User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমরা প্রতি রাকাত সালাতে সূরা ফাতিহা পড়ি। আল্লাহ আযযা ওয়াজাল্লার নিকট সিরাতে মুস্তাকিমে পথে চলার তাওফিক প্রার্থনা করি। সরল পথে চলতে গিয়েও কেন আমরা বারংবার খেই হারিয়ে ফেলি তা কী আমরা ভেবেছি কখনো? ইমাম আহমাদ, ইমাম নাসায়ী ও ইমাম তিরমিযী রহিমাহুমুল্লাহ নিজ-নিজ কিতাবে নাওয়াস ইবনু সামআন রদিয়াল্লাহু আনহুর সূত্রে উল্লেখ করেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- "আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম তথা সরল পথের উদাহরণ দিয়েছেন। (উদাহরণটি এমন—) সরল পথের দু'ধারে দুটি প্রাচীর। দুই প্রাচীরের গায়ে কতগুলো খোলা দরজা। দরজাগুলোতে পর্দা ঝুলছে। আর সেই সিরাতে মুস্তাকিম—পথটির দরজায় দাঁড়িয়ে একজন আহ্বানকারী আহ্বান করে বলছে, 'হে লোকসকল! তোমরা সবাই সরল পথে এসো, বাঁকা পথে যেয়ো না।' আরেকজন আহ্বানকারী পথের মধ্যখানে দাঁড়িয়ে ডাকছে। এরপরও কেউ যখন সেসব দরজা দিয়ে ঢুকতে চায় তখন সে আহ্বানকারী ডেকে বলেন, 'দূর হও! দরজা খুলো না। কারণ, খুললেই তো তুমি তাতে প্রবেশ করবে।' • মুসনাদু আহমাদ: ১৭৬৩৪; সুনানুত তিরমিযী ২৮৫৯; নাসায়ী, আস-সুনানুল কুবরা: ১১১৬৯। উল্লিখিত হাদিসটির ব্যাখ্যায় নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন— 'সরল পথটি হলো ইসলাম; প্রাচীরদ্বয় হলো (হালাল-হারামের) সীমারেখা; খোলা দরজাগুলো হচ্ছে আল্লাহর নিষেধকৃত হারামসমূহ। পথের মুখে ওই যে আহ্বানকারী, সে হচ্ছে কিতাবুল্লাহ। এ ছাড়াও পথের ওপর যে-আহ্বানকারী, তা হলো আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মুসলিমের হৃদয়ে নিযুক্ত একজন উপদেশদাতা।' সিরাতে মুস্তাকিম বইটি মূলত এই হাদিসকে কেন্দ্র করে রচিত হয়েছে। বইটি পড়লে আমরা জানতে পারব; — সিরাতে মুস্তাকিম কাকে বলে? — কারা এই পথে চলার তাওফিক পান? — আল্লাহর আদেশ যারা পালন করে না তারা তো শয়তানের অনুসরণকারী। — আল্লাহর নির্ধারিত সীমা বলতে উল্লিখিত হাদিসে কী বোঝানো হয়েছে? — আল্লাহর আমানাত সম্পর্কে ধারণা — সরল পথের বিপত্তি, কুপ্রবৃত্তি। — পুলসিরাত আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা "সিরাতে মুস্তাকিম" বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমীন। রিভিউ ও ছবি : মোঃ আবদুল মোতালেব।