User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By isr****com

      01 Mar 2025 06:48 PM

      Was this review helpful to you?

      or

      'স্মৃতির দুয়ারে দিয়েছি খিল,তবুও তারা কাঁদায়, ভাঙা হৃদয়ে চুপকথারা উঁকি দিয়ে যায়. ...!' ___ আই.জে.আর এলিয়েন Soyeb Al Hasan ভাইয়ার বকুলবাহা পড়তে পড়তে স্মৃতির পাতায় ডুবে গেলাম আর বইটি বন্ধ করে চুপচাপ ভেজা চোখে অতীতে বিচরণ করে মনে হচ্ছিলো বকুল আমিই! কিংবা আমরা যারা মায়ের আঁচল থেকে শহরের গন্ডিতে এসে পাড়ি জমিয়েছি পড়ালেখার স্বপ্ন নিয়ে সকলের প্রতিচ্ছবিই যেনো বকুল কে দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন। এ-ই যে বকুলের গ্রাম থেকে শহরে আসা একটা অজপাড়াগাঁর মেয়ে শহরে আসবে যেটা হিংসে কিংবা সমাজের দোহাই দিয়ে যারা নানান মন্তব্য করে... নিজের জীবনের সাথে মিল পেলাম আর পড়তে গিয়ে সেই অতীতে হারিয়ে গেলাম .... মনে পড়ে প্রথম যেদিন বাড়ি ছেড়ে চলে আসতেছি সকলের বিদায়ী দৃশ্যের সাথে মহিলাদের কানাঘুষা 'কি দরকার মাইয়া মানুষকে এইক্ক্যা একলা বাইরে হরালেখা করবার, শহরে যাওন মানি তো মাইয়্যা মানুষ খারাপ হইয়া যাওন।' সাথে আম্মুর কান্নাভেজা সেই কথাটি, 'এতদিন মুঠো ধরে রেখেছিলাম আজ থেকে হাতের বাঁধন ছেড়ে দিলাম, এবার নিজের ভালো-মন্দ নিজে বুঝে নিও, শুধু আমাদের মুখটা রাখলে হবে!' প্রতিনিয়ত ঘুমের ঘোরেও যে শব্দগুলো কানে বাজে... বকুলের মতো স্বপ্ন আমিও দেখে যাই.... "স্বপ্ন আমার আকাশ ছোঁয়া সংগ্রাম করে চলছি রোজ, কণ্টকময় এ-ই পথের শেষ কোথায় আজও পাইনি তার খোঁজ !" ___ হয়তো শেষে বকুলের মতো সফল হতে পারিনি এখনও, তবুও....আলহামদুলিল্লাহ, যে লোকগুলো বলেছিলো শহরে মেয়েরা বখে যায় তারাই আজ নিজেদের সন্তানদের একবার হলেও উদাহরণ দেয়, অমুককে দেখ, তার মেয়েরা কি করতেছে.....তাদের মতো হতে না পারলেও খারাপ হইয়ো না.... আর তখন যে মা-বাবার বুকটা কেমন গৌরবে ভরে যায়... তারই প্রতিচ্ছবি 'বকুলবাহার' বকুলের মা,হাউসি বেগম এবং হেমায়েতউল্লাহর মধ্যে আমি দেখতে পেয়েছি। লেখকের সবথেকে যে বিষয়টি আমার নজর কেড়েছে, মোবাইলের কথোপকথনে বকুলের মা যখন আবেগ তাড়িত হয়ে কান্না করে তখন বকুল কান্না বাড়তে না দেওয়ায় কৌশলে যেভাবে কল কেটে দেয়, সেইম কাজটি আমি করি, আম্মুর কান্না আমার সহ্য হয়না বলে..... লেখক ভাইয়ার কাছে আমার প্রশ্ন মা/মেয়ের এই বিষয়টি এত নিখুঁতভাবে কিভাবে ফুটিয়ে তুলেছেন ? যেখানে অপর পাশের নিরব কান্না মা-ও হয়তো কোনোদিন জানতে পারেনা ! যাইহোক গ্রামীণ সমাজ,শহুরে জীবন,আবেগ,কিছুটা রহস্যের মধ্য দিয়ে বকুলের সাকসেস সব মিলিয়ে ইন্ডিং টা দারুণ ছিলো ! (তবে আমার আফসোস ছিলো এত অল্প লিখা ছিলো কেন ? বইটি খুবি তাড়াতাড়ি শেষ হয়ে গেলো....। পরবর্তীতে আরও বড় লিখা চাই ভাইয়া....) 'আকাশ ছোঁবে বলেই- তুমি বাড়াও তোমার হাত, দমকা হাওয়ায় না হয় যেনো স্বপ্ন ধূলিসাৎ ।' ____ (বকুলের মতো হতে না পারলেও ইনশাআল্লাহ 'এলিয়েন' একদিন সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার স্বপ্ন প্রত্যাশী......) ®এলিয়েন

      By si9****com

      28 Feb 2025 12:07 AM

      Was this review helpful to you?

      or

      #বকুলবাহা_রিভিউ বকুলবাহা উপন্যাসের শুরুতেই আছে আলোকপুর গ্রামের সৌন্দর্যের বর্ণনা। বাংলাদেশের সর্বশেষ প্রান্তে অবস্থানকৃত এই গ্রামটির সৌন্দর্য লেখক অপরূপ মহিমায় ফুটিয়ে তুলেছে। গ্রামটির অদূরেই আছে ধুপখালিয়া নদী। এ নদীর পাড় ধরেই গড়ে উঠেছে আলোকপুর গ্রাম। আলোকপুর গ্রামের মানুষেরা গভীর অন্ধকারে ডুবে রয়েছে। এই আধুনিক যুগে এসেও তারা নানা কুসংস্কার, ভ্রান্ত ধারণায় বিশ্বাসী। আধুনিক জগতের কোন ছোঁয়া-ও যেন নেই এ গ্রামের মধ্যে। কুসংস্কারাচ্ছন্ন রহস্যে ঘেরা এক অদ্ভুত গ্রামের নামই আলোকপুর। উপন্যাসের মূল চরিত্রই হচ্ছে বকুল। বকুলের নাম ধরেই লেখক এই উপন্যাসটির নাম বকুলবাহা দিয়েছেন। বকুল এই আলোকপুর গ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। লেখক তাকে অন্ধকারে এক আলোর ফুল বলেই পরিচয় করিয়েছেন। বকুলের মধ্যে থাকা অসীম সাহস, অদম্য ইচ্ছা শক্তি, বুদ্ধিমত্তা –ই তাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে। মানুষের ইচ্ছাশক্তিই যে তাকে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে বকুল তার উজ্জ্বল দৃষ্টান্ত। উপন্যাসের আরেকটি প্রধান চরিত্রে আছেন বকুলের পিতা মাতা হেমায়েতউল্লাহ ও হাউশি বেগম। তারা দুজনই যেন বকুলের প্রেরণার উৎস। বাবা হেমায়েতউল্লাহ সর্বস্ব দিয়ে নিজের মেয়ের পড়াশোনার ঠিকমত চালিয়ে নেওয়ার কথা ভাবতেন। বকুলের সাহস যোগাতেন। আর মা সবসময় বকুলের জন্য মন ভরে দোয়া করতেন। এরই মধ্য দিয়ে লেখক এই উপন্যাসে সন্তানের লক্ষ্যে পৌঁছানোর জন্য বাবা মায়ের ভূমিকার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। উপন্যাসের আরেকটি মূল পার্শ্ব চরিত্রই হচ্ছে সাদমান। সাদমান অত্যন্ত ধনবান রেহান রাস্তি ও আজনি ইয়াস্তিন এর ছেলে। বড়লোক ঘরের ছেলে হওয়া সত্বেও সাদমান খুবই সাধারণ জীবনযাপন করতো।তবে সে ছিল অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সে সবসময় মানুষকে সাহায্য করতো। বকুল আর সাদমান দুজনই ছিল ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের স্টুডেন্ট। তাই পড়ালেখার ক্ষেত্র ধরেই তাদের দুজনের মধ্যে পরিচয় হয়। তাদের মধ্যে লেখক নব্বই দশকের সেই চিঠি আদান-প্রদানের মাধ্যমে গড়ে ওঠা এক শুদ্ধ ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন। এছাড়াও এই উপন্যাসে আছে সাদা বাবার অদ্ভুত সব কুসংস্কারাচ্ছন্ন কর্মকাণ্ড, বকুলের বোন বেলি হারিয়ে যাওয়ার পর বকুল ও সাদমানের সাহসী পদক্ষেপ ও শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত বকুলের মামা সোবহান শেখের সব রোমাঞ্চকর ঘটনা। এসব পড়ে মনে হবে যেন এটি একটি থ্রিলার বই। সবশেষে বলতে চাই, বকুলবাহা পড়ে অনেক ইনস্পিরেশন পেয়েছি। বকুল চরিত্র আমাকে মুগ্ধ করেছে। আমাকে ভাবতে শিখিয়েছে, প্রেরণা যুগিয়েছে ❤️ লেখকের জন্য ভালোবাসা আর শুভকামনা রইল। আশা করি সব সময় এভাবেই আমাদের জন্য লিখে যাবেন। আর ভূমিকায় থাকা লেখকের আশা অনুযায়ী এই উপন্যাসের মধ্যে আসলেই বকুল ফুলের গন্ধ পেয়েছি ? "বকুলবাহা" লেখকের এক অনবদ্য সৃষ্টি✨

      By Mowshomi Sultana

      27 Feb 2025 05:20 PM

      Was this review helpful to you?

      or

      বকুলবাহার পাঠ প্রতিক্রিয়া! আসলে বই পড়ার অভ্যাসটা আমার কোন কালে-ই ছিল না। একটি গ্রুপ অব কোম্পানিতে কাজ করার সুবাদে সোয়েব আল হাসান ভাই আমার কলিগ ছিলেন। একদিন জানতে পারলাম ভাইয়ার লেখালেখির অভ্যাস আছে তারপরে হুট করে একদিন শুনি উনার বইও প্রকাশ পেয়েছে। খুব আগ্রহ নিয়ে উনার বইটা টুকি-টাকি পড়তে লাগলাম! বইটা ছিলো কবিতার বই "এক কাপ অভিমানী চা" ভালো লাগলো। এখানে আর একটা ব্যাপার হলো আমার প্রথম আবৃত্তি ভাইয়ার উৎসাহেই করা উনার লেখা। আমি কখনোই কোন বই পড়ে শেষ করতে পারিনি। তবে এবার "বকুলবাহা" বইটি পড়ে শেষ করলাম।? বইটি প্রথম যখন পড়ছিলাম মনে হচ্ছিল হুমায়ূন আহমেদের লেখা পড়ছি তারপর হঠাৎ করেই মনে হলো "হাজার বছর ধরে" পড়ছি আবার পরক্ষণেই মনে হচ্ছিল "লালসালু" পড়ছি তারপর ধীরে ধীরে হারিয়ে গেলাম বকুলের সুবাসে। অজপাড়া গায়ের গ্রামীণ কুসংস্কার থেকে বেরিয়ে এসে নিজের এবং বাবা-মায়ের স্বপ্নকে পূরণ করার এক সংগ্রামী ও সাহসী মেয়ে ছিল বকুল। মূলত বইটিতে সমাজের দুইটি প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে একটি গ্রামীণ সমাজ আরেকটি শহরে উন্নত জীবন। সবকিছু মিলিয়েই চমৎকার লেখা হয়েছে বইটি। শুভকামনা রইল সোয়েব ভাইয়ের জন্য ভবিষ্যতে আমরা এরকম আরো সুন্দর সুন্দর লেখা তার কাছ থেকে পাব আশা রাখি।

      By kan****com

      27 Feb 2025 10:24 AM

      Was this review helpful to you?

      or

      ❝বকুলবাহা❞ বকুলের মনে হচ্ছে আর খুব বেশি দেরি নেই যেদিন সে একটি নিজে বাসা ভাড়া নেবে।সুন্দর ছিমছাম বাসা।বাবা মা থাকবে।পুরো ঘর জুড়ে থাকবে মায়ের আচঁলভরতি ঘ্রান। বেলি থাকবে।সুন্দর একটি আনন্দময় পরিবার হবে তার।চাঁদ ভাসা আলো আসবে তার ছোট্ট ছাদে।আলোকপুর থেকে নিয়ে আসবে একজোড়া রাজঘুঘু।রেকাবি কাসাঁর প্লেট বদলে কিনে নেবে সিরামিকের তৈজসপত্র। আকাশে বাউল বাতাস উঠলে সে চা নিয়ে বসবে বারান্দায়। আহা! একদিন সব হবে।আদৌ কি হবে? ভেতর থেকে দীর্ঘশাস বেরিয়ে আসে বকুলের।?? আমরা মেয়েরা সব সময় চাই আমাদের নিজেদের একটি বাসা হোক যে ঘর আমরা আমাদের বাবা-মা ,ভাই-বোন নিয়ে সুন্দর একটা দিন কাটাবো। বকুলবাহা উপন্যাসে "সোয়েব আল হাসান ভাইয়া একটা মেয়ের অজপারাগায়ে থেকে উঠে এসে পরিবেশ প্রতিকূলতার সাথে কিভাবে লড়াই করে জয়ী হতে পেরেছে ও আপনজন হারানো কতটা কষ্টদায়ক সেটাই ফুটিয়ে তুলেছে এবং বকুলবাহার এই কঠিন সময়টি পার হতে গিয়ে বিভিন্ন সময় অনেকের ঘটনা উঠে এসেছে সেটি কিছুটা রহস্যময় ,কিছুটা এডভেঞ্চার, কিছুটা রসিকতার আবার কিছুটা রোমাঞ্চকর সবকিছু মিলিয়ে একটি সুন্দর সামাজিক উপন্যাস...?❤️ সবকিছুর শেষে আমরা চাই আমাদের জীবনে এমন কেউ আসুক যে আমাদের বিপদে ,আনন্দে,দু্ঃখে আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকুক। যা পেয়েছিল বকুল ? অবশেষে সাদমান এর কথাটা , ❝আমি পাইলাম ইহাকে পাইলাম ❞.....?? খুব সুন্দর হইছে ভাইয়া ,কিছু কিছু কবিতা ছিল যা খুবই সুন্দর ছিল। ? আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া আমাদের সামনে আরো সুন্দর সুন্দর বই উপহার দিন ?

      By 880****717

      23 Feb 2025 11:44 AM

      Was this review helpful to you?

      or

      "বকুলবাহা" বইটি পড়ে শেষ করলাম। পুরো বইটি জুড়ে মুগ্ধতা ছড়ানো।যতক্ষণ বইটি পড়ছিলাম জেনো মনে হচ্ছিল,আমিও তাদেরই একটি চরিত্র যে কাছ থেকে দেখছি সবটা।বাবা-মেয়ের সম্পর্কের যে গভীরতা,সাপোর্ট তা সত্যিই প্রশংসনীয়।আর বকুল চরিত্র নিয়ে কি আর বলবো,একটা মেয়ের অদম্য আগ্রহ আর চেষ্টা যে জীবনের কোথায় পৌঁছে যেতে পারে তা এই চরিত্রটি প্রমাণ করেছে।তার সাহস,বুদ্ধিমত্তা,মনের জোর সত্যি অসাধারণ।মেয়েদের জন্য এই বকুল চরিত্রটি প্রেরণার উৎস হতে পারে।প্রতিটি চরিত্র যার যার অবস্থান থেকে অসাধারণ। এক কথায়,বইটি মুগ্ধ করেছে আমাকে।এক সেকেন্ডের জন্যও বোর ফিল করায়নি। আপনার লেখা বরাবরই মুগ্ধতা ছড়ায় সোয়েব ভাই।এভাবেই আপনার লেখা আমাদের প্রিয়'র লিস্টে থাকুক এই কামনা।

      By nusrat nandini

      23 Feb 2025 11:20 AM

      Was this review helpful to you?

      or

      #বকুলবাহা #পাঠ_প্রতিক্রিয়া এক অদম্য, সাহসী এবং নির্ভীক চরিত্র হচ্ছে বকুল যার নামেই উপন্যাসের নামকরণ। একজন সন্তানকে সুযোগ্য করে গড়ে তোলার জন্য বাবার যে ভূমিকা সেটা লেখক খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কোনো এক অজপাড়াগাঁয়ের মেয়ে বকুল। যেখানে সবাই অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাকে সেখানে বকুল তার শাণিত বুদ্ধির আলোয় পথ চলা শুরু করে এবং প্রতিটি বাধা-বিপত্তি পেরিয়ে একদিন ঠিকই তার লক্ষ্যে পৌঁছে যায়। এই কাহিনীতে যে কল্পিত গ্রামের কথা উল্লেখ আছে, এবং সেখানকার পরিবেশ- পরিস্থিতি, কুসংস্কার, অন্ধবিশ্বাস বাংলার চিরায়ত গ্রামীন পরিবেশকেই বুঝিয়েছে। কিছু অসাধু মানুষ কিভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সেটাও বেশ বাস্তবিক। তবে গ্রামীন জীবনের পাশাপাশি শহরের জৌলুশময় জীবনও দেখানো হয়েছে সমান পরিপক্বতায়। সাদমানের পরিবার শহরে বাকি আট- দশটা ধনকুবের পরিবারের একটি রূপক বলা যায়। তবুও সেই পরিবারের মানুষদের মন-মানুসিকতা মানবিকতায় ভরপুর যার কারণে লেখক প্রশংসা পাওয়ার দাবীদার। এখানে কাহিনী দুইটি পাশাপাশি খুব সুন্দরভাবেই একে অন্যের সাথে খাপ খেয়ে গেছে। বকুল তার জীবনের শুরু থেকে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সুবাস ছড়িয়েছে সর্বত্র। এই চরিত্রটি রূপায়নে লেখক মোটেও কার্পণ্য বোধ করেন নি। এছাড়াও, ঘটনাপ্রবাহ বিভিন্নভাবে আমাকে এমনভাবে চমকে দিয়েছে যে সেটা অনাকাঙ্ক্ষিত। সর্বোপরি বলতে চাই, ‘'বকুলবাহা” একটি অসাধারণ উপন্যাস। একবার পড়তে বসলে শেষ না করে উঠে যাবার অবকাশ নেই। অনেক অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ। ❤️

      By Kowsar Ahmed Roni

      19 Feb 2025 10:01 AM

      Was this review helpful to you?

      or

      যত দূরে যাও বাহানা বাড়াও থাকো যদি ফিরে, এখানেও আমি ভুলো পথগামী রিয়ানের তীরে। ব্যথ্যা বিধু সব ছবি অবয়ব মায়াময় আহা! হবে কি তুমি সবটা আমার বকুলবাহা। "বকুলবাহা" সামাজিক উপন্যাস লেখকের এক অপূর্ব সৃষ্টি। শূন্য থেকে উঠে আসা সহজ-সরল এক মেয়ে বকুলের গল্প। রহস্য, রোমাঞ্চ, ভালোবাসায় ঘেরা বকুলাবাহা সব মিলিয়ে সত্যিই একদম যথার্থ হয়েছে। সোয়েব আল হাসান ভাইয়া অনেক সুন্দর করে কথা বলা একজন মানুষ। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, সবসময়ের জন্য হাসিটাকে বাঁচিয়ে রাখুন এভাবেই। ❤️ বকুলবাহা ছড়িয়ে পড়ুক সকলের কাছে।

      By Ismat Tonny

      10 Feb 2025 11:18 AM

      Was this review helpful to you?

      or

      I recently read this novel and i absolutely loved it. The storyline was engaging, and the characters were well-developed. The plot had great twists and kept me hooked till the end. Overall, it was an enjoyable read, and i highly recommend it to others.

      By 880****685

      10 Feb 2025 10:47 AM

      Was this review helpful to you?

      or

      #বকুলবাহার রিভিউ প্রতিবার বই মেলায় যাওয়া হয় উইসলিস্টে অনেক বই থাকে কিছু কেনা হয় কিছু হয়না।এবারও অনেক গুলো লিস্ট নিয়ে গেলাম বই মেলায় তার মধ্যে অন্যতম ছিলো প্রিয় লেখক সোয়েব আল হাসানের বকুলবাহা বইটি ভেবেছিলাম আজব প্রকাশ স্টলে পেয়ে যাবো তার দেখা, দেখা না পেয়ে কিঞ্চিৎ মন খারাপ হলেও প্রিয় লেখকের বই পেয়ে ভালো লাগা কাজ করলো।। বই টা বাসায় এনে অনেক আগ্রহ নিয়ে পরলাম খুবই অসাধারণ গল্প,একটি সাধারণ অজপাড়া গাঁয়ের পরিবারের গল্প অসাধারণ হয়ে ওঠা, থ্রিলার,রোমাণ্টিক,বিষন্নতা সব মিলিয়ে খুবই ভালো লেগেছে।।। ধন্যবাদ এতো ভালো বই এর জন্য

      By Washfiya Hasan

      09 Feb 2025 09:53 PM

      Was this review helpful to you?

      or

      #বকুলবাহা রিভিউ ? দীর্ঘ দিন অপেক্ষায় ছিলাম কবে প্রিয় লেখকের নতুন বই পাবো।হঠাৎ ফেইসবুক স্ক্রোল করার সময় সামনে পোষ্ট দেখতে পাই নতুন বইয়ের প্রচ্ছদ ছবি ও বইয়ের নাম।মনটা খুশিতে ডগমগ। তার এক দিন কি দু দিন পর দেখি প্রি-অর্ডার এর জন্য পোস্ট করা হয়েছে। আমি সবসময় সোয়েব আল হাসান ভাইয়ের নতুন বই প্রি-অর্ডার করি। সেইদিন অ ঠিক তাই করলাম পোষ্ট দেখা আর সাথে সাথে অর্ডার কনফার্ম করা। তার পর থেকে অপেক্ষা, অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।কবে পাব? বই কবে পড়বো? এই করতে করতে হটাৎ একদিন ফোনে একটা টেক্সট আসে। কোরিয়ারে আমার বইটা পাঠানো হয়। পরের দিন চলে গেলাম বই আনতে, বইটা হাতে পেয়ে কি যে খুশি হইছি,মনে হচ্ছিল আকাশের চাঁদ হাতে।রাস্তায় আশে পাশে যারা ছিলো সবাই তাকিয়ে আছে, শুধু জিজ্ঞেস করতে পারছে না আমি এতো খুশি কেন।আমার সাথে আমার ফ্রেন্ড ছিলো সেও অবাক একটা মানুষ বই পেয়ে এতো খুশি হয় কেমনে? এতখন যেই বইটার কথা বলছি তার নাম হলো" বকুল বাহা" লিখেছেন আমার প্রিয় কবি~ সোয়েব আল হাসান। বলা হয়ে ছে এটি একটি সামাজিক উপন্যাস। কিন্তু বইটা আমি গতকাল পড়ে শেষ করি।তাতে এটাকে শুধু সামাজিক না একটা ফুল প্যাকেজ বই বা একের ভিতর অনেক বই বলা যেতে পারে বকুল বাহা। শুরু তে ছিলো বইটি কবি তার মেজো আপা কে উৎসর্গ করেছেন,এখানে ভাই বোনের একটা পবিত্র সম্পর্ক ফুটে ওঠেছে।ভাই বোনের ভালোবাসা সৃষ্টি কর্তার দান।পড়তে পড়তে চোখে অশ্রু ঝড়ে ছিলো?। ভাই বোনের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। ❤️‍? ভুমিকায় দেখা যায় কবি লেখার শুরু তে অনেক কনফিউশানে পরতো।রাগ করে লেখা বন্ধ করে দিয়েছে।কিন্তু আবার থেমে থাকা চিন্তা গুলো নতুন করে উঁকি দিচ্ছে আর, কবি আবার লেখা শুরু করছে এবং শেষ অ করছে।যার জন্য আমরা এতো সুন্দর বই পেলাম। তার জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি ? গল্পের শুরু হয় এক ছোট গ্রাম দিয়ে।আলোকপুর এমন একটি গ্রাম যেখানে সবাই ভুতপ্রেত আর কুসংস্কারে বিশ্বাস করে।গ্রামের সহজ সরল মানুষের মন নিয়ে খেলা করে নিজেদের আখের গুছায় কিছু অসাধু লোক। গল্পে আরো আছে এক ধনী ফেমিলি। এক বয়স্ক লোকের প্রতিবাকে কিভাবে দমিয়ে রাখতে হয়,কি ভাবে বয়স বারার সাথে সাথে পরিবরের সদস্যদের কাছে অপ্রয়োজনীয় বোজা হয়ে যায়।আবার হাজারো রাগ অভিমানের পর স্বামী স্ত্রী একে অপরের সাথে মানিয়ে সংসার করে।একজন আরেক জনের পরিপূরক তা বুঝা গেছে। সংবাদ কর্মীদের কি ভাবে কাজ করা উচিত তা শেখার আছে। সব থেকে আকর্ষনীয় হচ্ছে বকুলের চরিত্র। কিভাবে একটা মেয়ে শুন্য থেকে উঠে আসে,, বকুল তার অদম্য আগ্রহের জন্য কোথা থেকে কোথায় গেছে তা সত্যি প্রশংসনীয়। বাবা -মা সন্তানের জন্য সমস্ত কষ্ট সহ্য করতে পারে। সন্তানের প্রতি মা বাবার সীমাহীন ভালোবাসা ফুটে ওঠেছে। আপনজন হারানোর কষ্ট বুকে চেপে, তাকে ফিরে পাওয়ার আসা নিয়ে বেঁচে থাকা।তাকে খোঁজে পাওয়ার জন্য সবটা দিয়ে চেষ্টা করা। আরো আছে কাছের মানুষের বেইমানী করার রুপ।আবার নিজের দোষ ডাকতে সবার সামনে ভালো সাজা।গল্পের মাঝে মাঝে কবিতার লাইন গুলো আরো বেশি ভালো লাগছে। গদ্যের মধ্যে পদ্য, প্রতিটা পৃষ্ঠায় শুধু রহস্য আর রহস্য। রয়েছে বন্ধুের ভালোবাসা। একটা ভুল সিদ্ধান্ত একটা জীবন ধ্বংসের কারণ এই গল্পে তা লেখা আছে।সত্যি কখনো চাপা থাকে না। আছে ৯০ দশকের ভালোবাসা। শেষে আছে আলোকপুরে আলো ফেরে। মানুষ আধুনিক যোগের সাথে পরিচিত হয়।আর বকুল ও সাদমানের ভালোবাসা পূর্ণতা পায়।❤️‍?? আমার কাছে অসম্ভব ভালো লাগছে বইটা।পড়ছিলাম আর কল্পনা করছিলাম চোখের সামনে চরিত্র গুলো। আমার লেখায় যদি কোনো ভুল থাকে তা হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বকুল বাহা পড়ার পড় থেকে বই পড়ারা ইচ্ছে টা বহুগুণ বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি ~সোয়েব আল হাসান বকুলবাহা &প্রিয় কবির জন্য দোয়া ও ভালোবাসা ?❤️ #বকুলবাহা সোয়েব আল হাসান & Soyeb Al Hasan

      By mar****com

      09 Feb 2025 09:39 PM

      Was this review helpful to you?

      or

      # বকুলবাহা লেখকের এক অপূর্ব সৃষ্টি। একটা সহজ সরল গল্প থেকে হঠাৎ দুর্ধর্ষ অভিযান হয়ে ওঠার গল্প। শেকড় থেকে শিখরে যাওয়ার সংগ্রাম। সুন্দর উপস্থাপনা যেন ভিষন আপন খুব চেনা আবার অচেনা। গল্পের চরিত্র গুলো খুব হৃদয়স্পর্শী একজন স্নেহশীল ধার্মিক দরিদ্র বাবা, কন্যা হারানো মমতাময়ী মা,সংগ্রামী লক্ষ্যে অবিচল এক তরুণী, আত্ম অহংকার বিহীন পরোপকারী বন্ধু এমন অনেক চরিত্র রয়েছে ছোট্ট একটা চরিত্রে নিজের নাম দেখে অত্যন্ত ভালো লেগেছে।সবচেয়ে বেশি ভালো লেগেছে বিভিন্ন সময় দোয়া ও সূরা এর আয়াত নাম্বার উল্লেখ করা। ছোট ছোট কবিতার লাইন।অনুপ্রেরণা মূলক বক্তব্য। সব মিলিয়ে অসাধারন। এতো দিনের অপেক্ষা সেই বরিশাল থেকে ছুটে আসা সার্থক। ??

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!