User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রশান্তিকা লাবিবা সালাত #রোমান্টিক জনরা নব্বইয়ের দশকে রোমান্টিক জনরাটাকে পাঠকরা হটকেকের মতো গ্রহণ করেছিল। তাইতো মানিক চৌধুরীর ‘ওহ, মাই লাভ’ বইখানার বিক্রি লাখখানেকের কোটা ছুঁয়ে গিয়েছিল! অধুনায় একটি বইয়ের বিক্রির ক্ষেত্রে এ সংখ্যা সত্যিই ভাবা যায় না। যদিও বইটি নিউজপ্রিন্টের ছিল, দাম কম ছিল এবং অতি অবিশ্যি কনটেন্ট ভালো ছিল বলেই হু হু করে সেইল হয়েছে। কিংবা সেবা প্রকাশনীর অসাধারণ ‘রোমান্টিক সিরিজ’। বিদেশি কাহিনির ছায়া অবলম্বনে লেখা এ বইগুলোর কনটেন্ট ছিল সত্যিই অতুলনীয়। অথচ, সেই সময়কার ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব ইত্যাদি হাবি-জাবি না, দেশি মননশীল মানুষের প্রধান ‘এন্টারটেইনমেন্ট’ ছিল বই পড়া! যাই হোক, সোনালি নস্টালজিয়াময় অতীত সোনালি বাক্সেই বন্দী হয়ে থাকুক- মূল প্রসঙ্গে ফেরা যাক। গল্পের নায়ক অনন্ত। তার ভীষণরকম মন-খারাপ। তার মন-খারাপের কারণ হলো প্রাক্তন হয়ে পড়া প্রেমিকা তিথিকে ভুলতে না পারা। কাজিন প্রশান্তিকা ব্যাপারটা জানত। সে ইন্টারনেট চ্যাটের মাধ্যমে চেষ্টা করল ছোট ভাইসম অনন্তের মনের প্রবল আঘাতের ঝাপটাকে একপাশে সরিয়ে দিতে। প্রশান্তিকা তার প্রচেষ্টাতে সফলও হলো। অথচ, তার সেই সফলতাই দু’জনের জীবনকে দাঁড় করাল যেন নদীর অন্য ভীষণ এক স্রোতে। প্রশান্তিকা ও অনন্ত দু’জনের কেউই কি আদৌ তা চেয়েছিল? মিষ্টি প্রেমের গল্পগুলোতে থাকে কি কেবল রোমান্টিকতা; নাতো- থাকে ‘না পাওয়ার বেদনা’, থাকে জীবনযুদ্ধে পিছিয়ে পড়েও এগিয়ে যাওয়ার চেষ্টায় রত এক যোদ্ধার গল্প। পাঠক, ‘প্রশান্তিকা’ উপন্যাসের এমনতরোই এক গল্পে আপনাদের সাদর আমন্ত্রণ। এবং সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন চমৎকার ঘরানার এ উপন্যাসখানা পড়লে। প্রুফ রিডিংয়ে কিছু সমস্যা ছিলই। মনযোগ, ক্ষ্যান্ত, দো’টানা (এ শব্দে ইলেক বা লোপচিহ্ন হবে না) ইত্যাদি কিছু শব্দকে প্রুফ রিডিং-এর আওতায় আনাই যেত। ১০ নং পৃষ্ঠার প্রথমদিকে ‘অনেক বন্ধুরা’ পুরোই ব্যাকরণগত ভুল। পরপর দুটো শব্দ বহুবচন হতে পারে না। লেখকের গল্প বলার ভঙ্গি খুবই অসাধারণ। কিছু কিছু বাক্যে রূপকের ব্যবহার সত্যিই মন জুড়িয়ে দেয়ার ছিল, বটে। আরেকটি ব্যাপার অসাধারণ মুন্সিয়ানায় তুলে ধরেছেন সংশ্লিষ্ট লেখক- ব্যাপারটা পুরোই সাইকোলোজিক্যাল। এটা কেবল প্রেমের বেলায় নয়, বাস্তব জীবনে প্রায়ই ঘটে ব্যাপারটা। আপনার কারও জন্য ভালো লাগা কাজ করছে, অথচ নির্দিষ্ট সময় পর ঐ একই ব্যক্তির প্রতি আপনার আর কোনো ভালো লাগাই কাজ করছে না- রীতিমতো বিরক্তই হচ্ছেন তার প্রতি। উপন্যাসে নায়কের এ সাইকোলোজিক্যাল টানাপোড়েনখানাও লেখক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। রোমান্টিক-পিয়াসী পাঠকদের বইটি মুগ্ধ করবেই, এ প্রত্যাশা করাই যায়। সাহাদাত হোসেন এর প্রচ্ছদটি অসাধারণ ছিল। কনটেন্ট অনুযায়ী খাপে খাপই বলা যায়। ট্রেন সংশ্লিষ্ট প্রচ্ছদটি এত অসাধারণ উপস্থাপনায় প্রচ্ছদশিল্পী তৈরি করেছেন, মুগ্ধ হয়ে কেবল চেয়েই থাকতে হয়! এক নজরে 'প্রশান্তিকা': বই: প্রশান্তিকা লেখকঃ লাবিবা সালাত জনরা: রোমান্টিক প্রচ্ছদ: সাহাদাত হোসেন প্রকাশনা: বারোমাসি ব্যক্তিগত রেটিং- ৪.৫/৫