User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নাবিল হায়দারের প্রথম মৌলিক বই 'মানবতার দেওয়াল' আমি পড়েছি, অনেক দারুণ ছিলো। প্রায় ৩ বছর পর দ্বিতীয় বই নিয়ে এসেছেন বইমেলা উপলক্ষে। যে বইটি অনুবাদ করেছেন, বইটির নাম দেখলেই পড়ে ফেলার অনেক বেশি আকর্ষণ জাগে মনে। আশা করছি এবারও দারুণ কিছু উপহার পাবো। খুব শীঘ্রই সংগ্রহে নিয়ে ফেলবো ইন শা আল্লাহ। শুভকামনা রইলো।
Was this review helpful to you?
or
ইসলাম ও ধর্মনিরপেক্ষতা বিষয়ে বাংলা ভাষায়, আমার জানা মতে,এটাই প্রথম বই। আশা করি খুবই চমৎকার হবে।
Was this review helpful to you?
or
বইটার লেখা একটু সহজ ভাবে হলে ভালো হতো,এমনি তথ্য বহুল সুন্দর একটি বই ❤️,কিন্তুু মাঝে মাঝে কিছু জিনিস বুঝতে কষ্ট হচ্ছিল তবে আমি বিগেনার তাই হয়তো একটু সমস্যা হচ্ছিল
Was this review helpful to you?
or
"Divide Between Islam" বইটি ইসলামের ভেতরে বিভাজন এবং এর কারণগুলো নিয়ে আলোকপাত করে। লেখক এখানে কুরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর বিভক্তির ইতিহাস, বিভাজনের মূল কারণ এবং এর সমাধানের পথ তুলে ধরেছেন।?? এছাড়াও "ডিভাইড বিটুইন ইসলাম এন্ড সেক্যুলারিজম" একটি প্রাঞ্জল এবং চিন্তাশীল বিশ্লেষণ, যা ইসলামী এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মধ্যে সংঘাত ও সম্পর্কের গভীরতা তুলে ধরে। এটি একটি তাত্ত্বিক কাজ এবং অনেক ক্ষেত্রেই একটি বৈপ্লবিক দৃষ্টিকোণ প্রদান করে, যা ধর্মনিরপেক্ষতা ও ইসলামকে সঠিকভাবে বোঝার সুযোগ দেয়। আল্লাহ তায়ালা , নাবিল হায়দার ভাইকে আরো সামনে অগ্রসর করুন আমিন ?
Was this review helpful to you?
or
"ডিভাইড বিটুইন ইসলাম এন্ড সেক্যুলারিজম" একটি যুগান্তকারী গ্রন্থ, যা ইসলামি চিন্তা ও সেক্যুলার মতাদর্শ নিয়ে গভীর আলাপ করতে আগ্রহীদের জন্য অবশ্যপাঠ্য।
Was this review helpful to you?
or
সুশীল পাড়ায় আগুন ? ধরিয়ে দেবে এই বই। মাশাআল্লাহ! এত অল্প মূল্যে পাওয়াতো স্বপ্নের মতো। আলহামদুলিল্লাহ।
Was this review helpful to you?
or
বর্তমান সময়োপযোগী একটি বই। সবার ঘরে থাকা উচিত
Was this review helpful to you?
or
খুবই গুরুত্বপূর্ণ একটি বই। ইসলামের ও সেক্যুলারিজমের মধ্যকার পার্থক্য জানতে আগ্রহী পাঠকদের জন্য বেশ উপযোগী। পাণ্ডুলিপি আগাগোড়া পড়ে দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অনুবাদকের পরিশ্রমের ছাপ রয়েছে প্রতিটি পৃষ্ঠায়। অত্যন্ত নিখুঁতভাবে তিনি প্রতিটি লাইন অনুবাদ করেছেন। আশা করি, সুখপাঠ্য হবে বইটি।
Was this review helpful to you?
or
বইটি বেশ সুখপাঠ্য। পিডিএফ পড়ে বুঝলাম বইটি অবশ্যই পড়তে হবে। কবে নাগাদ প্রকাশ হবে, জানাবেন। হাতে পেতে আর কতদিন লাগবে। এই ধরনের বই আমাদের ভাষায় খুঁজে পাইনি এতোদিন।