User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি পড়ে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা পাওয়া যাবে ইনশাআল্লাহ যা কন্টেন্ট মার্কেটিং করা এবং জানার জন্য উপকার হবে।
Was this review helpful to you?
or
ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়া প্রতিনিয়ত বদলাচ্ছে৷ বর্তমানে মার্কেটিং চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হলো "কন্টেন্ট মার্কেটি"। কন্টেন্ট মার্কেটিং নিয়ে বাংলা ভাষায় বই এখনও হাতেগোনা৷ মুনতাসীর রহমান মাহদী ভাইকে ধন্যবাদ "কন্টেন্ট মার্কেটিং মাস্টারি" বইটি লেখার জন্য। কন্টেন্ট মার্কেটিংয়ের আদ্যপান্ত জানতে ও মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে বইটি সাহায্য করবে৷ "কন্টেন্ট মার্কেটিং মাস্টারি" বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি৷
Was this review helpful to you?
or
মুনতাসির মাহদীর কন্টেন্ট মার্কেটিং মাস্টারী, সহজভাষায় ব্যাখ্যা, বাস্তবসম্মত উদাহারন, সব মিলে চমৎকার। টেকনিক্যাল শব্দগুলোকে সহজভাবে সবার কাছে বোধগম্য করে তোলাটা এক ধরনের মুন্সিয়ানা। যা জানিনা বা বুঝিনা, সেটা যদি সেই কঠিন করেই উপস্থাপন হয়, তাহলে বোঝা কঠিন। এই বইতে নানা রকম উদাহরন দিয়ে সহজ করা হয়েছে। যেসব শব্দ গুলো ব্যাখ্যা করা দরকার, উদাহরনসহ ব্যাখ্যা রয়েছে। স্টোরিটেলিং এবং ইমোশনাল সাইড, এই দুটো বিষয় পুরো বইতেই আছে। তবে, বিশেষ করে এই দুটো বিষয়ে বিস্তারিত আলোচনার সময়, মনে হয়েছে আমি যেন দেখতে পারছি, গল্পবলা শুনতে পারছি। অজানা শহরে পথ খুঁজে নিতে ভালো একটা ম্যাপ, একজন দক্ষ গাইড যেমন পাশে থাকলে নিশ্চিন্ত লাগে, কন্টেন্ট নিয়ে কাজ করতে, আরো ভালো করতে, বুঝতে, এই বইটি প্রথম পছন্দ হতেই পারে। যারাই কাজ করছেন, করবেন বলে ভাবছেন, পড়তে পারেন।
Was this review helpful to you?
or
বর্তমান দুনিয়ায় কন্টেন্ট মানেই সবকিছু। লেখক এতো সুন্দরভাবে উপস্থান করেছেন- তা বই না পড়লে এতো সহজে বোঝা যাবে না। দারুণ...ছোট্ট, কিন্তু কার্যকরী।
Was this review helpful to you?
or
আসসালামু আলাইকুম কন্টেন্ট মার্কেটিং এর খুঁটিনাটি থেকে শুরু করে পরিপূর্ণ ডিটেলস পেতে মুনতাসির মাহদী ভাইয়ের বইটা কন্টেন্ট মার্কেটিং মাস্টারি বইটা অনেক হেল্পফুল হবে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, বইয়ের টাইটেল দেখে যা আশা করছিলাম সবটাই পেয়েছি। কন্টেন্ট মার্কেটিং কি, কেনো দরকার, কিভাবে করতে হবে, বায়ার পার্সোনা কিভাবে তৈরি করবেন, ১০টি কন্টেন্ট ফরমেট, হাই কোয়ালিটি কন্টেন্ট কোনগুলি, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল সব বিষয়ে খুটিনাটি আলোচনা করা হয়েছে৷ এবং সারপ্রাইজ হিসেবে বইয়ের শেষে অনেকগুলো রিসোর্স দেওয়া আছে। যারূ কন্টেন্ট মার্কেটিং শুরু করতে চাইছে তাদের জন্য পারফেক্ট একটা বই হবে আশা করি।