User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"Mastering PHP" বইয়ের প্রতি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতি প্রোগ্রামিং শেখার পথে যখন PHP নিয়ে গভীরে যেতে চেয়েছি, তখনই হাতে পেয়েছিলাম মাসুদ আলম স্যারের লেখা "Mastering PHP" বইটি। সত্যি কথা বলতে, বইটি হাতে নেওয়ার পর থেকেই মনে হয়েছে — ঠিক যেন কেউ আমার পাশে বসে হাতে ধরে শেখাচ্ছেন। বইটির সবচেয়ে বড় শক্তি হলো এর সহজ ভাষা ও সরল ব্যাখ্যা। PHP-র নানা জটিল বিষয়, যা আগে মনে হতো কঠিন ধাঁধার মতো, সেগুলো লেখক এমনভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছেন যে, আমি খুব স্বাভাবিকভাবে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পেরেছি। বইটির যেসব দিক আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে: ১. মূল ভিত্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব — PHP-র বেসিক কনসেপ্ট এত পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে যে, প্রাথমিক স্তর থেকেই আমার ভিতটা মজবুত হয়েছে। ২. বাস্তব জীবনের প্রজেক্ট উদাহরণ — শুধু তত্ত্ব নয়, বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে কীভাবে PHP দিয়ে বাস্তবে কাজ করা হয়। একটি প্রজেক্ট কীভাবে শুরু থেকে শেষ করতে হয় — সেটা এই বই পড়ে হাতে-কলমে শিখেছি। ৩. উন্নত টপিক্সের সহজ ব্যাখ্যা — OOP (Object-Oriented Programming), PDO, Secure Login System-এর মতো অ্যাডভান্সড বিষয়গুলোকে এত সহজভাবে উপস্থাপন করা হয়েছে যে, এগুলোর প্রতি ভীতি দূর হয়ে গেছে। ৪. প্রচুর প্র্যাকটিস ও টাস্ক — প্রতিটি অধ্যায়ের শেষে ছোট ছোট টাস্ক ছিল, যা আমাকে নিয়মিত অনুশীলনে সাহায্য করেছে। এসব প্র্যাকটিস আমাকে কোডিংয়ে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ৫. বন্ধুত্বপূর্ণ লেখনী — লেখকের ভাষা এত বন্ধুত্বপূর্ণ, যেন একজন সহানুভূতিশীল শিক্ষক পাশে থেকে উৎসাহ দিচ্ছেন। ৬. নতুনদের জন্য একেবারে উপযুক্ত — PHP শুরু করতে চাইলে কিংবা ক্যারিয়ারে PHP নিয়ে এগোতে চাইলে, আমি নিঃসংকোচে এই বইটি রিকমেন্ড করব। এটা শুধু একটি বই নয়, বলা চলে একটি পূর্ণাঙ্গ শেখার সহচর। শেষ কথা: "Mastering PHP" বইটি আমার PHP শেখার যাত্রাকে সহজ করেছে, পথ দেখিয়েছে। একজন নতুন বা মাঝারি স্তরের ডেভেলপার হিসেবে আমি এই বই থেকে যেটুকু জ্ঞান, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। যারা PHP শিখতে চান, আমি দৃঢ়ভাবে বলবো — এই বইটি আপনাকে নিরাশ করবে না।
Was this review helpful to you?
or
রাসেল আহমেদ ভাইয়ের রিকমেন্ডেশনে নিলাম।খুব তাড়াতাড়ি হাতে পেয়েছি। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
Outstanding book for learning PHP. Highly recommended.
Was this review helpful to you?
or
**"মাস্টারিং পিএইচপি"** বইটি পিএইচপি শেখার জন্য দারুণ গাইড। ব্যাসিক থেকে অ্যাডভান্সড টপিক নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। ওয়েব ডেভেলপারদের জন্য অবশ্যপাঠ্য!
Was this review helpful to you?
or
আমি কয়েক দিন ধরে এই বইটি পড়ছি, একটি দারুণ রিসোর্স! 'মাস্টারিং পিএইচপি' বইটি PHP শেখার যাত্রাকে অনেক সহজ করে তুলেছে। নতুনদের জন্য সহজ ভাষায় বেসিক থেকে শুরু করে এডভান্সড টপিক পর্যন্ত ধাপে ধাপে গাইডলাইন দেওয়া আছে, আর আমার মতো যারা টুকটাক PHP জানেন তাদের জন্য রয়েছে ইন্টারমিডিয়েট এবং এডভান্সড টপিকস। আমি মনে করি, যদি PHP শিখতে চান বা সামান্য জানেন কিন্তু আরও দক্ষতা বাড়াতে চান, তাহলে এই বইটি আপনার সংগ্রহে অবশ্যই থাকা উচিত।
Was this review helpful to you?
or
Rasel Ahmed ভাইয়ার রিকমেন্ডেশন এ কিনলাম। দারুন বই। খুবই পরিস্কার করে সহজ ভাষায় লেখা বইটি। যে কেও খুব সহজে পিএইচপি শিখতে পারবে। পিএইচপি শেখা সহজ হবে এবার।
Was this review helpful to you?
or
বইটি কিনবো কি না, সেই সিদ্ধান্ত নিতে দুই-তিন দিন লেগে গেল। দাম একটু বেশি, ভাবছিলাম—"যদি কিনে ধরা খাই?" কিন্তু মনের ভেতর একটা আশা কাজ করছিল, কারণ লেখক তো মাসুদ আলম স্যার! শেষ পর্যন্ত কিনেই ফেললাম। আর এখন? এখন মনে হচ্ছে, এতদিন যদি না কিনতাম, তাহলে জীবনের একটা বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যেত! বইটি হাতে পাওয়ার পর যখন পড়তে শুরু করলাম, তখন থেকেই মনে হচ্ছিল, যেন স্যার নিজে সামনে বসে এক এক করে প্রতিটি বিষয় বুঝিয়ে দিচ্ছেন। PHP-র জটিল বিষয়গুলো এত সহজভাবে ব্যাখ্যা করেছেন যে আমি সত্যিই মুগ্ধ! কোথাও কোনোরকম জটপট আলোচনা নেই, ধাপে ধাপে গুছিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি পৃষ্ঠায় যেন একরকম ভালোবাসা লুকিয়ে আছে, একজন শিক্ষকের ছাত্রদের জন্য নিখুঁতভাবে শেখানোর ভালোবাসা। যতই পড়ছি, ততই অবাক হচ্ছি—এত সহজভাবে এত কঠিন জিনিস ব্যাখ্যা করা সম্ভব! PHP নিয়ে আগে অনেক বই পড়েছি, টিউটোরিয়াল দেখেছি, কিন্তু "Mastering PHP" যে অনুভূতি দিল, সেটা এক কথায় অসাধারণ। যেন কোনো কঠিন পাহাড় ডিঙানোর চেষ্টা করছিলাম, আর হঠাৎ দেখলাম, রাস্তা এতটাই সুন্দর করে তৈরি যে আমি হাসতে হাসতে সামনে এগিয়ে যাচ্ছি। অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা মাসুদ আলম স্যার, আপনাকে অশেষ কৃতজ্ঞতা! আপনি যদি এই বই না লিখতেন, তাহলে হয়তো PHP শেখাটা এত আনন্দদায়ক হতো না। আপনার লেখা শুধু শেখায় না, বরং আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। আমি নিজেকে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করি। যারা এখনো বইটি কেনা নিয়ে দ্বিধায় আছেন, আমি বলবো—"এটা শুধু একটা বই নয়, এটা একটা অভিজ্ঞতা। এটা শেখার আনন্দ!" যদি PHP ভালোভাবে শিখতে চান, তাহলে এটাই হতে পারে আপনার সেরা সঙ্গী।
Was this review helpful to you?
or
বইটা হাতে নেওয়া মাত্র স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, স্কুল লাইফের পর এমন মোটা বই আর পড়া হয় নাই। বইটার যেমন সাইজ তেমন কাজের। "মাস্টারিং পিএইচপি" বইটি বাংলা ভাষায় PHP শেখার জন্য অসাধারণ একটা বই। একদম বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এবং এডভান্সড টপিক পর্যন্ত সবকিছু একেবারে বান্ডেল আকারে আছে। নতুন যারা একদম শূন্য থেকে শুরু করতে চায় বা যারা কিছুটা PHP জানেন বা কাজ করেছেন, সবার জন্যই বেস্ট একটা বই। বাংলা ভাষায় PHP নিয়ে এমন পূর্ণাঙ্গ বই এখন পর্যন্ত এটাই বেস্ট। প্রোফেশনাল PHP এক্সপার্ট হওয়ার জন্য আদর্শ একটা বই।
Was this review helpful to you?
or
"Mastering PHP" বইটি PHP প্রোগ্রামিং শেখার জন্য দারুণ সহায়ক। বইটিতে PHP-এর মৌলিক বিষয় থেকে শুরু করে অ্যাডভান্সড টপিক, যেমন OOP, ডাটাবেজ ম্যানেজমেন্ট, API ডেভেলপমেন্ট ও ফ্রেমওয়ার্ক (Laravel, CodeIgniter) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সহজ ভাষায় লেখা হওয়ায় নতুন শিক্ষার্থীদের জন্য এটি বুঝতে সুবিধা হবে। পাশাপাশি, হাতে-কলমে উদাহরণ ও প্রাকটিক্যাল প্রজেক্ট সংযুক্ত থাকায় শিক্ষার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য বইটি খুবই কার্যকরী। PHP শেখার জন্য এটি একটি নির্ভরযোগ্য রিসোর্স হতে পারে। অনেক কিছু নিয়ে আলোচনা করাতে বইটা অনেক বড় মনে হতে অনেকের কাছে, তবে আলোচনা করতে গেলে বইতো বড় হবেই।
Was this review helpful to you?
or
রাসেল আহমেদ ভাইয়ের রিকমেন্ডেশনে নিলাম। যতটুকু পড়লাম তাতে ভালোই মনেহচ্ছে। টপিকগুলো খুব গুছিয়ে লেখা। আশাকরি ভালো কিছু শিখতে পারবো। তবে বইটা যদি ৩ টা পার্টে করা হতো তাহলে পড়তে সুবিধা হতো। মোটা হওয়াতে একটু ঝামেলা হয়ে যায়।
Was this review helpful to you?
or
নতুন কিছুর শিখার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হলো রিসোর্স ম্যানেজ করা ,শুধু রিসোর্স হলেই হবে না , প্রপার রিসোর্স,,,আর যেটা একজন beginner এর জন্য ম্যানেজ করা অনেক কষ্টকর । এই কারণেই এই বই টা বেস্ট, কারণ beginners দের জন্য সব টপিক বেসিক to এডভ্যান্স এইখানে ক্লিয়ার করা আছে with প্রজেক্টস,,,এমন কি এডভ্যান্স লেভেল এর যারা তাদের জন্য ও আছে প্রপার গাইডলাইন,,,তাই যারা php নিয়ে ক্যারিয়ার গড়তে চান,,, বইটি বাসায় রাখতে পারেন ,,,