User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Musa Ghalib – Mister Observer Part-2 by Md. Saikat Azim A chilling and deeply intelligent thriller that dives into the darkest parts of the human mind. Musa Ghalib: Mister Observer Part-2 blends sharp detective work with dark psychology and harsh social truths. Saikat Azim crafts a story that's not just about solving crimes—it's about exposing the broken realities behind them. Musa Ghalib is more than just a detective; he's a mirror to society's chaos. Twists are smart, the pacing is tight, and the emotional depth hits hard. If you're into mind games, moral dilemmas, and stories that leave you questioning everything—this one's for you. ? Dark. ? Gripping. ? Thought-provoking. Highly recommended. 5/5
Was this review helpful to you?
or
মুসা গালিব পার্ট ২ পড়ে বেশ ভালো লেগেছে। আগের পার্টটার থেকেও এই পার্টটার লেখনির ধরণ খুবই ভালো লেগেছে। আমি এই বছর প্রথম এই বইটি পড়েছি, বইটি পড়ার সময় কোনো বিরক্তি কাজ করেনি। মজাই পাচ্ছিলাম পড়তে অনেক। বইটিতে একই সাথে সাইকোলজি আর থ্রিলারের যে কম্বিনেশনটা দেখিয়েছে লিখক সেটা সত্যিই প্রশংসনীয়। পড়ার প্রথম থেকেই অনেক ভালো লাগছিল বইটি। তিনটি গল্প ছিল। আমার থার্ড গল্প "অ্যাটেম্প টু মার্ডার" সবচেয়ে বেশি ভালো লেগেছে। লেখার ধরন ধীরে ধীরে সুন্দর থেকে আরো সুন্দর হয়ে উঠছিল যে বিষয়টা আমার ভালো লেগেছে। যেমন টা বললাম আমার লাস্ট গল্প টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। গল্প এর প্রথম দিকের একটা কথা আমার সাথে কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। সেই লাইনটি হলো"ঘুমের থেকে বিশ্বস্ত ভালোবাসা আর কিছুতেই নেই " যারা থ্রিলার, গোয়েন্দা গল্প এবং সাইকোলজি এর কম্বিনেশনের বই পড়তে চান তারা পড়তে পারেন বইটি।
Was this review helpful to you?
or
ফালতু বই। একেবারে ওভাররেটেড। আর মনে হয়, যৌন বিষয়গুলো সম্পর্কে লেখকের আগ্রহ অনেক। তাই কম-বেশি প্রত্যেকটা কাহিনীতেই এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করেছে। পড়ার সময় পুরোপুরি Cringe ফিল হইছে! মানুষ কীভাবে ৫ স্টার দেয় বুঝতে পারি না!
Was this review helpful to you?
or
লেখক বইতে বাস্তব বইটিতে বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। আশা করি এরপর মুসা গালিব ৩ শীঘ্রই আসবে।
Was this review helpful to you?
or
মুসা গালিব মিস্টার অবজারভার ১ এবং ২,, দুটোই পড়া হয়েছে। অনেক ভালো লেগেছে। যারা ডিটেকটিভ আর সাইকোলজির সংমিশ্রণের গল্প পড়তে ভালোবাসেন তাদের এই বইটি ভালো লাগবে।❤️
Was this review helpful to you?
or
মুসা গালিব মিস্টার অবজারভার ২ বইটি আগের পার্টের চেয়েও অনেক ভালো হয়েছে। আমার মতো যারা ডিটেকটিভ আর সাইকোলজির সংমিশ্রণের গল্প পড়তে ভালোবাসেন তাদের জন্য এই বইটি।❤️
Was this review helpful to you?
or
অসাধারণ সাইকোলজিক্যাল এবং ডিটেকটিভ জনরার বই
Was this review helpful to you?
or
মুসা গালিব মিষ্টার অবজারভার -২ পড়েছি। বইটির ৩ গল্প। তিনটি গল্পই সেরা। প্রথমটিতে একটি ছেলে ও মেয়ের প্রেম কাহিনী দিয়ে অনেক ভালো কিছু শিখেছি।২ য় পার্টে একটি মেয়ের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে সে তার বাবাকে পেল খুবই সুন্দর একটি গল্প। ৩ য় পার্টে সামাজে কিভাবে একটু সংগঠন নৈরাজ্য সৃষ্টি করে এবং তাদের কিভাবে ধরেছে গোয়েন্দারা। তা নিয়ে লেখা। ৩ টি গল্পই সুন্দর। ❤️
Was this review helpful to you?
or
গোয়েন্দা বিষয়ক অসাধারণ একটা বই মুসা গালিব, আমি বই পড়ে একটু বেশি মোহিত হয়েছি ,এতো সুন্দর ঝরঝরে লিখা ,আর সুন্দর শব্দ চয়ন ।আমি কতো পড়েছি ততই ভালো লেগেছে ,একটুও ক্লান্তি লাগে নাই । আর রইলো বইয়ের কোয়ালিটির কথা, সেটাও অসাধারণ । লেখকের সাথে মাজে মাজে হালকা পাতলা কথা হয় ,এজন্য লেখকের বই আরো বেশি আনন্দ দেয় । সব মিলিয়ে বইটি অসাধারণ ,এবং প্রাঞ্জল। পরিশেষে ,লেখকের জন্য শুভকামনা আর দোয়া তো অবশ্যই রইলো , আমি চাইবো লেখক যেনো আরো বেশি বই বের করেন ।
Was this review helpful to you?
or
আমি বলবো এটা বাংলার নতুন শার্লক হোমস। মানুষকে পর্যবেক্ষন করা, মানসিক সমস্যার সমাধান দেওয়া, কেস সলভ করা নিয়ে অসাধারণ একটা চরিত্র মুসা গালিব। পার্ট ১ পড়ার পর মনে হইছিলো এত কম হলে হবেনা আরো বড় করা উচিত। পার্ট ২ এর পর সামনে ৩ আসার অপেক্ষা করছি।
Was this review helpful to you?
or
বইটা পড়ে খুবই ভালো লেগেছে।লেখকের লেখনশৈলী সাবলীল এবং সবার জন্য উপকারী একটা বই।লেখকের জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
লেখক শার্লক হোমস এর ভক্ত তা তাঁর এই বইয়ের মূল চরিত্র মূসা গালিবকে জানলেই বোঝা যায়। পার্ট ১ পড়ার সময় মনে হয়েছে মূসা গালিব শার্লকের একজন যোগ্য বাঙালি ছাত্র। বইটির মূল চরিত্র মূলত গোয়েন্দা কাহিনীভিত্তিক হলেও বইটি মানব জীবনের আত্মোপলব্ধি, মানুষকে জানার ও বোঝার মত বিষয়ের সমন্বিত মিশ্রণ। যারা মানুষকে অবজারভেশন করতে পছন্দ করেন বইটি পড়ার পর এ ব্যাপারে তাদের আগ্রহ আরো বাড়বে। সবমিলিয়ে বইটি পড়ে বেশ ভালোই লেগেছে। ভালো লাগার মত বেশ কিছু লাইন -ও আছে। যেমন -"সত্যের মুখোমুখি হওয়ার আগে ভয় করলে তা আমাদের অন্ধ বানিয়ে দেয়।"
Was this review helpful to you?
or
অবজারভারভেশনের জন্য অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
গোয়েন্দা,সাইকোলজিক্যাল আমার কাছে বেশ ভালো লাগে। এমনকি সবসময় আমি এইসব সায়েন্স ফিকশন গল্প,মুভি,নাটক ইত্যাদি দেখে থাকি। এর আগের বার যখন মুসা গালিব ১ম খন্ড বের হয়েছিল সেই থেকে মুসা গালিব ও মুসা গালিব লেখক "সৈকত আজিম" ভাইয়ের ফ্যান হয়ে যাই। তাছাড়া ফেসবুকে তার লিখালিখির আগে থেকেই ভক্ত ছিলাম। যাই হোক মুসা গালিব পার্ট ২ এইবার এসেছে। সেইম আগের মত জাস্ট মুগ্ধকর। গল্পের ভিতরে ঢুকে যাই আর বের হতে মন চায়না। যারা গোয়েন্দা, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল বই পড়তে ভালোবাসেন নিঃসন্দেহে মুসা গালিব ও মুসা গালিব পার্ট ২ নিয়ে পড়তে পারেন। অসাধারন একটা বই। বর্তমানে গোয়েন্দা ফিকশন গল্প লেখায় আমার মতে 'সৈকত আজিম' ভাই র্যাংক ১ এ থাকবে?