User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: ওগো বৃষ্টি—আমার চোখের পাতা ছুঁয়ো না লেখক: মুনিরা প্রীতু ছবি ও লেখা: বোহেমিয়ান (নাহিদ) থ্রিলার যখন শব্দের বুননে আবেগ আর রহস্যের মিশেলে গড়ে ওঠে, তখন তা পাঠকের মনে দাগ কাটতে বাধ্য। “ওগো বৃষ্টি—আমার চোখের পাতা ছুঁয়ো না” এমনই এক উপন্যাস, যা এক মুহূর্তের জন্যও পাঠককে স্বস্তি নিতে দেয় না। প্রথম পৃষ্ঠা থেকেই গল্প এমনভাবে গাঁথা, যেন এক অদৃশ্য শক্তি পাঠককে টেনে নিয়ে যায় রহস্যের গভীরে। চরিত্রগুলোর মানসিক জটিলতা, ঘটনাগুলোর মোড়, আর অবিরাম এক অস্থিরতা—সবকিছু মিলিয়ে এটি এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। লেখকের ভাষা ঝরঝরে, বর্ণনা জীবন্ত। বিশেষ করে বৃষ্টির আবহ, রাতের নিঃশব্দতা আর অজানা আতঙ্কের অনুভূতি—এসব এতটাই নিখুঁতভাবে আঁকা হয়েছে যে পাঠকের গায়ে কাঁটা দিতে বাধ্য। গল্প যত এগোয়, রহস্য তত ঘন হয়। একের পর এক টুইস্ট এমনভাবে আসে যে, কখনোই নিশ্চিত হওয়া যায় না পরের মুহূর্তে কী অপেক্ষা করছে। চরিত্রগুলোর আচরণ, তাদের সিদ্ধান্ত, এবং গল্পের অপ্রত্যাশিত বাঁকগুলো বইটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রচ্ছদটিও বইয়ের আবহের সঙ্গে মানানসই—নীলচে রহস্যময়তা যেন কাহিনির প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে। যারা থ্রিলার ভালোবাসেন, রহস্যের জট খুলতে পছন্দ করেন, তাদের জন্য “ওগো বৃষ্টি—আমার চোখের পাতা ছুঁয়ো না” নিঃসন্দেহে এক দুর্দান্ত পাঠ-অভিজ্ঞতা হবে। একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত শান্তি নেই!
Was this review helpful to you?
or
বইটা আমার কাছে দারুণ লেগেছে। ভীষণভাবে উপভোগ করেছি বইটি। লেখিকার লেখনী মাশাল্লাহ। মায়া মেয়েটির জন্য খারাপ লেগেছিলো। কিছু না করেও মেয়েটাকে কত কষ্ট পেতে হয়েছে যদিও তার বনদেবী তাকে সবসময় রক্ষা করেছে। গ্যারেটের প্রতারণায় কষ্ট পেয়েছি। ভেবেছিলাম গ্যারেট বোধহয় মায়াকে সত্যি ভালোবাসে। কিন্তু গ্যারেট মায়াকে ধোঁকা দিয়েছে। ড্যানিয়েলের মা মিসেস ডানহিল যদি আগে থেকেই ছেলের সুস্থতার জন্য তার চিকিৎসা করাতেন তাহলে ড্যানিয়েলের পরিণতি এমন হতোনা। অবশেষে এটাই বলবো, এই ভৌতিক থ্রিলার বইটি আমার খুব ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
"ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না" পড়ার পর মনে হলো, রহস্য আর ভয় যদি সত্যিই হাত ধরাধরি করে এগোয়, তাহলে সেটাই হবে এই বই। গল্পের প্রতিটি বাঁকে এক নতুন ধাক্কা, নতুন প্রশ্ন—মায়ার দ্বৈত উপস্থিতি, ভয়াল বৃষ্টি, আর জঙ্গলের অন্ধকার সবকিছু মিলে এক অসম্ভব শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। সবচেয়ে বেশি নাড়া দিয়েছে বৃষ্টির রহস্য। প্রকৃতির এত চেনা এক উপাদান কীভাবে গল্পের ভয়ঙ্করতম সত্য হয়ে উঠতে পারে, তা শিহরণ জাগায়। শেষ পৃষ্ঠায় পৌঁছে মনে হলো, কিছু উত্তর পেয়েছি, কিছু পাইনি—আর সেখানেই এই বইয়ের জাদু! সাইকোলজিক্যাল থ্রিলার ও সুপারন্যাচারাল হররের অসাধারণ মিশ্রণ, যা পাঠককে এক মুহূর্তের জন্যও নিস্তার দেবে না।