User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
**লাবণ্য ইয়াসমিন**-এর লেখা **"কোহিনূর ২"** বইটি পড়ে আমি মুগ্ধ। সত্যি বলতে, এটা আমার পড়া অন্যতম সেরা বইগুলোর একটি। এই উপন্যাসে **রহস্য, রোমান্স, অতিপ্রাকৃত শক্তি** আর একটি অলৌকিক পরিবেশ এত নিখুঁতভাবে মিশে গেছে, যা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আটকে রেখেছে। বইটির প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা চমক। বিশেষ করে কোহিনূরের সেই লাইন— "যা আমার, সেটা আমারই… আমি ছিনিয়ে নেওয়াতে বিশ্বাসী…" এই লাইনটা গায়ে কাঁটা দিয়ে যায়। এক অদ্ভুত ভালো লাগা আর ভয় মিশে যায় একসাথে। লাবণ্য ইয়াসমিনের লেখার স্টাইল এতটা জীবন্ত যে, আমি মনে করেছি আমি নিজেই চরিত্রগুলোর সাথে আছি—মাঝরাতে, ঝড়ের শব্দে, জাদুর আবেশে ঘেরা সেই অদ্ভুত জগতে। সবচেয়ে ভালো লেগেছে বইটির **গভীর আবেগ আর নাটকীয়তা**। শুধু একটি গল্প নয়, যেন এক অনুভূতির ঝড়। ### ⭐ আমার রেটিং: ★★★★★ (৫/৫) যারা **রহস্য, প্রেম, আর অতিপ্রাকৃত উপাদান** মিশ্রিত উপন্যাস পড়তে ভালোবাসে, তাদের জন্য *কোহিনূর ২* অবশ্যই একবার না পড়লেই নয়।
Was this review helpful to you?
or
কোহিনির অসাধারণ একটি বই। আপনাদের জীবনে একবার হলেও এই বইটি পড়া উচিত। বইয়ের শেষের পৃষ্ঠায় পড়তে গেলে আপনার চোখে পানি চলে আসবে। আমি শেষের পোস্টটা পড়তে যেয়ে কান্না করে ফেলেছি । আশা করছি খুবই শীঘ্রই এর তৃতীয় পার্ট আসবে। । লাবণ্য ইয়াসমিন তুমি সত্যিই চমৎকার লেখক। এর ৩ খন্ড দিয়ে শেষ করো না। এই সিরিজকে আরো বড় করতে হবে এত সুন্দর একটি গল্প, অল্প খন্ড দিয়ে শেষ করলে মানা যায় না।
Was this review helpful to you?
or
বইটি পড়তে শুরু করলে পাঠক ধীরে ধীরে এক রহস্যময় জগতে প্রবেশ করে। লেখকের ভাষা সহজ ও বর্ণনাশক্তি এতটাই প্রাণবন্ত যে, প্রতিটি দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। গল্পের মোড়গুলো বেশ আকর্ষণীয়, যা পাঠককে শেষ পৃষ্ঠায় পৌঁছানো পর্যন্ত এক মুহূর্তের জন্যও আলগা হতে দেয় না। কাহিনির চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন এবং অতিপ্রাকৃত উপাদানগুলোর সংমিশ্রণ এক অনন্য ভীতিকর আবহ তৈরি করেছে। বিশেষ করে, কিছু কিছু দৃশ্য পাঠককে আতঙ্কিত করে তুলবে, আবার কিছু মুহূর্ত তাদের আবেগপ্রবণ করে তুলবে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই এতো সুন্দর লেখনি, আর কাহিনি একবার পড়া শুরু করলে মনে হবে শেষ না করে ওঠা যাবে না।এই দামে বই কিনা সার্থক।