User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'মহাসাগরের বুকে সবুজ অশ্রু'। মহাসাগরের অথৈ জলরাশি থেকে এক বিন্দু অশ্রুকে খুঁজে বের করতে হলে যে দুরভিসন্ধি চোখ আবশ্যক , সে চোখেই শ্রীলঙ্কা দর্শন করেছেন সময়ের বাঁক বদল করা অনন্য কথা সাহিত্যক ফারাহ আজাদ দোলন। শুধু অশ্রু অন্বেষণই করেনই, শ্রীলঙ্কার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সামাজিক মেলবন্ধনের তুলনামূলক আলোচনা করতে গিয়ে নিজেও অশ্রুবিসর্জন করেছেন নীরবে নিভৃতে। প্রতিবেশী সীমান্ত, অথচ যোজন যোজন ফারাক আদর্শ, নীতি নৈতিকতায়। ওরা সীমাবদ্ধতাকে অতিক্রম করছে বীরদর্পে। আমরা সৃষ্টি করছি অচলায়তন। এখানে লেখকের শিল্প সত্তাকে অতিক্রম করেছে নিখাঁদ দেশপ্রেম মানস। পুরো গ্রন্থজুড়ে এ বিষয়টি বেশ উদ্দীপ্ত করেছে আমাকে। 'তুলনামূলক গবেষণা' গবেষণা জগতের তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। লেখক যেভাবে স্বদেশের সাথে শ্রীলঙ্কার তুলনামূলক ব্যাখ্যা করেছেন তা অভূতপূর্ব। তাঁর কৌতুহলদীপ্ত বর্ণনা দেখে মনে হয়েছে তিনি শুধু ফুল পাখি দেখতে লঙ্কাদ্বীপে উড়ে যাননি। গিয়েছেন স্থান কালের ব্যবচ্ছেদ করতে। হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। সাথে স্বপ্নের কোমল প্রাণ মৌমাছি। যে স্বপ্ন জননী জন্মভূমি স্বর্গাদপী নিয়ে। 'ঝকঝকে নীলাকাশ। প্রসন্ন মেজাজের মতোই সকাল।' এতোদিন শুনতাম প্রসন্ন সকালের সাথে মেজাজের উপমা। এখন শুনছি প্রসন্ন মেজাজের মতো সকাল। জীবনের রঙে প্রকৃতির কী মিশেল! এরকম অসংখ্য নান্দনিক উপমা, রূপক, শব্দ সম্ভারে সমৃদ্ধ 'মহাসাগরের বুকে সবুজ অশ্রু' ভ্রমণ গ্রন্থটি। এ যেনো দক্ষ প্রযোজকের বায়স্কোপ। একই ফ্রেমে আবদ্ধ সুর, সংগীত, ছবির পর ছবি আরো কতো ব্যঞ্জনা! একজন অপূর্ণ পাঠক হিসেবে নেই রাজ্যের রাজার মতো 'রাজটিকা' পরিয়ে দিলাম 'মহাসাগরের বুকে সবুজ অশ্রু' ও তার স্রষ্টা আপন আলোয় সমুজ্জ্বল কবি 'ফারাহ আজাদ দোলন'কে। দ্রষ্টব্য: অনবদ্য এই গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে আমার মতো দীনহীনকে। দীনহীনের দীনবন্ধু মা হয়ে বেঁচে থাকুন অনন্তকাল। মা। . বইমজুর নকল বাড়ি।
Was this review helpful to you?
or
অমর একুশে বইমেলা২৫ উপলক্ষে প্রকাশিত বিশিষ্ট লেখিকা Farah Azad Dolon ম্যামের, শ্রীলঙ্কা ভ্রমনের আলোকে রচিত ভ্রমণকাহিনী মূলক বই "মহাসাগরের বুকে সবুজ অশ্রু"? "মহাসাগরের বুকে সবুজ অশ্রু" নামটা যেমন সুন্দর তার থেকে বেশী সুন্দর ফারাহ্ ম্যামের, বর্ননায় লঙ্কার বর্নিত সৌন্দর্য"। সমুদ্র, পাহাড়, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, কৃষ্টি, সভ্যতা -এ সব মিলেই শ্রীলঙ্কা। এতো সমৃদ্ধ এক জনপদ যে কোনো দ্বীপ রাষ্ট্রের বুকে উদ্ভব হতে পারে তা শ্রীলঙ্কাকে না দেখলে বোঝা সম্ভব না! লেখিকা শ্রীলঙ্কা ভ্রমনের মধ্য দিয়ে লঙ্কার ইতিহাস, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা তুলে ধরেছেন। তুলে ধরেছেন শ্রীলঙ্কার দর্শনীয় স্থান, স্থাপনা, মসজিদ, মন্দির, পাহাড়-পর্বত, মিউজিয়াম। সর্বোপরি বইটা এককথায় চমৎকার লেখনীর মাধ্যমে সুচারুরূপে সাজানো হয়েছে! বইটা পড়লে অবশ্যই হারিয়ে যাবেন লঙ্কার সৌন্দর্যে❤️ শ্রীলঙ্কার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে "সিগিরিয়া"। কলম্বো থেকে একশ আশি মিটার দূরে শ্রীলঙ্কার মাঝামাঝি এর অবস্থান। এটি লঙ্কার প্রাচীন রাজধানী 'অনুরাধা পুরা'তে অবস্থিত। (সিগরিয়া পাঠ থেকে) ★★বিশ্ব মানচিত্রের নিচে শ্রীলঙ্কা নামের দ্বীপরাষ্ট্রকে দেখে মনে হয় ভারত মহাসাগরের বুকে ভাসমান একটুকরো সবুজ অশ্রু। প্রকৃত অর্থে এই দেশটির স্বাধীনতা উত্তর ইতিহাস হাজার হাজার মানুষের অশ্রুজলেই লিখিত। আবার শ্রীলঙ্কার মানচিত্রটি দেখলে একটা পিন লাগানো তাজা গ্রেনেডের মতো মনে হয়। প্রকৃত অর্থেই ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটিতে গৃহযুদ্ধে প্রায় ৩লক্ষ মানুষ মারা গিয়েছে। যাদের মধ্যে ৮০-৯০ হাজার বেসামরিক নাগরিকের পাশাপাশি প্রায় চব্বিশ হাজার রাষ্ট্রীয় সৈনিক। এই সংগ্রাম ও যুদ্ধে মারা গিয়েছেন একজন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট ও একজন ভারতীয় প্রধানমন্ত্রী। (কালো সমুদ্রের বুকে সবুজ পান্না) পাঠ থেকে? বই:- মহাসাগরের বুকে সবুজ অশ্রু লেখিকা:- ফারাহ্ আজাদ দোলন পৃষ্ঠা:- ৮৮ প্রকাশনী:- জলধি