবধর্মী। প্রতিনিয়ত ঘটতে থাকা ঘটনা, ঘটনার পূর্বসূত্র ও ঘটনার প্রতিক্রিয়া বা পরিণাম সমীকরণ হিসেবে চিত্র ও সারণীর মাধ্যমে প্রকাশ। সাদামাটা লেখনিতে জীবনের ঘটনাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন। অনবদ্য লেখনি। বইয়ের বিষয়বস্তু ও প্রচ্ছদ এক অনিন্দ্য মেলবন্ধন। এ-ই বইটির মানুষের বিবেকবোধ জাগ্রত করতে সাহায্য করবে। অনেক শিক্ষনিয় বিষয়বস্তু নিয়ে আলোচোনা করা হয়েছে বইতে। মনুষ্যত্ব বিকাশে এর গুরুত্ব অপরিসীম। স্যারকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে বইটি লিখেছেন। এটি জাতির বিকাশ গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
Was this review helpful to you?
or
আমি বইটি গত ০৬/০২/২০২৫ তারিখে হাতে পেয়েছি রকমারি থেকে। বইটি পড়েছি। লেখক খুব ভালো লিখেছেন। গতকাল লেখকের ফেসবুক পেজে একটি নতুন লেখা দেখতে পেলাম- মানুষ সৃষ্টির সেরা জীব; স্বয়ং নিজে ও অন্যের দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত। মানুষ প্রকৃতিগতভাবে অসংখ্য গুণ ও অবর্ণনীয় ব্যক্তি সম্পদের অধিকারী। অন্যান্য সকল জীবের আচরণ ও গুণের অধিকারী হলেও সেরা জীব হিসেবে প্রস্ফুটিত করার জন্য ও পরিস্থিতির সাথে মানিয়ে চলার স্বার্থে সর্বদা নিজেকে সংস্কার করতে থাকে এবং সভ্যতা বিকাশে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করে। আমরা মূলত মানবসম্পদকে কর্মী ও কর্মসংস্থান এবং জন ও জনপ্রশান-এর দৃষ্টিকোণ থেকে বিবেচনার কারণে মানবসম্পদ বিষয়টি প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক মনে হয়। বাস্তবিক অর্থে প্রয়োজনীয়তা বা সৃষ্টিগত কারণে কোন ক্ষুদ্রতম বিষয় বা বস্তু যেমন সম্পদ তেমনি একটি পরিবারের অজাত শিশু বা মৃত পূর্ব পুরুষও সম্পদ। অন্য ধ্যান ধারণায় নগদে ও স্বল্প সময়ে প্রত্যাশিত বিষয় পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নিখাদ/নিরেট/বিশুদ্ধ কোন বস্তু বা বিষয় বা ব্যক্তিকে সম্পদ মনে করলেও তা সৃষ্টিতে ঘষামাজা বা যোজন-বিয়োজন বা সংস্কার প্রয়োজন হয়। নিরেট বা নিখাদ কোন বস্তু বা বিষয় বা ব্যক্তি সৃষ্টিতে ঘষামাজা বা যোজন-বিয়োজন বা সংস্কার করার মত কিছু থাকলেই মূলত নিরেট বা নিখাদ বা বিশুদ্ধ প্রকাশিত বা দৃশ্যমান হয়। অন্য ধ্যান ধারণায় সকল মানুষ মানবসম্পদ নয়। সেক্ষেত্রে ব্যাখ্যার ভিন্নতা রয়েছে। ইতিবাচক ধারণা থেকে অজাত ও নবজাতক শিশুকে সম্ভাবনাময়, বিশেষ শ্রেণির মানুষ ও বয়োবৃদ্ধগণকে সহায়ক এবং বয়োবৃদ্ধগণ ও মৃত পূর্ব পুরুষকে অপার্থিব সম্পদ বিবেচনা করলে সকলেই মানবসম্পদ বৈ অন্য কিছই নয়। মানুষ ব্যক্তিগত বা সমষ্টিগত উভয় ভাবেই সম্পদ। আমরা মানবসম্পদ ব্যবস্থাপনা ধারণাটা প্রতিষ্ঠান কেন্দ্রিক বিবেচনা করলেও পরিবার, সমাজ, সংগঠন, প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে তা অপরিহার্য। ব্যক্তি চিন্তার সীমাবদ্ধতা দ্বারা সভ্যতার যাত্রার গতিরোধ করা সম্ভব না। আমরা মোটামুটি অনুভব করি পরিবার ও সমাজের জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় আচার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; তবে কতটা সম্ভব হবে তা তাদের চিন্তার গভীরতা দ্বারা সীমাবদ্ধ। কিন্ত সংগঠন ও প্রতিষ্ঠান সেবা বা পণ্য সৃষ্টি বা অদর্শ বাস্তবায়ন যে কারণেই সংগঠিত হোক না কেন সেখানে অবশ্যই একটি তুখোড় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ থাকা প্রয়োজন সেটা হোক ব্যবসায় বা দাতব্য বা বিনোদন বা রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা চিন্তার ফল খেতে চায় কিন্তু গজাতে দিই না। আমি মনে করি ও বিশ্বাস করি সমীকরণ ব্যক্তির চিন্তাতে শিকড় গজাতে সহযোগিতা করবে। খুব সুন্দর লিখেছেন। যথার্থ। আমি লেখকের দ্বিতীয় বইয়ের অপেক্ষায়।