User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
sondor??
Was this review helpful to you?
or
ফেসবুকের স্পেসিফিক কিছু গল্প আছে যেগুলো আমি বই হিসেবে চাই খুব, সেগুলোর মধ্যে প্রেমোদ্দীপক অন্যতম। অভীক তাহিয়া জুটিটা এত সুন্দর ছিল এটা বই হিসেবে আসা মাস্ট ছিল। তবে বই পড়তে শুরু করার পর দেখলাম কাহিনী অনেক চেঞ্জ। এটা দেখে শুরুতে ভাবছিলাম ভালো লাগবে কিনা! কিন্তু যত পেজ আগাচ্ছিল তত এক্সাইটমেন্ট বাড়ছিল। একসময় মনে হয়েছে আসলে না!ফেসবুকেরটা হুবহু ছাপা হলে বোধহয় এতটা সুন্দর হতো না যতটা সংযোজন বিয়োজনের পর হয়েছে। তাহিয়ার জীবনের উত্থান পতন,অভীকের তাহিয়াকে আগলে রাখা,সামলানো, ওর অভিব্যক্তি দেখে ওর কষ্টগুলো, মনখারাপ গুলো বুঝতে চেষ্টা করা, সেগুলো থেকে ওকে বের করে আনতে এফোর্ট দেওয়া পরিশেষে একে অপরের স্বপ্ন পূরণে পাশে থাকা প্রতিটি মূহুর্ত এত দারুণ ছিল! আমার কিছু কিছু সময় মনে হয়েছে অভীক তাহিয়ার জীবনের ম্যাজিশিয়ান। যে ঝট করে ওর মন খারাপগুলো দূর করে মন ভালো করে দিতে পারে। এত্ত আবেগ দিয়ে লেখা হয়েছে ওদের সম্পর্কের প্রতিটা ধাপ, প্রতিটি মূহুর্ত, সত্যিই প্রশংসনীয় ছিল! আর বিশেষ আরেকজন চরিত্র আছে যার কথা না বললেই নয় সে হচ্ছে নীলিমা। রক্তের সম্পর্ক থাকলেই যে শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় নইলে না এই ধারণাটা উনি বদলে দিয়েছেন পুরোপুরি। তাহিয়াকে যতটা ভালোবাসা উনি দিয়েছেন, তাহিয়ার বন্ধু হবার চেষ্টা করেছেন,পাশে থেকে সাপোর্ট দিয়েছেন তাতে ওনার প্রতি আমার অন্যরকম সম্মান কাজ করেছে। সত্যি বলতে ওনার মতো শাশুড়ি প্রতিটা মেয়েই ডিজার্ভ করে। লেখকের জন্য শুভকামনা রইল। এমন আরও ভালো বই তার থেকে চাই!
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই