User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মিরাজ রহমানের উসওয়াতুন হাসানা বইটি একটি অসাধারণ জীবনধর্মী গ্রন্থ। রাসুলুল্লাহ সাঃ এর প্রত্যাহিক জীবনের খুটিনাটি সকল বিষয় তিনি এই গ্রন্থে নিয়ে এসেছেন। আমাদের অফিসে গত ছয় মাসাধিক যাবৎ মুহতারাম লেখক এই বিষয়ের উপর আমাদেরকে প্রাকটিকাল টিচিং দিয়ে আসছেন। আমাদের কাছে মনে হয়েছে রাসূল সল্লাল্লাহু আলাইহি এর দৈনন্দিন আমলের উপর এটি একটি জীবন্ত আলোচনা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন জনাব মিরাজ ভাইকে দীর্ঘ হায়াত দান করুন এবং এই জাতির খেদমতে আরো নতুন নতুন বিষয়ের উপর গ্রন্থ রচনার সুযোগ করে দিন।
Was this review helpful to you?
or
লেখাক মিরাজ রহমানের প্রোডাক্টিভ মুসলিম বইটির কিছু অংশ আমার পড়ার সুযোগ হয়েছে। একজন মুসলমান কীভাবে কার্যক্ষম হতে পারবে তা বেশ দারুণভাবেই উনি বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও একাধিক জাতীয় পত্রিকায় উনার অনেক লেখা আমার পড়া হয়েছে। নতুন বই বাজারে আসছে জেনে আনন্দিতবোধ করছি। ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য প্রতি কপি বই বিক্রির ৫/- বরাদ্দ রাখার সিদ্ধান্তটি খুবই চমৎকার হয়েছে। আল্লাহ উনার এই উদ্যোগকে কবুল করুক দোয়া করি। ভবিষ্যতে উনি আরও দারুণ দারুণ বই আমাদের উপহার দেবেন এই আশা ও দোয়া।
Was this review helpful to you?
or
মাশা-আল্লাহ রিলিজের অপেক্ষায় আছি।
Was this review helpful to you?
or
"উসওয়াতুন হাসানা: প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)" বইটি একটি সময়োপযোগী এবং হৃদয়স্পর্শী সংকলন, যেখানে মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক থেকে প্রোডাক্টিভিটি এবং কার্যকর নেতৃত্বের শিক্ষা তুলে ধরা হয়েছে। বইটি পড়লে বোঝা যায়, কীভাবে নবীজির জীবনধারা শুধু তৎকালীন সমাজ নয়, আজকের আধুনিক যুগের জন্যও প্রাসঙ্গিক। বইটিতে নবীজির জীবনের অনুপ্রেরণামূলক ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা একজন পাঠকের মননে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে। এছাড়া লেখকের বর্ণনার ধরণ সহজ এবং প্রাঞ্জল, যা যে কোনো বয়সের পাঠকের জন্য উপভোগ্য। যারা নিজেদের জীবন আরও সুন্দর, সুশৃঙ্খল এবং অর্থবহ করতে চান, তাদের জন্য এই বইটি হতে পারে এক চমৎকার দিকনির্দেশনা। এটি শুধুমাত্র ইসলামি চিন্তাধারার মানুষদের জন্য নয়, বরং যেকোনো ধর্ম, বয়স বা পেশার মানুষের জন্যই শিক্ষণীয়।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ চমৎকার, মিরাজ রহমান মানেই বরাবরের মত ইউনিক কিছু। বই বিক্রি প্রফিট থেকে ফিলিস্তিনি ভাইবোনদের জন্য ডোনেট করার উদ্যোগ বাংলাদেশের প্রকাশনা জগতে এই প্রথম। The daily routine of prophet Mohammed sallallahu salam এই শিরোনামে মেরিল্যান্ড হোমস লিমিটেড। (একটি আবাসন প্রকল্পের অফিসে )দীর্ঘদিন যাবত একটি সাপ্তাহিক সেশন পরিচালনা করে আসছে, আমি একাধিক বার সেই স্টেশনে বসেছি, এবং এই বইয়ের নানান দিক ও বিভাগ খুঁটিনাটি বিষয় আলোচনা পর্যালোচনায় অংশগ্রহণ করেছি। তখন থেকেই অনুধাবন করতে পেরেছি এবং বলে আসছি চমৎকার একটি গ্রন্থ আমাদের জন্য আসতেছে। সত্য চলে এসেছে, আল্লাহ বন্ধু বর মিরাজ রহমানের নেক হায়াত দান করুন। উত্তর উত্তর আরো চমৎকার গবেষণালব্ধ বই আমাদের জন্য উপহার দান করার তৌফিক দান করো হে রব। শুভ কামনায় লেখকের বন্ধুবর ভক্ত মুহাম্মদ সাইফুল কাবির খতিব ঃ বঙ্গভবন জামে মসজিদ রাষ্ট্রপতির কার্যালয়, ঢাকা
Was this review helpful to you?
or
মাশাল্লাহ! উসওয়াতুল হাসানা: প্রোডাকটিভ মুহাম্মদ (সা.) বইটি নিঃসন্দেহে একটি অসাধারণ ও প্রাসঙ্গিক গ্রন্থ, যা পাঠকদের মনে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় লেখক তাঁর এই অনন্য উদ্যোগের মাধ্যমে মানব মনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এক শক্তিশালী অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। এমন একটি মূল্যবান গ্রন্থ রচনা করে তিনি যা করেছেন, তা অতুলনীয়। লেখক তাঁর প্রতিটি বইয়ের মাধ্যমে পাঁচ টাকা করে ফিলিস্তিনি পরিবারের জন্য দান করবেন, যা পূর্বে কোনো লেখক করে পারেননি। এটি একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ, যা মানবতার কল্যাণে তার অসীম অবদান হিসেবে চিহ্নিত হবে। আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, যেন এই গ্রন্থের বার্তা বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছায় এবং তা পাঠকদের জন্য জ্ঞানের আলো জ্বালায়। আল্লাহ তায়ালা লেখককে পরিপূর্ণ সফলতা দান করুন এবং এই উদ্যোগকে একে একে আরো বরকতপূর্ণ করে তুলুন। আমিন।
Was this review helpful to you?
or
লেখক মিরাজ রহমানের প্রোডাক্টিভ মুসলিম পড়ে তাকে নতুনভাবে আবিষ্কার করি। ১০০১ আবিষ্কার বই হাতে পেয়ে বিস্ময়ে কিছুক্ষণ থ মেরে রইলাম। এর মধ্যে বইটির ইংরেজি কিছুটা পড়া হয়েছিল। ভার্সিটিতে এক স্যার আমাদের বইটির ব্যাপারে জোড় দিতেন সেসময়। অনুবাদ পেয়ে খুশি হলাম। তাকে মনে মনে জাজাকাল্লাহ দিলাম। এর পর লেখক নিয়ে আসেন নতুন চমক দ্যা অন্ট্রারপ্রেনর মুহাম্মাদ (সা.)। তুমুল জনপ্রিয় হলো সে বই। ব্যবসায়ীরা পেল দারুণ গাইডলাইন। লেখকও পেলেন সম্মান, নানা পুরস্কার। বেস্টসেলারও হলো তার কয়েকটি বই। বলা যায়, বইয়ের জগতে এক অভিনব মাত্রা যোগ করলেন লেখক। নিজেকে অনিবার্য করে তুললেন ইসলামি বইয়ের জগতে। এবার এল তার নতুন বই উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)। চমৎকার এক কন্টেন্ট হাজির করলেন লেখক। এ বইটি সব মানুষের কাজে দেবে। পাঠক বই পড়ে নিজেকে প্রোডাক্টিভ করে গড়ে তুলতে পারবেন। আশা করছি, এ বই তার অন্যান্য বইকে ছাড়িয়ে ছাপিয়ে যাবে।
Was this review helpful to you?
or
বইটা হাতে পাওয়ার অপেক্ষায় আছি।