User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
-"সিরাত ইবনে হিশাম" পাঠ করার স্বপ্ন বহুদিনের। "সিরাত ইবনে হিশাম" পাঠ না করলে যেন সিরাতের আসল মজাই পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশে "সিরাত ইবনে হিশাম"-এর ভালো পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যেত না। বাজারে যেগুলো আছে সেগুলোর গুণগতমান খুবই খারাপ এবং পরিসরে সংক্ষিপ্ত। এজন্য বাধ্য হয়ে এমন বিখ্যাত নবিজীবনী সংগ্রহ করার ইচ্ছা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সাবাহ পাবলিকেশন আমাদের মতো সিরাতপ্রেমীদের পাশে এসে দাঁড়ানোয় বাংলাদেশে "সিরাত ইবনে হিশাম"-এর যে শূন্যতা ছিল, তা পূরণ হয়ে গিয়েছে। "সিরাত ইবনে হিশাম"-এর এমন পূর্ণাঙ্গ অনুবাদ, এমন গুণগতমানসম্পন্ন পাণ্ডুলিপি বাংলাদেশে এই প্রথম। এজন্য তাদের যত কৃতজ্ঞতা জ্ঞাপন করবো ততই কম হয়ে যাবে। আল্লাহ তায়ালা সাবাহ পাবলিকেশনের সাথে জড়িত সবাইকে এমন মহৎ কর্মের উত্তম প্রতিদান দান করুন।
Was this review helpful to you?
or
যেহেতু অনেক পুরানো সিরাত, সেটা আবার আধুনিক ভাবে সংযোজন করা হয়েছে, অবশ্যই যে কয়েকটি সিরাতকে সেরা ধরা হয়, আমার কাছে এটি একটি।
Was this review helpful to you?
or
আমাদের প্রত্যেকের জীবনে রাসূল সা: এর জীবনী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাই সাবাহ পাবলিকেশনের বইটি খুবই গুরুত্বপূর্ণ রাসূল সা: এর ইসলামের জীবনী জানার জন্য......
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। বইটির মধ্যে নবীজির জীবনী অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে বর্ণনা করা হয়েছে।
Was this review helpful to you?
or
বইটি সম্পর্কে আমি আমার মামার থেকে শুনেছি এবং এটির প্রতি আমার খুবই আগ্রহ জন্মেছে, আশা করি কিছুদিনের মধ্যে আমি বইটি সংগ্রহ করতে পারব।
Was this review helpful to you?
or
বইগুলো হাতে নিলে কেমন যেন শান্তি শান্তি লাগে, আলহামদুলিল্লাহ। প্রোডাকশন, পৃষ্ঠাসজ্জা, বাধাঁই সবই অসাধারণ। সহজ, সাবলীল অনু্বাদ পড়তে বেশ আরামই লাগে।
Was this review helpful to you?
or
নবীজির জীবনী জানতে চাইলে "সীরাতে ইবনে হিশাম"-এর কোনো বিকল্প নেই। এই মহান গ্রন্থটি নতুন করে পরিমার্জনা ও শৈল্পিক ভাষায় উপস্থাপন করেছে সাবাহা পাবলিকেশন। প্রতিটি শব্দে মদিনার নূরের ছোঁয়া, হৃদয় ছুঁয়ে যাওয়া বর্ণনা—সব মিলিয়ে এটি এক অনন্য পাঠ্যভ্রমণ। লেখার সৌন্দর্য ও প্রকাশনার মান সত্যিই প্রশংসনীয়। কৃতজ্ঞতা সাবাহা পাবলিকেশনের প্রতি, এমন এক অমূল্য সম্পদ উপহার দেওয়ার জন্য। পাঠকের প্রতি পরামর্শ—এই গ্রন্থটি সংগ্রহ করুন, আলোকিত হোন।
Was this review helpful to you?
or
খুবই ভালো
Was this review helpful to you?
or
সাবাহ প্রকাশনীর সীরাত ইবনে হিশাম অন্যান্য সকল সিরাত এর চেয়ে প্রিয় আমার কাছে।কেননা এই সিরাত এর মাধ্যমে আমি আমার প্রিয় নবি হযরত মোহাম্মদ সাঃ এর সম্পর্কে সম্পুর্ন ভাবে জানতে পেরেছে আলহামদুলিল্লাহ ।সিরাত এর লিখা গুলো ছিল অতান্ত সাবলীল এবং সহজ। এই সিরাত পড়ার ফলে নবির প্রতি আমার ভালবাসা আর বেড়ে গেছে। সিরাত প্রেমিদের জন্য এটি সেরা হবে ইন শা আল্লাহ। প্রত্যেক এর উচিত একবার হলেও এই সিরাত ইবনে হিশাম পড়ে দেখা।
Was this review helpful to you?
or
সাবাহ পাবলিকেশন দ্বারা প্রকাশিত সিরাতে ইবনে হিসামের বাংলা অনুবাদটি ইসলামিক সাহিত্যের এক উজ্জ্বল মণি। সহজ-সরল ভাষায় রচিত এই গ্রন্থ মুহাম্মদ (সা.)-এর জীবনকথাকে বাংলা ভাষায় প্রাণবন্ত করে তুলেছে। বইটির সুন্দর ফরম্যাট ও প্রাসঙ্গিক টীকা পাঠককে ইতিহাসের গভীরে নিয়ে যায়, আর ইসলামের প্রাথমিক যুগের আলোকিত অধ্যায়গুলোকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে। এটি বাংলা ভাষায় ইসলামী জ্ঞানের এক অনবদ্য সংযোজন।
Was this review helpful to you?
or
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সবচেয়ে সুসংগঠিত ও বিস্তারিত সীরাহ গ্রন্থ হলো সিরাত ইবনে হবে হিশাম। পরিপূর্ণ জীবনী পড়তে চাইলে সিরাত ইবনে হিশামই যথেষ্ট। তবে বাজারে অনেকগুলো সংক্ষিপ্ত সিরাত ইবনে হিশাম পাওয়া গেলেও পরিপূর্ণ কেবল সাবাহ পাবলিকেশনই পাঠকক্ষুধা মেটাতে সক্ষম হয়েছে। চমৎকার এই সীরাত গ্রন্থটি সীরাহ জগতে এক অনন্য সংযোজন।
Was this review helpful to you?
or
"সীরাত ইবনে হিশাম"—নবিজির (সা.) জীবনপ্রবাহের অমর গাঁথা যখন ইতিহাস কালের অতল গহ্বরে হারিয়ে যেতে বসে, যখন সত্যের দীপ্তি ম্লান করতে চায় বিকৃতির ধূম্রজাল, তখন প্রয়োজন হয় এমন এক কালজয়ী রচনা, যা শুধু অতীতের প্রতিচিত্র নয়, বরং ভবিষ্যতের দিশারী। "সীরাত ইবনে হিশাম" সেই মহাগ্রন্থ, যা নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনের প্রতিটি অধ্যায়কে শব্দের সোনালি সুতোয় বুনে রেখেছে, যেন তা যুগে যুগে আলোর মশাল হয়ে পথ দেখাতে পারে। এই গ্রন্থ কেবল জীবনী নয়—এ এক শাশ্বত ইতিহাস, এক অনুপম মহাকাব্য। নবিজির (সা.) শৈশব থেকে নবুয়তের শুভ সূচনা, মক্কার প্রতিকূল পরিবেশ থেকে মদিনার বিজয়গাঁথা—প্রতিটি ঘটনা এখানে ফুটে উঠেছে হৃদয়গ্রাহী ভাষায়, ঐতিহাসিক নির্ভুলতায়। ইবনে হিশাম তাঁর প্রজ্ঞা, গবেষণা ও অপরিসীম নিষ্ঠা দিয়ে নবিজির (সা.) দাওয়াত, সংগ্রাম, কৌশল, যুদ্ধ, সাহাবাদের আত্মত্যাগ এবং ইসলামের বিজয়ের ধ্রুপদী আখ্যানকে এমনভাবে তুলে ধরেছেন, যা শুধু তথ্য নয়—এক গভীর অনুভূতি, এক আত্মিক বিস্ময়! এর প্রতিটি শব্দ ইতিহাসের জীবন্ত সাক্ষ্য, প্রতিটি পৃষ্ঠা এক নীরব আহ্বান—যে হৃদয় সত্যের পিপাসায় তৃষ্ণার্ত, যে আত্মা নবিজির (সা.) জীবন থেকে পথের দিশা খুঁজতে চায়, তার জন্য এই গ্রন্থ কেবল এক পাঠ নয়, বরং এক আত্মজাগরণের মশাল। "সীরাত ইবনে হিশাম" শুধু এক জীবনী নয়, বরং তা হৃদয়ের অন্তঃস্থল থেকে নবিজির (সা.) প্রতি ভালোবাসার এক নিখাদ সেতুবন্ধন, এক চেতনার পুনর্জাগরণ! ?️মোহাম্মদ আব্দুল্লাহ
Was this review helpful to you?
or
"সিরাত ইবনে হিশাম" একটি গুরুত্বপূর্ণ ইসলামী ঐতিহাসিক গ্রন্থ যা রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনের বিস্তারিত বর্ণনা প্রদান করে। আবূ মুহাম্মদ আবদুল মালিক ইব্ন হিশাম (র) এর লেখনীতে মহামানবের জীবন, সংগ্রাম এবং নবুয়্যতের প্রাথমিক সময়ের ঘটনা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এই বইটি ইসলামি ইতিহাসের প্রতি আগ্রহী পাঠকদের জন্য অমূল্য একটি সম্পদ হতে পারে ইনশাআল্লাহ
Was this review helpful to you?
or
সিরাতের অনেক কয়েকটা বই পড়েছি তার মধ্যে আমার বইটা অনেক ভালো লেগেছে,সহজ ভাষায় লিখা বইটা যেন সবারই প্রিয়।আপনিও চাইলে কিনে পড়তে পারেন,যত পড়বেন আনন্দ পাবেন ইংশাআল্লাহ্
Was this review helpful to you?
or
মন্তব্য: জগদ্বিখ্যাত প্রাচীন নবিজীবনী ‘সিরাত ইবনে হিশাম’। যেখানে নবি মুহাম্মদ রাসুলুল্লাহ (সা:)– এর বংশধর, শৈশবকাল, ইসলামের দাওয়াত, হিজরত, জিহাদ, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি অর্থাৎ পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা নিয়ে লিখিত একটি প্রাচীন জীবনীগ্রন্থ। ‘সিরাত ইবনে হিশাম’ গ্রন্থটি পূর্ণাঙ্গ অনুবাদ নিয়ে কাজ খুব কমই পাওয়া যায়। সেখানে ❝সাবাহ পাবলিকেশন❞ সাবলীলভাবে, তাখরিজসহ বইটি অনুবাদ করে বাজারে এনেছেন। আল-হামদুলিল্লাহ সিরাত অধ্যয়নের জন্য উক্ত গ্রন্থটির কোনো তুলনা নেই। বইটি ব্যাপক পাঠকপ্রিয় হবে ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় সিরাত এর উপর লিখিত অসাধারন একটি অনুবাদ। জগত বিখ্যাত এর সিরাতগ্রন্তের বাংলা ভাষায় অনূদিত এর সিরাত পড়ে আমার মনে হচ্ছে আমি রাসূল(স:) এর জীবন ও আদর্শ অনুধাবন করতে পারছি। জাজাকাল্লাহ সাবাহ পাবলিকেশন।
Was this review helpful to you?
or
আমাদের জন্য অনুসরণীয় সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে রাসূল স. এর মধ্যে। রাসূল স. এর এই প্রাচীন সীরাত গ্রন্থ টি প্রত্যেক মসলিম এর সংগ্রহে থাকা উচিত। আলিম গণ এই সূরাত টি পড়ার পরামর্শ দিয়ে থাকেন, এটি অত্যন্ত নির্ভরযোগ্য তথ্যবহুল সীারত গ্রন্থ
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, অসাধারণ চমৎকার সিরাত গ্রন্থ এই "সিরাত ইবনে হিসাব" যা আবার নতুন করে তাহকীক, তাখরিজ ও টিকা সংযোজন করে প্রকাশ করেছে "সাবাহ পাবলিকেশন"। বইটির ভাষা শৈলী, অনুবাদ এবং অঙ্গসজ্জা, বাধাঁই এত দারুণ হয়েছে যে, পাঠক বইটি পড়ে খুব আনন্দ পাবেন। আর নবীজির পরিপূর্ণ জীবনে জানার জন্য এটি একটি অনবদ্য গ্রন্থ। একজন সিরাত প্রেমী হিসেবে, যারা নবী জীবনী পড়তে চান তাদেরকে এই গ্রন্থটি সংগ্রহে রাখার অনুরোধ করব।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ প্রিয় একটা সিরাতগ্রন্থ। এত ভালো লাগে পড়তে, যেন মনে হয় পড়তেই থাকি। আপনারারও পড়ে দেখেন-অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সহজ সাবলীল ভাষায় এই সীরাতগ্রন্থ
Was this review helpful to you?
or
সিরাত ইবনে হিশাম। সে তো এক ভালো লাগার নাম। যার প্রতিটি পৃষ্ঠার পরতে পরতে রয়েছে স্নিগ্ধ মায়া আর বুক জুড়ে প্রশান্তি। যাতে অজস্র আমায়িক শ্রদ্ধা আর ভালোবাসায় ভরপুর। এটি হলো, যুগ শ্রেষ্ঠ আদর্শ মহামানব ﷺ এর জীবনচরিত গ্রন্থ । মুহাম্মদ ﷺ শুধু কেবল নামই নয়, এমন একটি ভালোবাসা যা প্রতিটি মুমিনের শিরা উপশিরায় উবাহিত হয়। তাঁরভালো লাগা, ভালো বাসা, ত্যাগ, বিসর্জন সবকিছু খুব ভালো করে জানা কেবল কর্তব্যই নয় এযেন মুমিনের হৃদয়ের অফুরন্ত তৃষ্ণা। তাই, আপনার জন্য এমন বিশুদ্ধ ব্যাখ্যা ও সাবলীল, মনকাড়া ভাষায় একটি গ্রন্থ নিয়ে এসেছে সাবাহ পাবলিকেশন। তাই, নবীজী সা.কে সঠিকভাবে জানতে এটা হবে আপনার জন্য সেরা। পড়ুন, গভীর থেকে অনুভব করুন সেই মহামানব ﷺ কে মনভরে, প্রাণখুলে, সব ভালোবাসা আর ভক্তিতে, হৃদয় উজাড় করে। আল্লাহ কবুল করুন এই গ্রন্থ ও তার সাথে সংশ্লিষ্ট সবাইকে। সিরাত ইবনে হিশাম। সে তো এক ভালো লাগার নাম। যার প্রতিটি পৃষ্ঠার পরতে পরতে রয়েছে স্নিগ্ধ মায়া আর এক পৃথিবী প্রশান্তি। যাতে অজস্র আমায়িক শ্রদ্ধা আর ভালোবাসায় ভরপুর। আর এটিই হলো, যুগ শ্রেষ্ঠ আদর্শ মহামানব ﷺ এর জীবনচরিত গ্রন্থ, সীরাত ইবনে হিশাম। মুহাম্মদ ﷺ শুধু কেবল নামই নয়, এমন একটি ভালোবাসা যা প্রতিটি মুমিনের শিরা উপশিরায় উবাহিত হয়। তাঁর ভালো লাগা, ভালোবাসা, ত্যাগ, বিসর্জন সবকিছু খুব ভালো করে জানা কেবল কর্তব্যই নয় এযেন মুমিনের হৃদয়ের অফুরন্ত তৃষ্ণা। আর এমন চমৎকার একটি গ্রন্থ নিয়ে এসেছে সাবাহ পাবলিকেশন আপনার জন্য। বিশুদ্ধ ব্যাখ্যা ও সাবলীল, মনকাড়া ভাষায় রচিত এটি। তাই, নবীজী সা.কে সঠিকভাবে জানতে এটা হবে আপনার জন্য সেরা। পড়ুন, গভীর থেকে অনুভব করুন সেই মহামানব ﷺ কে মনভরে, প্রাণখুলে, সব ভালোবাসা আর ভক্তিতে, হৃদয় উজাড় করে। আল্লাহ তা'আলা এই গ্রন্থকে কবুল করুন ও তার সাথে সংশ্লিষ্ট সবাইকে।
Was this review helpful to you?
or
Alhamdulillah. Sirat ibn hisham er page quality, cover quality, box quality khub valo.Abr ei book er print ekdom clear. Tader tireless effort sotti appreciatable.Doya kori Allah SWT tader ke din er jonno kobul koruk
Was this review helpful to you?
or
রসূল ﷺ এর সিরাত আমাদের জন্য আদর্শ, পথ চলার রাহবাহ। আমরা কতশত বই পড়ি, লাইনে লাইনে তৃপ্তি খুঁজি, খুঁজি শিক্ষা। কিন্তু কখনো আমাদের সবচেয়ে প্রিয় মানুষের জীবনী জানার আগ্রহ হয় না, সময় হয় না।অথচ সিরাত পাঠও ইবাদত। সাবাহা পাবলিকেশনের 'সিরাত ইবনে হিশাম' এক অনবদ্য প্রকাশ। সাবলিল ভাষা, সরল অনুভূতি আর চমৎকার প্রচ্ছদ বরাবরই পাঠককে টানবে। চলুন সিরাত পাঠে ডুব দিই।
Was this review helpful to you?
or
সীরাত ইবনে হিশাম রাসুল (সা:) এর জীবনি গ্রন্থের ভিতর সব থেকে প্রামান্য বিস্তারিত বই এটি। ততকালিন আরব সমাজ, রাসুল (সা) এর নবুওত পাওয়ার আগের ও পরের জীবনের পার্থক্য পর্যালোচনায় করে ইসলামের সঠিক উদ্দ্যেশ্য ও সৌদর্য বুঝতে এই বইটি আপনাকে সহায়তা করবে। এই বই পাঠের মাধ্যমে নবিজির জীবন সম্পর্কে সঠিক তথ্য বা সুন্নাহ সম্পর্কে জানতে পারবেন।
Was this review helpful to you?
or
রাসূলুল্লাহ ﷺ-এর জীবন জানা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। কারণ, তাঁর জীবনই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ইসলাম কীভাবে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার নির্দেশনা দেয়, তা বোঝার জন্য নবিজির ﷺ জীবনী জানা জরুরি। "সীরাতে ইবনে হিশাম" এই বিষয়ে অন্যতম নির্ভরযোগ্য। এতে নবিজির ﷺ শৈশব, নবুওয়াত, দাওয়াত, হিজরত, যুদ্ধ, রাষ্ট্রগঠনসহ পূর্ণ জীবনের বিশদ বিবরণ রয়েছে। যারা রাসূল ﷺ-এর জীবন গভীরভাবে জানতে চান, তাদের জন্য এটি এক অনন্য বই। সহজ ভাষায় লিখিত হলেও এটি গবেষক ও সাধারণ পাঠক সবার জন্যই উপযোগী।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ ,মহান আল্লাহ এমন এক নবী পাঠিয়েছেন যিনি সমস্ত চরিত্রের ধারক । তার চরিত্র পৃথিবীতে ওমর হয়ে থাকবে ,তার আদর্শ পৃথিবীর সর্বোত্তম আদর্শ । তার উম্মত হতে পেরে শুকরিয়া করে শেষ করেও শেষ হবে নাহ । তাই সাবা পাবলিকেশন প্রকাশিত সীরাতে ইবনে হিশাম বই থেকে ,মহানবী ( সা)কে জানতে এই বই পড়ুন ।
Was this review helpful to you?
or
সিরাত ইবনে হিশাম এটি আল্লাহর রাসুলের পবিত্র জীবনী গ্রন্থ এবং পৃথিবীর বিখ্যাত সিরাত। এটিকে নতুন আঙ্গিকে সহজ সরল ভাষায় অনুবাদ করাই সাবাহ পাবলিকেশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনুবাদ গ্রন্থের জন্য সাবাহ পাবলিকেশনের নাম সবার আগে রাখবো।
Was this review helpful to you?
or
তাহরিখ - তাখরিজ ঠিক রেখে বাংলা ভাষায় সহজ সরল ও সাবলীল ভাষায় সিরাত ইবনে হিশাম এর পূর্ণাঙ্গ অনুবাদ সত্যিই আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ সাবাহ পাবলিকেশন এরকম মানসম্মত অনুবাদে জগতবিখ্যাত এর সিরাতগ্রন্থ নিয়ে আসার জন্যে।
Was this review helpful to you?
or
নবীজির জীবনীগ্রন্থ নিয়ে সম্পূর্ণভাবে জানতে হলে সিরাত ইবনে হিশামের বিকল্প নেই। বাংলা ভাষায় ১-৪ খণ্ডের সিরাত ইসলামিক ফাউন্ডেশনের পর একমাত্র সাবাহ পাবলিকেশন নিয়ে আসে। সহজ সরল অনুবাদে এই সিরাত পড়তে খুবই সাবলীল লাগে। সাবাহ পাবলিকেশনের অনুবাদ আর তাদের সৃজনশীল মৌলিক বই আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস - সাবাহ প্রকাশনী খুব অল্প সময়ের মধ্য বাংলাদেশের প্রথম সারির প্রকাশনীতে স্থান করে নিবে।